নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
(১)
এক হচ্ছে আসল রাজনীতি যার মানে মানুষের সমস্যাগুলোকে দূর করার রাজনীতি । যেমন শিক্ষা , চাকরি , শ্রমিকের শোষন মুক্তি , চাষীর উন্নত অবস্থা, নারীর অধিকার, শিশুদের বাসযোগ্য ভূমি, জাত-পাত-সম্প্রদায় থেকে সমাজ কে মুক্ত করা ইত্যাদি ।
(২)
দ্বিতীয় রাজনীতি হচ্ছে মানুষকে মূর্খ বানানোর রাজনীতি
এই রাজনীতি হলো, নিজের পকেট মোটা তাজাকরণ, অন্যের হক ও রাষ্ট্রীয় সম্পদকে নিজের পৈত্রিক সম্পত্তি হিসেবে দখল করার প্রতিযোগিতা করা, ক্ষমতার মোহে সাধারণ জনগণকে জিম্মি করে পয়দা লুটা, কোন একটি নির্দিষ্ট গোষ্ঠীকে সম্মান জানানো, কিছু জাতকে শ্রেষ্ঠ বানানোর রাজনীতি, রাষ্ট্রবাদের জিগির তোলা ও শত্রু খোঁজার রাজনীতি।
রাজনীতিকে আমি খারাপ মনে করিনা , খারাপ আমরা...মানুষ গুলো ।
রাজনীতি যদি খারাপই হয় বিশ্ববিদ্যালয় গুলো থেকে রাষ্ট্রবিজ্ঞান সহ রাজনৈতিক বিষয় বাতিল করা দরকার সবার আগে ।
২| ০৪ ঠা মার্চ, ২০১৯ বিকাল ৪:৩৯
চাঁদগাজী বলেছেন:
রাজনীতির উপর ছাগলা পোষ্ট লিখে আপনি রাজনীতি শব্দটার অর্থ বদলায়ে দেবেন! আজকে শুনলাম, আপনার মতে রাজনীতি ২ প্রকার; ব্লগে ছাগল আমদানী হচ্ছে!
০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৮:৩২
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: চাঁদগাজী জানিনা আপনি কোন বিশেষ এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ব্লগে পড়ে থাকেন, আমার সম্পর্কে আপনাকে ৮ টি ইনফো দিচ্ছি আশাকরি ভবিষ্যতে মন্তব্য গুলো মার্জিত ভাষায় করবেন, না হয়.....
আমার যতো অর্জন :
১। ২০১১ ও ২০১৫ সালে চট্টগ্রাম শিল্পকলা একাডেমী পুরস্কার ( চিত্রশিল্পী হিসেবে)
২। ২০০৫ আন্তজেলা ফুটবল প্রতিযোগিতার সেরা গোলরক্ষক পুরস্কার
৩। ২০১৪ সালে চট্টগ্রাম বিভাগীয় সেরা সমাজকর্মী পদক ( পুরস্কার নিয়েছি সুলতানা কামালের হাত থেকে)
৪। আমি কাজ করি, লিডার্স ফর টুমরো, জাগো বাংলাদেশ, চেঞ্জ মেকার ফর বাংলাদেশ, নিজের জনপ্রিয় সংগঠন হেল্পিং হ্যান্ডস বাংলাদেশ । উচ্ছ্বাস প্রজন্ম সহ ১৭ টি সোস্যাল সংগঠনে কাজ করি।
৫। কর্ম জীবনে আমি আমি দেশের সুনামধন্য আইটি ফার্মে কাজ করেছি, পেশায় একজন আইটি ইঞ্জিনিয়ার ও পেশাদার ডিজাইনার।
জাপান- বাংলা টেকনোলজিতে কাজ করেছি ২ বছর, দেশের বাহিরে দুবাই, ভারত, কুয়েত, কাতার, বাহারাইন, ইজিপট, সৌদিতে কাজ করি। পেশাদার আইটি ইঞ্জিনিয়ার হিসেবে।
৬। Federal Human Resources Management এর সাথে ২ বছরের চুক্তিবদ্ধ হয়ে বর্তমানে কাজ করছি ।
৭। আমার নিজের আইটি ফার্ম আাছে, এবং ৩৫ জন কর্মচারী আমার অধিনে কাজ করে।
৮। আমি বিএনপির রাজনীতির সাথে জড়িত সেই ছাত্রজীবন থেকে ।
৩| ০৪ ঠা মার্চ, ২০১৯ সন্ধ্যা ৭:০০
রাকিব আর পি এম সি বলেছেন: সামুর উচিত নির্বাচিত অংশ থেকে "সর্বাধিক পঠিত" ক্যাটাগরি বাদ দেয়া। এধরনের পোস্ট ফেসবুকে মানায়, ব্লগে না।
৪| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৮:৫২
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: তিন বছরে সামুতে লিখে ১৩ হাজার বার আপনার ব্লগ দেখা হয়েছে আর তিন মাসে ২৯ হাজার বার আমার ব্লগটি দেখা হয়েছে বিধায় আপনার মনে হয় হিংসে হচ্ছে, ও হ্যাঁ আপনার মতো লোক থেকে আমার ব্লগিং শিখতে হবে না। আপনার মতো এইরকম ২ হাজার নাবালগকে আমি মানুষ করেছি ।
৫| ০৪ ঠা মার্চ, ২০১৯ রাত ৯:০০
আখ্যাত বলেছেন: :
ভাইসব, তর্কাতর্কি রা্ইখা এই দিকে আইসা পরেন।
৬| ০৫ ই মার্চ, ২০১৯ সকাল ৭:২১
নতুন-আলো বলেছেন: ভুয়া
৭| ০৫ ই মার্চ, ২০১৯ দুপুর ১:২৩
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপন মনে ব্লগিং করে যান । গাজী ভাইয়ের মন্তব্য গায়ে মাখবেন না।
পোস্টটা আপনি বা কেউ রিফ্রেশ করছে। হাজার খানেক ব্লগার, ভিজিটরের উপস্থিতিতে এধরনের পোস্ট ৯৫৩৪ বার পঠিত হওয়া দৃষ্টিকটু বৈকি !
০৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:০৪
এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: আপনার সৃজনশীল মন্তব্যেকে আমি স্বাগত জানাই
৮| ০৫ ই মার্চ, ২০১৯ বিকাল ৩:৩৮
নীলকন্ঠ কবি বলেছেন: এখানে অনেকে অহেতুক বির্তক করছেন লেখক কোন কথাটি ভুল বলেছে, আর একজন ব্লগার তার নিজের চিন্তা চেতনা দিয়ে আপন মনে লেখতেই পারে, এতো দোষ ধরার কি? কিছু মানুষ আছে যাদের কাজই হলো অন্যের দোষক্রটি বের করা,এরা আবার ইসলামিক কথাও বলে, ইসলাম কি এই শিক্ষা দিয়েছে ? @ইনাম আহমেদ
©somewhere in net ltd.
১| ০৪ ঠা মার্চ, ২০১৯ বিকাল ৩:০৭
রাজীব নুর বলেছেন: রাজনীতি মানুষ করে দেশের মঙ্গলের জন্য। কিন্তু আমাদের দেশে ভিন্ন কথা।