নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এম. বোরহান উদ্দিন রতন, জন্ম : বাংলাদেশের ফেনী জেলায় দাগনভুঁইয়া উপজেলায়, পেশায় একজন প্রফেশনাল আইটি স্পেশালিস্ট গ্রাফিক্স ডিজাইনার ও চিত্রশিল্পী । সেই সাথে সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছি ।

এম. বোরহান উদ্দিন রতন

মানুষ হয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ

এম. বোরহান উদ্দিন রতন › বিস্তারিত পোস্টঃ

নক্ষত্র ঝরে যায় .....পড়ে থাকে দায় ।

১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭



যুগে যুগে কিছু উজ্জ্বল নক্ষত্র পৃথিবীতে আসে;
অন্ধকারে দীপ্তি ছড়িয়ে দিতে।
যাদের পতনের শব্দ শুধু হৃদয় শোনে,
তেমনি একটি নক্ষত্রের নাম শহীদ জিয়া।

সীমাহীন ক্ষতে যে নক্ষত্রগুলি
খচিত হয় , সে মুখ আমার প্রিয় নেতার,
সে মুখ মহান স্বাধীনতার ঘোষকের।

মাটিও মানুষের সম্পর্কের জুঁইফুলগুলি
কখন যে ঝরে যায়
চরম সত্যের কাছে
নত হয় হৃদয়,
বুকের গাঢ় ভাঁজে
পরিপাটি হয়ে বীভৎস স্মৃতিরা পড়ে থাকে
কাব্যভাষার পঙক্তিমালায়
হৃদয়ের কথোপকথন,
চলে যাওয়া মানে,শুধু হাহাকার নয়
পড়ে থাকা স্মৃতির দায়-ভার নেওয়া ।

উৎসর্গ-
প্রিয় নেতার ৮৩ তম জন্মবার্ষিকীতে মহান নেতার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

- এম. বোরহান উদ্দিন রতন
জাতীয়তাবাদী ব্লাগার

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা

২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৬

রাজীব নুর বলেছেন: জিয়াকে আমি হিরো বলব না।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:০৭

চাঁদগাজী বলেছেন:


অনেক পাকিস্তানী, বাংগালী ও মগেরা বুটের লাথি না খেলে জীবনের অর্থ খুঁজে পায় না।

৪| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪২

জগতারন বলেছেন:
জিয়াকে আমিও হিরো বলব না।
আমি বলব জিয়া সুবিদাবাদি ও মোনাফেক।
কোন নেতা বা দেশপরিচাল তার ছোট্ট খাটো ভুলের জন্য তাঁর আজ্ঞাবাহক হয়ে দায়ীত্ব পালন না করে নিজে দেশের কর্নধার হওয়ার আশায় নির্বাচিত দেশ পরিচালকে চিরদিনের মতো দুনিয়া থেকে সরিয়ে দেওয়া ও তাতে সহযোগিতা করা মুনাফেকি কাজ। যেমন করেছিল বাংলা, বিহার ও উড়িশ্যার নবাব সিরাজ উদ দৌলার বিরুদ্ধে ঘষেটি বেগম ও মীর জাফর।

২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১:৩০

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: ইতিহাস বিকৃত করছেন আপনি দেশের কর্নধার হওয়ার আশায় নির্বাচিত কোন দেশ পরিচালকে চিরদিনের মতো দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হয়েছে ? এসব মনগড়া কথা বলে কি লাভ ?

৫| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৯

জগতারন বলেছেন:
বৈরাম খাঁ যদি ভারত বর্ষের সম্রাট হওয়ার আশায় জিয়ার মত সুবিদাবাদি ও মোনাফেক কাজ করতো তা হলে ভারতের আমাদের ইতিহাস অন্যভাবে পড়তে হতো।

৬| ২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৪৪

নীল আকাশ বলেছেন: শুভ সকাল,
এই দেশের অন্যতম একজন শ্রেষ্ঠ সূর্য সন্তানকে নিয়ে লেখার জন্য আমার মন থেকে ধন্যবাদ নিবেন। এই ভন্ড আর মিথ্যুকদের দেশে তার মতো একজন নেতার বড়ই অভাব আমরা প্রতিনিয়ত বোধ করি। যিনি এই দেশে ঘৃনিত বাকশাল বন্ধ করে বহু দলীয় গনতন্ত্র প্রবর্তন করে ছিলেন।
মুক্তিযুদ্ধের এই বীর বিক্রমের জন্ম দিনে তাই তার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা আর আন্তরিক অভিনন্দন।
মহান আল্লাহ তার রুহের মাগফিরাত দান করুন, আমীন।
ধন্যবাদ।

২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৯

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: আপনাকেও ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.