নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
# বিমান ছিনতাই করতে যাওয়া লোকটি হাসু দিদির সঙ্গে কথা বলতে চেয়েছেন।
# অন্য ছিনতাইকারীরা বিমানের যাত্রী ও কেবিনক্রদের জিম্মী করার চেষ্টা করে, সে তা করেনি ।
# ঢাকা থেকে দু্বাই তারপর সৌদি আসার সময় আমি কিছু শুকনা চিপস, ও সফট পানীয় কিনেছিলাম বিমানবন্দর হয়ে ভিতরে প্রবেশ করতে অন্তত ১০ স্থানে ১০ দফা তল্লাশি করে আমার খাবার ও পানিগুলো রেখে দেয়া হলো, তারপর পর বিমানের দরজায় সর্বশেষ ডিজিটাল হ্যান্ডস্ক্যান যন্ত্র দিয়ে ভিতরে প্রবেশ করলাম, যেখানে ক্ষুদ্র লেইল কাটার, মানিব্যাগ, বেল্ট পর্যন্ত খুলে যেতে হয় সেখানে অস্ত্র !
লোকটির পিছনে কোন উগ্রবাদী সংগঠন জড়িত কিনা বা কার নির্দেশে এমন করলো তা জানার আগেই তাকে গ্রেফতারের পর কেন দ্রুত গুলি করা হলো ?
কেন জীবিত গ্রেফতার করে স্বীকারোক্তি নেয়া হয়নি ।
এমন তো হতে পারে লোকটি কোন মানসিক রোগী বা জঙ্গী কিংবা অন্য ইস্যু ধামাচাপা দিতেই এই নিরিহ মানুষকে লোভ দেখিয়ে বলি দেয়া হলো ।
আমরা আসল ঘটনা জানতে চাই প্রথমত এই কড়া নিরাপত্তার ভিতর অস্ত্র নিয়ে কিভাবে প্রবেশ করলো ?
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০০
কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ মালুম । ইতা কিতা হইতাছে দেশে
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪২
নীল আকাশ বলেছেন: রেশমা নির্ঘাত ফেইল মারলো এই কেসে!!
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১০
নাহিদ০৯ বলেছেন: মেরে না ফেললে এটা ফাঁস হয়ে যেতো যে এটা কোন রুদ্ধশ্বাস অপারেশান ছিলো না। র্যাব ও বুক ফুলিয়ে বলতে পারতো না আমরা প্যাসেন্জার এর নামের লিস্ট থেকে হাইজ্যাকার এর পরিচয় উদ্ধার(!) করেছি।
নাটক দেখতে থাকেন। ২-৩ জন অফিসার কে এই বিশাল (!) অপারেশান এর জন্য পদক টদক ও দেয়া হতে পারে।
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৩
রাজীব নুর বলেছেন: আশা করি দুই একদিনের মধ্যে সব কিছু দিনের আলোর মতো পরিস্কার হয়ে যাবে।
©somewhere in net ltd.
১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৬
মাহমুদুর রহমান বলেছেন: হয়তো।
আল্লাহই ভালো জানেন।