নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এম. বোরহান উদ্দিন রতন, জন্ম : বাংলাদেশের ফেনী জেলায় দাগনভুঁইয়া উপজেলায়, পেশায় একজন প্রফেশনাল আইটি স্পেশালিস্ট গ্রাফিক্স ডিজাইনার ও চিত্রশিল্পী । সেই সাথে সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছি ।

এম. বোরহান উদ্দিন রতন

মানুষ হয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ

এম. বোরহান উদ্দিন রতন › বিস্তারিত পোস্টঃ

দেশে এদানিং ভিআইপি কুকুরে আনাগোনা বেড়ে গেছে

০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৫:০৭



দেশে দিন দিন ভিআইপি কুকুর (VIP Dog) এর সংখ্যা বেড়ে যাচ্ছে । এরা দেশের সকল সুযোগ সুবিধা ভোগ করলেও দেশটার প্রতি তাদের কোন দায়িত্ববোধ নেই, এবং নিজেরা দায়িত্বশীল হয়েও দেশের প্রতি কোন আস্থা নেই।

সামান্য জ্বর, সর্দি, কাশি, চোখের চশমা পরিবর্তন করতেও তারা সিঙ্গাপুর , মালেশিয়া, লন্ডন, আমেরিকা যেতে হয়।

এই ভিআইপি কুকুদের জন্য ঘন্টার পর ঘন্টা রাস্তা ফেরী জনসাধারণের জন্য বন্ধ করে দেয়া হয় ।
এদের জন্য মুমুর্ষ রোগির এ্যম্বুলেন্সও আটকিয়ে রেখে রোগিকে হত্যা করা হয়।

আসুন মনুষ্য চেহারায় দেশের সর্বোচ্চ সুযোগ ‍সুবিধা ভোগ করা এবং জনগণের সেবক সেজে যারা জনগণের সাথে শাসকের মতো আচরণে করে এসব ভিআইপি কুত্তাদের দেশ থেকে বিড়াড়িত করি।

এডিস মশা তোরা কি ভিআইপি কুত্তা চোখে দেখস না,
তাদের রক্তে পাবি দামি দামি খাবারের সব পুষ্টি ও উপাদান

কেন তোরা মেহনতি খেটে খাওয়া দিনমজুর, সাধারণ আম জনতার রক্ত খাস ।
দেখে দেখে ভিআইপি কুকুরের রক্ত খা ।

তোদের আরো কয়দিন বাঁচতে দিবো ।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৫:২৫

রাজীব নুর বলেছেন: শিরোনামটা পছন্দ হয়নি।

০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩০

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: আমারো ঠিক পছন্দের নয় শিরোনামটি তারপরও কিছু সময় এমন ভাষা বা শব্দ ব্যবহার করলে শরীরের জিদ কমে।

২| ০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৫:২৮

রাজীব নুর বলেছেন: ‘‘প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছাড়া কেউ ভিআইপি না।বাকিরা সার্ভেন্ট অব দ্য স্টেট’’-হাইর্কোট।এরপর ভিআইপি‘র মর্যাদা পাওয়া কী অন্যায় নয়?

০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৫:৩১

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: হাইকোর্টের এই আদেশ থেকে যাবে কোর্টের ভিতরই তার কোন কিছুই পাবেন না বাস্তবতায়।

৩| ০১ লা আগস্ট, ২০১৯ বিকাল ৫:৫৭

ঢাবিয়ান বলেছেন: ব্লগকে বিপদে ফেলবেন । আরেকটু শালীন ভাষায় সমালোচনা করুন। ভিআইপিরা কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয় না কারন এডিস মশার তাদের এলাকায় প্রবেশাধিকার নাই।

৪| ০১ লা আগস্ট, ২০১৯ সন্ধ্যা ৬:২০

অন্তরা রহমান বলেছেন: ভি আই পি ইস্যু তো কোর্টই ক্লিয়ার করে দিয়েছে।

৫| ০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ১:০০

কানিজ রিনা বলেছেন: আমাদের ভিএইপি নিতাইরা কবে ভাল
হবে। ভিআইপি না হয়ে জননেতা হবে।
সাহস করে এমন একটা পোষ্ট দিয়েছেন।
তাই ভয় হচ্ছে ব্লগের টুটি চাপা চলছে
এবার টুটি সহ উপড়ে না ফেলে।

৬| ০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ১:১০

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমারো ঠিক পছন্দের নয় শিরোনামটি তারপরও কিছু সময় এমন ভাষা বা শব্দ ব্যবহার করলে শরীরের জিদ কমে।

রাগ-জিদ কমান। এগুলো ভালো না। তাহলে শুধু কষ্টই পাবেন।

৭| ০২ রা আগস্ট, ২০১৯ দুপুর ১:১১

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হাইকোর্টের এই আদেশ থেকে যাবে কোর্টের ভিতরই তার কোন কিছুই পাবেন না বাস্তবতায়।

শিক্ষামন্ত্রী ড দীপি মনি মেনে চলছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.