নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এম. বোরহান উদ্দিন রতন, জন্ম : বাংলাদেশের ফেনী জেলায় দাগনভুঁইয়া উপজেলায়, পেশায় একজন প্রফেশনাল আইটি স্পেশালিস্ট গ্রাফিক্স ডিজাইনার ও চিত্রশিল্পী । সেই সাথে সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছি ।

এম. বোরহান উদ্দিন রতন

মানুষ হয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ

এম. বোরহান উদ্দিন রতন › বিস্তারিত পোস্টঃ

এই বিজয় উৎসবের আসল কারণ কি জানেন ?

১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৫


১৯ দিনে সারাদেশে খুন ৩৯ জন !
১৯ দিনে ৩৩ জন নারী ধর্ষিত হলো।
তারমধ্যে ৯ জন নারী গণধর্ষণের শিকার হলো

১- ৭ বছরের শিশু আছে ৬ জন !

১৯ দিনে চালের দাম বেড়েছে প্রতি কেজিতে ৮ টাকা।
১৯ দিনে দেশের ২০ লক্ষ নবাগত শিশুর জন্য ভারত থেকে ২ নাম্বার ভিটামিন ক্যাপসুল কিনা হয়েছে । পরবর্তী যা খাওয়া হয়নি । দেশের ক্ষতি ২ কোটি টাকার বেশী ।

সারাদেশে অস্বাভাবিক ভাবে চুরি, ডাকাতি , চাঁদাবাজি বেড়েছে যার প্রকৃত সংখ্যা বলা কঠিন।

বিজয় উৎসব তো করাই যায় কি বলেন ?

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:০৪

রাজীব নুর বলেছেন: এই বিজয় উৎসব শুধু ওদের। এবং ওদের ছত্রছায়ায় থাকা লোকদের জন্য। ওদের বিজয় হয়েছে বিলাসিতা করার জন্য।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৮

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগানে উৎসবরত পরিবেশ দেখে ভালই লেগেছে। :)

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৭

জগতারন বলেছেন:
বিজয় উৎসব তো করাই যায় কি বলেন ?

নাহ! করাযায় না।
মনে হয়া না দেশের সকল মানুষ ভাল আছে।
কিন্তু দেশের সকল কিছু কি ভাল রাখা সম্ভব ? সার্বিকভাবে এই সরকারের সেই প্রচেষ্ঠা অব্যাহত কিনা দেখতে হবে।
সামগ্রিকভাবে ভালো-মন্দ বিবেচনা করলে হাছিনা সরকারের সাফল্যটা অন্যান্য সকারের চেয়ে বেশীই মনে হয়।

৪| ২০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৬

হাঙ্গামা বলেছেন:
না পাওয়ার বেদনা থেকে এই পোষ্ট ভুমিষ্ট।

২০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৭

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: আপনার কাছে তা মনে হতে পারে, আমরা ঠিক সেই রকম ভাবছি না, আর এটি হলো আমাদের নাগরিক ও সাংবিধানিক অধিকার , কারো দয়া বা অনুগ্রহ নয় যে পাওয়া না পাওয়ার কথা আসবে, আমরা কেবল গণমানুষের ভোটাধিকার প্রয়োগের সুযোগটি দিতে চাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.