নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এম. বোরহান উদ্দিন রতন, জন্ম : বাংলাদেশের ফেনী জেলায় দাগনভুঁইয়া উপজেলায়, পেশায় একজন প্রফেশনাল আইটি স্পেশালিস্ট গ্রাফিক্স ডিজাইনার ও চিত্রশিল্পী । সেই সাথে সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছি ।

এম. বোরহান উদ্দিন রতন

মানুষ হয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ

এম. বোরহান উদ্দিন রতন › বিস্তারিত পোস্টঃ

ওবায়দুল কাদের বিএনপির পরামর্শদাতা বা উপদেষ্টা রূপে আর্বিভূত হয়েছে !

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৪


ওবায়দুল কাদের রীতিমতো বিএনপির পরামর্শদাতা বা উপদেষ্টা রূপে আর্বিভূত হয়েছে !
এদানিং মিডিয়ায় আওয়ামী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এর বিএনপি সমাচার নিয়ে শিরোনাম হয়, প্রায় তিনি বিএনপির পরামর্শদাতা বা উপদেষ্টা রূপে আর্বিভূত হচ্ছেন !

আগে বিএনপির সরকার পরিচালনা নিয়ে সমালোচনা করলেও গত ১২ বছর দলটি ক্ষমতার বাহিরে থাকায় আর সংসদে গৃহপালিত বিরোধীদল থাকায় এখন সমালোচনার সেই জায়গাটাও নষ্ট হলো।
এবার সমালোচনার অংশ হিসেবে বেছে নিয়েছে বিএনপির দুর্বলতা !

আসলে কি তাই ?
বিএনপি যদি এতোই দুর্বল হয়ে থাকে তাদের নেত্রীকে ২ কোটি টাকার উছিলায় বন্দী কেন রাখা হলো? অপর নেতাকে কেন দেশান্তরী করা হলো? নির্বাচনের আগে তাদের ৬৪ হাজার নেতাকর্মীকে গায়েবী ও ভুয়া মামলায় কেন বন্দী করা হলো? কেন তাদের নন্যূতম প্রস্ততি নিতে দেয়া হয়নি ? শেষ দিন পর্যন্ত গ্রেফতার অব্যাহত ছিলো। এবং ইলেকশান ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় বসতে হলো?
তাছাড়া বিএনপি যদি দুর্বলই হয়ে থাকে প্রতিদিন বিএনপিকে নিয়েই বা কেন সমালোচনা করতে হবে দেশে তো আরো ৮০ টি রাজনৈতিক দল আছে, আছে গৃহপালিত বিরোধী দল তাদের সমালোচনা করে না কেন? তার মানি বিএনপিই সেরা সেটি প্রমাণ করার জন্যই কাদের গং রা প্রতিনিয়ত বিএনপির নামে কিছু না বললে তাদের ভাত হজম হয় না।

২০১৪ সালের ৫ জানুয়ারীতে যখন ভুয়া নির্বাচন করেছিলো বাকশালী স্বৈরাচারী দল তখন বিএনপি টানা ১ বছর অবরোধ দিয়েছিলো,
তৎকালীন কাদের গংদের দাবি ছিলো বিএনপি জ্বালাও পোড়াও সন্ত্রাস করেছে, এখন বিএনপি উন্নত বিশ্বের মতো শান্তিপূর্ণ পথে হাঁটছে এখন বলছে সাহস নেই, শক্তি নেই, সাহস দেখাতে হলে লগি কি বৈঠা দিয়ে মানুষ হত্যা করতে হবে?
নাকি পুলিশ প্রশাসনকে টাকা দিয়ে কিনে দলীয় করণ করে, ভুয়া নির্বাচন করে রাতের আঁধারে ভোট ডাকাতি করতে হবে ?

বিএনপি ছাড়াও আওয়ামীদের ১৪ দলের শরীকরাও বলেছে ভোট ডাকাতি হয়েছে, আর ইসলামী আন্দোলন, সিপিবি, বাসদ, সহ আরো ৩৩ টি দল বলছে নির্বাচন ভুয়া হয়েছে ।

এতোদিন পর জনাব রিজভী সাহেব ভালো একটি পরামর্শ দিয়েছেন
কাদির সাব যে ভাবে বিএনপিকে উপদেষ্টার মতো পরামর্শ ও বৃদ্ধি দিয়ে যাচ্ছে ফ্রিতে তাতে তার স্বৈরাচারী দল ত্যাগ করে তার উচিত বিএনপিতে যোগ দেয়া ।

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৪

নাহিদ০৯ বলেছেন: ব্লগে রাজনৈতিক পোস্ট কম আসছিলো কয়দিন।

বর্তমান অবস্থাকে পজিটিভলি কাজে লাগাতে পারেন। আমি মুক্তিযুদ্ধ সম্পর্কিত বই সংগ্রহ করে পড়াশোনা করছি। ১৯৭১ ভেতরে বাইরে, এই দেশে একদিন যুদ্ধ হয়েছিলো, জাসদের উথ্থান পতন পড়ছি এখন।

এই সময়ে ৭৫ এর সমসাময়ীক ইতিহাস সমূহ আপনার কাছে বুঝতে সুবিধা হবে। তখনকাও সরকারী দল নিজেদের ভালো কাজ প্রচার এর চাইতে অন্যের দোষারোপ করার ব্যাপারেই বেশি লেগে থাকতো। ১৯৭৩ এর নির্বাচনের সাথে কিছু কিছু মিল এবারের নির্বাচনে পাওয়া যায়।

সব মিলিয়ে ইতিহাস পড়ার ভালো একটা সময়। ভাবছি এ কয় বছর মুক্তিযুদ্ধের উপর লিখিত স্মৃতিচারণ সমূহ পড়ে ফেলবো।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৬

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: আপনি অনেক গুলো প্রসঙ্গ তুলেছেন একটি করে উত্তর দিচ্ছি, প্রথমত আমি মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক জনাব এ কে খন্দকারের লিখা সাড়াজাগানো বই ১৯৭১ এর ভিতরে বাহিরে পড়ার জন্য ধন্যাবদ, সময় করে তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদ এর লিখাা তাজউদ্দিন নেতা ও পিতা বইটিও পড়ে নিয়েন। অনেক সত্য জানতে পারবেন ।
হ্যাঁ আপনার কথা সঠিক ২০১৮ নির্বাচন আর ১৯৭৩ এর নির্বাচন এক, তখনও বিরোধী দল ছিলো না, যারা গৃহপালিত ছিলো তাদের সংখ্যা ছিলো ৭ ! আর আপনি বলেছেন ব্লগে রাজনৈতিক পোস্ট হয় - হওয়াই তো কথা ডিজিটাল কালো আইনটি পড়েছেন? পড়লে বুঝবেন কথা বলার স্পেস আছে কিনা নাই, দেশে কোন জণগণের সরকার নেই, যারা আছে তারা ভোট ডাকাত স্বৈরাচার, এরা সারাদেশকে একটি কারাগার বানিয়ে রেখেছে, মানুষ আতঙ্কে আছে, ভয়ে আছে । তারপরও আমাদের কথা বলেতে হবে ।

২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪১

চাঁদগাজী বলেছেন:


২ কোটী টাকা মিস-ম্যানেজ করার জন্য জেল হওয়া উচিত নয়? কত টাকা মিস-ম্যানেজ করলে জেল হওয়া উচিত? আপনার বার্ষিক আয় কত কোটী, একজন এতিম কিশোরীর আয় কত কোটী টাকা?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৭

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: শেয়ারবাজার কেলেঙ্কারীর মামলা সালমান এফ রহমান কতঘন্টা সাজা পেয়েছে? শেয়ারবাজার লুটের টাকার অঙ্ক কত জানেন ৫০ হাজার কোটি টাকা ! এই পর্যন্ত কোন ব্যাক্তি দেশের দুনীতি করে সাজা পেয়েছে? আওয়ামীলীগের সকল নেতাইতো দুর্নীতিবাজ, এখন তারা ক্ষমতাধর তাদের নামে কে মামলা দিবে? আর হাসিনার নামেও তো তত্বাবধায় সরকারের সময় ১৬টি দুর্নীতি মামলা ছিলো সেগুলো এখন কপূরের ন্যায় উবে গেল আর বেগম জিয়ার গুলো উজ্জ্বীবিত হলো কেন? তাছাড়া দুনীর্তি মামলার আসামী জামিন অবশ্যই পাবেন তিনি দেশের সাবেক প্রধানমন্ত্রী ।

৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৬

চাঁদগাজী বলেছেন:


@নাহিদ০৯,

আপনি বলেছেন, " ১৯৭৩ এর নির্বাচনের সাথে কিছু কিছু মিল এবারের নির্বাচনে পাওয়া যায়। "

-আপনার মন্তব্য থেকে বুঝা যাচ্ছে যে, আপনি সম্প্রতি 'ইতিহাস পড়ছেন'; ইতিহাস থেকে বুঝতে পেরেছেন যে, ১৯৭৩ এর নির্বাচনের সাথে কিছু কিছু মিল আছে; আমার মনে হয়, আপনি গার্বেজ পড়ছেন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৮

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: চাঁদগাজী ভাই সত্য সব সময় তিতে হয়

৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৭

চাঁপাডাঙার চান্দু বলেছেন: এটা একটা আশ্চর্য বিষয় যে ইতিহাস চর্চা বলতে সবাই ৭১ এই সীমাবদ্ধ থাকে। ইংরেজ শাসন পর্যন্তও তো যাওয়ার দরকার নেই, দেশভাগের পরবর্তী ঘটনাবলীও এদেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আমার মতে ৫৪ এর যুক্তফ্রন্টের বিশাল বিজয় দিয়েই বাংলাদেশের মানুষ প্রথম স্বাধীনতার চেতনা উপলব্ধি করতে পেরেছিল।
তো কি কারণে বাংলার মানুষের প্রথম অধিকারটিই বিকিয়ে দেওয়া হলো; ভাসানী-সোহরাওয়ার্দী দেশের বাহিরে থাকাকালীন কারা মুসলিম লীগের সাথে হাত মিলিয়ে শেরে বাংলার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে যুক্তফ্রন্ট ভেঙ্গে দিয়েছিল এই সত্যগুলোও জেনে নেওয়া উচিৎ বলে মনে করি।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৯

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: খুব সৃজনশীল ভাবে মন্তব্য করেছেন , সে জন্য ধন্যবাদ জানাই, হ্যাঁ ইতিহাস পড়লে গোড়া থেকেই আমাদের উত্থান পতনের ইতিহাস জানা উচিত

৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

ভাল বলেছেন বিএনপির অবৈতনিক উপদেষ্টা!
=p~ =p~ =p~

তবে বিএনপিতে দৃঢ়চেতা নেতৃত্বের অভাব প্রকট ভাবেই দৃশ্যমান। এরচেও বাজে অবস্থা ছিল ইরানের শাহের স্বৈরশাসনে!
সেখান থেকে যদি পূর্ন সফল বিপ্লব সম্ভব হয়, এখানে নয় কেন?
কারণ নেতৃত্ব শুন্যতা। সুবিধাবাদীতায় ঈয়া নাফসি মনোভাব! নইলে যে কারণে ওবায়দুল কাদের গংরা ভীত হয়ে এখনো প্রলাপ বকে সেই কারণকেই কাজে লাগিয়ে বিজয় ছিনিয়ে নিতে পারলো না কেন? এত ব্যাপক জনসমর্থনের পরও ব্যার্থতা দেখে মিসরের ব্রাদারহুডের কথাই মনে পড়ে। তারা যেমন বিপুল সমর্থনে নির্বাচিত হয়েও আজ নির্যাতিত! তেমনি এখানেও!

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০২

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: এতো দূরে তো যাওয়ার দরকার নেই জনাব, আওয়ামীরা ১৯৭৫ এর পর কোণঠাসা অবস্থা থেকে ২১ বছর পর ১৯৯৬ সালে ক্ষমতায় আসতে পারলে বিএনপি কেনো নয়? তাদের তো কেন্দ্রীয় অফিসে আমেনা বেগম ছিলো শুধু হারিকেন জ্বালানোর জন্য । বিএনপির এখনো সেই পরিণতি হয়নি । আমি স্বপ্ন দেখতে ভালোবাসী আমার বিশ্বাস দেশ স্বৈরাচার মুক্ত হবে ।

৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:


@বিদ্রোহী ভৃগু,
"এত ব্যাপক জনসমর্থনের পরও ব্যার্থতা দেখে মিসরের ব্রাদারহুডের কথাই মনে পড়ে। "

-মিশরের ব্রাদারহুড বাংলাদেশেও জয়ী হওয়ার সম্ভাবনা আছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: আপনি যে স্বৈরাচার দলের হয়ে গলা ফাটাচ্ছেন তাদের (১৯৭৫ -১৯৯৬ সাল কি মনে পড়ে) ?

৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৯

নাহিদ০৯ বলেছেন: @চাঁদগাজী

আমি যেসব পড়ছি তার মধ্যে আছে অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, ১৯৭১ ভেতরে বাইরে, এই দেশে একদিন যুদ্ধ হয়েছিলো, জাসদের উথ্থান পতন, অস্থির সময়ের রাজনীতি, তিনটি সেনা অভ্যুত্থান ও কিছু না বলা কথা, ক্রাচের কর্নেল..

এইগুলি যদি গার্বেজ হয় তাহলে কিছু ভালো বই এর রেফার করুন। আপনার খুব সম্ভাব্য মন্তব্য, "কোন ভালো বই নাই, সব গার্বেজ।" করবেন না। কিছু বই রেফার করুন যা পড়ে সঠিক তথ্য জানা যাবে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: ভাই চাঁদগাজীরা হলো রাতের সিলমারা গণতন্ত্রের লোক , তাদের পক্ষে না থাকলে সব গার্বেজই মনে হবে, আর বিপক্ষে গেলে তেঁতুল পক্ষে গেলে পা চুয়ে সালাম কাউমি জননীর সেরা উপহার এসব তো জাতি দেখেছে তাই না ?

৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩১

ঠাকুরমাহমুদ বলেছেন: দুইটি বই রেফার করছি: -

১। দেয়াল - হুমায়ুন আহমেদ
২। রক্তঝরা নভেম্বর ১৯৭৫ - নির্মলেন্দ গুণ


সহ আমার নিজের লেখা প্রেসিডেন্ট জিয়া ইতিহাসের কালো অধ্যায় নাহিদ০৯ আপনি গার্বেজ পড়েছেন এখানে কোনো দ্বিমত নেই, আপনার বয়ষে আপনি ইতিহাস দেখেননি এটি ঠিক তবে যা পড়েছেন তা পল্টন ফুটপাতেই সোভা পায় যথা “ক্রাচের কর্নেল”.. জেল হত্যা সহ দেশে যে কয়টি কাউন্টার ক্যু হয়েছে তাতে ক্রাচের কর্নেল জড়িত । - আপনাকে আরো অনেক পড়তে হবে। অ আ ক খ থেকে শুরু করুন।

৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৬

ঠাকুরমাহমুদ বলেছেন: এম. বোরহান উদ্দিন রতন সাহেব আপনি আইটি প্রফেশনে থেকে ব্লগে কি করছেন এসব ? আইটি তো ব্লগে প্রয়োগ করছেন মাত্র ১৫ টি কমেন্টে ৬১০ বার ভিউ আর পোষ্ট দিয়েছেন সবে মাত্র দুই ঘন্টা !!! আইটি অপব্যাবহার আপনার ট্রেইনিং !!!

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০২

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: কাদের ভাইকে বিম্পির উপদেষ্টা বানানো হোক। ;)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৪

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: বিম্পি কি জিনিস ভাই ?

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০৬

রাজীব নুর বলেছেন: আমি রীতিমতো শব্দটা এইভাবে লিখি।
এইভাবে না রিতিমত

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৬

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: আপনার বানান টা আধুনিক বাংলার বানান তা শুদ্ধ, আমি রিতিতে ই কার দিলেও তবে ও কার না দেয়াটা ভুল ছিলো, ধন্যবাদ

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১২

উম্মু আবদুল্লাহ বলেছেন: আওয়ামী লীগে মনে হয় এই দায়িত্ব বিভিন্ন সময়ে কাউকে না কাউকে অর্পন করে থাকে। এর আগে এই দায়িত্বে ছিলেন মাহবুবুল আলম হানিফ এবং হাসান মাহমুদ। এখন হলেন ওবায়দুল কাদের। আসলে নিজেদের ভোট ডাকাতির দায়ভাগ বিএনপির উপরে চাপানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। কি আর করা। বেচারাদের এখন একজন স্কেপগোট দরকার।

কিন্তু কেন?

আওয়ামী লীগের সেরকম লজ্জা শরম থাকলে তো তারা ৫ই জানুয়ারীর পর পরই একটি সুষ্ঠু নির্বাচনের আয়োজন করত। যেটা বিএনপি করেছিল। সুতরাং আওয়ামী লীগ তাই করেছে যা তাদের করার কথা। আমি নিজে এই সামহোয়ার ব্লগে বলেছিলাম যে আওয়ামী লীগ ৩০০টি আসনেই বিজয়ী হতে চলেছে। যত জরিপ হয়েছে তার মধ্যে আমার ভবিষ্যৎ বানী ছিল সবচেয়ে নিখুত।

কিন্তু বিএনপির ভূমিকাও কি খুব ইতিবাচক?

এই নির্বাচন কেমন হয়েছে তা সবাই জানে। একে তো ভয়ংকর উপায়ে পুলিশ ক্যাডার দিয়ে বিরোধী দলকে মাঠশূন্য করা হয়েছে, যেটা ছিল জঘন্য রকমের অসহনীয় ( যা আমি আমার জন্মেও কোথাও দেখিনি)। তার উপরে রয়েছে রাতের আধারে ব্যালট বাক্স ভর্তি। এতকিছুর পরেও যখন ওবায়দুল কাদের বলছেন বিএনপি নেতারা নাকি সংসদে আসার জন্য উন্মূখ, তখন তা আমি ঠিক অবিশ্বাস করতে পারছি না। তাদেরকে নাকি কি কি সব সংসদীয় কমিটির প্রধান করা হবে। মন্ত্রীর মর্যাদাও দেয়া হতে পারে। এই লোভে নাকি বিএনপির সদস্যরা সংসদে আসতে চান। সংসদের এই সব সুযোগ সুবিধার লোভ তারা ছাড়তে পারছেন না। কি জঘন্য! একটি বড় দল হিসেবে বিএনপির উচিত জনসাধারনের পাশে থাকা, তাদের অধিকারহীনতার নির্বাচনকে প্রত্যাখ্যান করা। সংসদে তাদের যত সুবিধাই দেয়া হোক না কেন, তা ঘৃনাভরে প্রত্যাখ্যান করা। বিএনপিকে এতে করে হয়ত আরো চাপের মুখে ফেলবে সরকার, কিন্তু এই চাপকে তাদের মোকাবেলা করার মানসিকতা থাকতে হবে। সংসদের ঐসব ফুলশয্যাসম আরাম আয়েশকে ছুড়ে ফেলে দুঃখ কষ্টের জেলখানাকে বেছে নিয়ে সাধারন মানুষের অনূভূতিকে মূল্য দিতে হবে। রাজপথ দখলের আন্দোলনে বিএনপি ব্যর্থ, কিন্তু তার মানে এই না যে বিএনপি সামগ্রিক আন্দোলনে ব্যর্থ। তাহলে আওয়ামী সরকারকে রাতের আধারের নির্বাচন করতে হত না।

১৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৮

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: বিএনপির কেউ সংসদে আসতে চায় না, গণফোরাম আলাদা দল, তাদের মতাদর্শ আর বিএনপির মতাদর্শ কখনো এক নয়, বৃহত্তর স্বার্থে তাদের সাথে যে জোট হয়েছে সেটি তারা পালন না করলে বিএনপির কি করার আছে? আশাকরি তারা শপথ নিবেন না ।

১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৬

উম্মু আবদুল্লাহ বলেছেন: এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: বিএনপির কেউ সংসদে আসতে চায় না, গণফোরাম আলাদা দল, তাদের মতাদর্শ আর বিএনপির মতাদর্শ কখনো এক নয়, বৃহত্তর স্বার্থে তাদের সাথে যে জোট হয়েছে সেটি তারা পালন না করলে বিএনপির কি করার আছে? আশাকরি তারা শপথ নিবেন না ।

@রতন, ওবায়দুল কাদের এবং আরো অনেকে তো বলছেন যে বিএনপির সবাই নাকি সংসদে আসবেন?

১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫০

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: কা কা করাই কাকের স্বভাবজাত বৈশিষ্ট্য সেটি তো জানেন । এসব করছে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি করার জন্য ১২ বছরেও সফল হয়নি, ১২ জন নেতা পদত্যাগ করেনি উল্টো গোলাম মাওলানা রনি সহ হেভিওয়েট নেতারা যোগ দিয়েছে অন্যদল থেকে এসে । বিএনপি এখনো ঐক্যবদ্ধ আছে এবং থাকবে ।

১৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৫

তারেক ফাহিম বলেছেন: আমার কাছে রম্য রম্য লাগে। এটা আসলে হাইস্যকর ;)

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫০

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: ধন্যবাদ , আসলেই হাস্যকর

১৭| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫০

অক্পটে বলেছেন: এই সরকার নিজের জনপ্রিয়তা যাচাই করার সাহস রাখেনা। কারণ সে জনগণে বিশ্বাস করেনা। এটাই আ.লীগের চেহারা। তা নাহলে জনগনের ম্যান্ডেট নিতে তার এত ভয়ের কারণ কি? কিন্তু লজ্জাবোধের সমস্ত সীমা পার করেও ওরা কা কা করে।

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫০

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: একদম খাঁটি কথাটিই বলেছেন, ধন্যবাদ আপনাকে

১৮| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৫৮

প্রশ্নবোধক (?) বলেছেন: এক বুড়ি আরেক বুড়ি কে ডাকে নানী।

১৯| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৪

নীলকন্ঠ কবি বলেছেন: ব্লগে এসে আপনার লিখাগুলো পড়ে সত্যি ভালো লাগছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.