নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এম. বোরহান উদ্দিন রতন, জন্ম : বাংলাদেশের ফেনী জেলায় দাগনভুঁইয়া উপজেলায়, পেশায় একজন প্রফেশনাল আইটি স্পেশালিস্ট গ্রাফিক্স ডিজাইনার ও চিত্রশিল্পী । সেই সাথে সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছি ।

এম. বোরহান উদ্দিন রতন

মানুষ হয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ

এম. বোরহান উদ্দিন রতন › বিস্তারিত পোস্টঃ

এডিস মশাই নাইট ভোটের সরকারের তথাকথিত উন্নয়নের অন্তর্বাস খুলে দিয়েছে ।

৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ২:২৪



তথাকথিত উন্নয়নের দোহাইয় দিয়ে যারা ১ যুগেরও বেশী সময় দেশের গণতন্ত্র হরন, মানাবাধিকার লঙ্গন করে ক্ষমতা দখল করে আছে।
সামন্য মশাই তাদের সেই কথাকথিত বাঁশ মার্কা উন্নয়নের চিত্র চোখে আঙ্গুল দিয়ে ধরে দিয়েছে।
বাংলাদেশ এখনো ডিজিটাল তো দূরে থাক বাসের যোগ্য হতে পারেনি।
আজ দেশের প্রথম সারির পত্রিকায় দেখলাম ডেঙ্গুজ্বরে মৃত্যু হয়েছে ৫০ জনের বেশী নাগরিকের।
কোন সভ্য দেশ হলে অনেক আগেই এই ব্যর্থতার দায়ভার নিয়ে মেয়র, স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ করতো ।

স্বৈরাচারীর উলঙ্গ উন্নয়নের চিত্র সামান্য এক প্রকার মশায় উম্মোচন করে দিয়েছে। বুড়িগঙ্গাকে টেমস নদী, ঢাকাকে দেখতে প্যারিস শহর, হাতিরঝিলকে লন্ডনের মতো মনে হয় তারা যে আপাদমস্তক গর্দভ তা আবারো প্রমাণিত হয়েছে।

বাংলাদেশ ডিজিটাল তো দূরে থাক পৃথিবীর সবচেয়ে অনিরাপদ, বাসের অযোগ্য এবং ভয়ংকর দেশে পরিণত হয়েছে।

হে স্বৈরাচার তোমার বিভৎস চেহারা জাতির কাছে নতুন নয়, তুমি আর তোমার তথাকথিত উন্নয়নের দোহাই দিয়ে আর ১ মিনিটও ক্ষমতায় না থেকে এই জাতিকে এবার মুক্তি দাও ।

আমরা তোমার এই নগ্ন উন্নয়ন চাই না, আমরা চাই একটি স্বাধীন, সার্বভৌম, স্বনির্ভর, নিরাপদ এবং মানবিক বাংলাদেশ



ডেঙ্গুজ্বরে মৃত্যের সংখ্যা ৫০ ছাড়িয়ে গেছে

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ২:২৭

জাহিদ হাসান বলেছেন: দেশ ও জাতিকে বিধাতার হাতে সপে দিয়ে সপরিবারে বিদেশে চলে গেলেন স্বাস্থ্যমন্ত্রী

৩১ শে জুলাই, ২০১৯ দুপুর ২:৩১

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: জাহিদ ভাই শুধু কি স্বাস্থ্যমন্ত্রী ? দেশে যখন ভয়াবহ বন্যা, গুজব রটিয়ে মানুষ পিটিয়ে মারা হচ্ছে, েএবং ডেঙ্গু মহামারি আকার ধারণ করছে তখন ভোট ডাকাত প্রধানমন্ত্রী দেশের বাহিরে আছেন চিকিৎসার নাম করে। অথচ তিনি নির্বাচনী ম্যানুফেষ্টোতে বিশাল করে প্রচার করেছে তিনি অসুস্থ হলে দেশেই চিসিৎসা নিবেন ।

২| ৩১ শে জুলাই, ২০১৯ বিকাল ৪:৩৭

চাঁদগাজী বলেছেন:


ডেংগু থেকে মুক্তির জন্য শেখ হাসিনার উচিত পদত্যাগ করে বেগম জিয়ার কাছে ক্ষমতা হস্তান্তর করা; তখন ডেংগু থেকে যাবে।

০১ লা আগস্ট, ২০১৯ দুপুর ১২:৪৪

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: আপনি জীবনেও কোনকিছুতে ইতিবাচক হিসেবে নিবেন না, তাঁর গভীরে অনেক কারণ আছে সেদিকে যাচ্ছি না ।

৩| ৩১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:২১

ঢাবিয়ান বলেছেন: ভাল লিখেছেন। বৃষ্টিতে ডুবে যাওয়া ঢাকা , বুড়িগঙ্গা অবস্যই ভেনিস এবং টেমস তবে তা মানুষের জন্য নয়, মশার জন্য।

০১ লা আগস্ট, ২০১৯ দুপুর ১২:৪৫

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: ভালো বলেছেন, ঢাকা এখন মশাদের বাসযোগ্য শহরে পরিণত হয়েছে

৪| ৩১ শে জুলাই, ২০১৯ বিকাল ৫:৩২

রাজীব নুর বলেছেন: স্বাস্থ্যমন্ত্রী: বন্ধুরা তোমাদের সবার ছুটি বাতিল করা হলো। দেশবাসীকে ডেঙ্গু মুক্ত করো।

কর্মীরা: স্যার, আপনি?

মন্ত্রী: পরিবার নিয়ে মালয়েশিয়া চলে যাচ্ছি, ওখানে বসে বসে স্যাটেলাইটের মাধ্যমে গুনবো কয়টা মশা মেরেছো?

০১ লা আগস্ট, ২০১৯ দুপুর ১২:৪৬

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: খুবই বিনোদন পেলাম, ধন্যবাদ

৫| ৩১ শে জুলাই, ২০১৯ সন্ধ্যা ৬:৩৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: রাজীব নুর বলেছেন: স্বাস্থ্যমন্ত্রী: বন্ধুরা তোমাদের সবার ছুটি বাতিল করা হলো। দেশবাসীকে ডেঙ্গু মুক্ত করো।

কর্মীরা: স্যার, আপনি?

মন্ত্রী: পরিবার নিয়ে মালয়েশিয়া চলে যাচ্ছি, ওখানে বসে বসে স্যাটেলাইটের মাধ্যমে গুনবো কয়টা মশা মেরেছো?


অবশেষে অনেক দেশে ফিরে যাচ্ছেন। মশার ভয়ে দেশ ত্যাগ ঠিক না ‌

০১ লা আগস্ট, ২০১৯ দুপুর ১২:৪৭

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: স্বাস্থ্য মন্ত্রী যদি চোখের ডাক্তার দেখাতে বিদেশ চলে যায় বাকি ১৮ কোটি মানুষ কি দেশের ডাক্তাদের উপর আস্থা রাখতে পারে ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.