নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এম. বোরহান উদ্দিন রতন, জন্ম : বাংলাদেশের ফেনী জেলায় দাগনভুঁইয়া উপজেলায়, পেশায় একজন প্রফেশনাল আইটি স্পেশালিস্ট গ্রাফিক্স ডিজাইনার ও চিত্রশিল্পী । সেই সাথে সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছি ।

এম. বোরহান উদ্দিন রতন

মানুষ হয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ

এম. বোরহান উদ্দিন রতন › বিস্তারিত পোস্টঃ

ওবায়দুল কাদের সুস্থ হয়ে রাজনীতিতে আবার ফিরে আসুক সেই প্রার্থনা করি।

০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:৪২


ছবি : গুগুল থেকে নেয়া

আমি একটি দলের কর্মী, দেশের চলমান রাজনীতি নিয়ে জনাব কাদের সাহেবের অনেক সমালোচনা করলেও কখনো ওনার অমঙ্গল কামনা করিনি, ওনার হার্টে তিনটি ব্লক হয়েছে এমন খবরে আমি চিন্তিত, আমি জানি উনি এতোদিন যা যা বলেছেন তা ওনার বক্তব্য নয়, শুধু দলের হয়ে কথাগুলো বলেছেন , আর ব্যক্তি হিসেবে লোকটিকে আমি খুব কাছে থেকে দেখিছি, ওনার সুস্থতা কামনা করি ।

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৪:৫১

চাঁদগাজী বলেছেন:


আপনি যদি কোন রাজনৈতিক দলের কর্মী হয়ে থাকেন, উহা নিশ্চয় একটি অবুদ্ধিমানদের মিলনমেলা! ওবায়দুল কাদেরের চিকিৎসা বিশ্বের সেরা হাসপাতালগুলোতে করবে আওয়ামী লীগ, বাংলাদেশে করাবে না, ওরা বাংলাদেশের উপর আস্হা রাখার মতো লোক নন; পানিপোড়া ও তাবিজ দিয়ে দেশের নাগরিকদের চিকিৎসা চলতে থাকবে।

২| ০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৫:০১

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: গুড। পোস্টে লিংক দিলে আরো সুন্দর হতো।

মানুষ হিসেবে কাদের সাহেবের সুস্থতা কামনা করছি। (রাজনীতিবীদ হিসেবে উনাকে আমার পছন্দ নয়।)


@চাঁদগাজী,
ওবায়দুল কাদেরকে এই মুহূর্তে বিদেশ নেয়ার প্রয়োজন নেই: বিএসএমএমইউ উপাচার্য
http://www.ittefaq.com.bd/politics

০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৫:২৩

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: সবকিছুইতে কি লিঙ্ক দিতে হবে বাধ্যতামূলক? লেখাটি আমার ব্যক্তিগত ছিলো আবার কিসের লিঙ্ক দিতে বলছেন, তার অসুস্থতা তো আর গোপন কিছু নয় ।

৩| ০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৫:১৮

চাঁদগাজী বলেছেন:



@পাঠকের প্রতিক্রিয়া ! ,

একজন বাংগালী হিসেবে ওয়ায়দুল কাদের ভাগ্যবান, হাসপাতালের ফ্লোরে থাকতে হচ্ছে না, পানিপোড়া ও তাবিজ'এর চিকিৎসা থেকে উন্নত মানের চিকিৎসা পাচ্ছেন।

৪| ০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৫:২৯

নয়া পাঠক বলেছেন: @ চাঁদগাজী। আপনার সঙ্গে কিছু কিছু পোষ্টে ঝগড়া করতে বাধ্য হলেও এ পোষ্টের মন্তব্যগুলি দেখে আপ্লুত।

৫| ০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৫:৪৩

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: ওনার মঙ্গল কামনা করছি।

৬| ০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৫:৪৭

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: @এম. বোরহান উদ্দিন রতন,
আপনি সবকিছুকে এমন গায়ে পড়ে নেন কেন, বুঝি না। কুল ম্যান;)

@চাঁদগাজী,
ইয়া! আই নো। ভিআইপি টিরিটমেন্ট... ;)

৭| ০৩ রা মার্চ, ২০১৯ বিকাল ৫:৫০

আরোগ্য বলেছেন: উনার রাজনৈতিক অবস্থাও সুস্থ হোক।

৮| ০৩ রা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৬:৪৩

বাকপ্রবাস বলেছেন: অনেক হা হা হি হি চলছে ব্লগ ফেইসবুকে। ওনি সুস্থ্য হয়ে ফিরে আসুন। আর অন্যরা একটু শিক্ষা নিক। হা হা হি হি এর মূল্যটা বুঝুক সবাই।

৯| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৮:২৪

রাজীব নুর বলেছেন: আমি চাই উনি সুস্থ হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.