নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এম. বোরহান উদ্দিন রতন, জন্ম : বাংলাদেশের ফেনী জেলায় দাগনভুঁইয়া উপজেলায়, পেশায় একজন প্রফেশনাল আইটি স্পেশালিস্ট গ্রাফিক্স ডিজাইনার ও চিত্রশিল্পী । সেই সাথে সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছি ।

এম. বোরহান উদ্দিন রতন

মানুষ হয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ

এম. বোরহান উদ্দিন রতন › বিস্তারিত পোস্টঃ

সাহারা খাতুনের ৪৮ ঘন্টার আল্টিমেটাম এখন ২ হাজার ৫ শ ৫৫ ঘন্টায় পৌঁছালো

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৯


ফাইল ছবি : সাগর -রুনি ও তাদের সন্তান মেঘ

সাহারা খাতুনের ৪৮ ঘন্টার আল্টিমেটাম এখন ২ হাজার ৫ শ ৫৫ ঘন্টায় পৌঁছালো, সাগর রুনির সেই ছেলেটির বয়সতো এখন ১২ হলো, কবর থেকে নিথর দেহগুলো ২য় বার তুলে ময়নাতদন্তের পর পুনরায় দাফনও হলো, এতোদিনে কিছু হাড় ছাড়া বাকি দেহ মাটিতে মিশে গেছে নিশ্চয় !

সাগর-রুনি দম্পতির হত্যাকান্ডের ৭ তম বছর অতিক্রম হয়েছে এখনো খুনিরা ধরাছোঁয়ার বাহিরে, এই খুনি স্বাভাবিক কোন খুনি নয়, এই খুনি হলো হারকিউলিস জাতীয় রাষ্ট্রীয় মদতপষ্টু খুনির দল।

আজকের অবৈধ ক্ষমতায় তো আর এমনে এমনে বসেনি, তার আগে সকল কূটচাল দিয়ে একের পর এক পথের সব কাঁটা ছাঁটাই করে আজকের গণতন্ত্রের কবর রচিত করা হয়েছে।

তারই ধারাবাহিকতায় ভারতের সহযোগিতায় পিলখানা হত্যাকান্ড ঘটেছে বলে বিভিন্ন বিদেশী তদন্তকারী সংস্থা মনে করছে। তারা মনে করে সাগর -রুনিকে হত্যার নেপথ্যে আসলে পিলখানা হত্যাকান্ডের রহস্য মুছে ফেলার নীল নকশা বাস্তবায়ন।
তাদের পিসিতেই ছিলো পুর্ণাঙ্গ ডুকোমেন্ট, যা হত্যা কান্ডের পর তাদের কম্পিউটার সহ জব্দ করা হয়েছিলে ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬

রাজীব নুর বলেছেন: আসামী কেন ধরা পড়ছে না?
সমস্যা টা কোথায়?

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:২৩

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: খুনীরা কখনো ধরা পড়বে না। সাগর-রুনি চ্যাপ্টার ক্লোজড।

৩| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৫

বোকা পুরুষ বলেছেন: এক সময় এই ব্লগে একটা কাউন্ট ডাউন ছিল মনেহয় " সাগর-রুনি হত্য এখনো অস্ধকারে আমরা" এই নামে, এখন ঐটাও হারিয়ে গেছে।

৪| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫১

নীলকন্ঠ কবি বলেছেন: দুর্দান্ত প্রকাশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.