নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি এম. বোরহান উদ্দিন রতন, জন্ম : বাংলাদেশের ফেনী জেলায় দাগনভুঁইয়া উপজেলায়, পেশায় একজন প্রফেশনাল আইটি স্পেশালিস্ট গ্রাফিক্স ডিজাইনার ও চিত্রশিল্পী । সেই সাথে সামাজিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত আছি ।

এম. বোরহান উদ্দিন রতন

মানুষ হয়ে ওঠাই বড় চ্যালেঞ্জ

এম. বোরহান উদ্দিন রতন › বিস্তারিত পোস্টঃ

গ্যালিলিও \'র ঐতিহাসিক আবিষ্কার ও বর্তমান রাজনীতিতে তরুণদের ভূমিকা।

২৪ শে জুলাই, ২০২০ বিকাল ৫:৫১

একজন খৃস্টান পোপ গ্যালিলিওকে তলব করলেন
৮০ বছর বয়সী বিখ্যাত এই বিজ্ঞানীকে উচ্চ কণ্ঠে আদেশ করলেন...
"আপনি আপনার বইয়ে লিখুন যে সূর্যই পৃথিবীর চারপাশে ঘোরে, সমতল পৃথিবী ঠিক এক জায়গায় দাঁড়িয়ে আছে।"
গ্যালিলিও হেসে বললেন... "আমি এটি লিখলেও সূর্য তা পড়বে না এবং পৃথিবীও এটি পড়বে না, আমি এটা লেখার পরেও সত্য যা তাই থাকবে যে পৃথিবীই সূর্যের চারদিকে ঘোরে।"
রাজনীতি চিরকাল ভয় ও লোভের উপর টিকে আছে , কারণ এই নীতিটি কেবলই রাজ করার জন্য
যেখানে রাজ থাকবে, সেখানে রাজা থাকবে, প্রজাও থাকবে। প্রজারা সবসময় দুঃখী হয় , আর বিদ্রোহীরা তা ফাঁস করে দেয় !
৮০ বছর বয়সী গ্যালিলিও যখন মৃত্যুর কাছে ঝোঁকেনি সেখানে, ২৫- ৩০ এর যৌবন কীভাবে মগজহীন নেতাদের কাছে মাথা নত করে!

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:০৩

সত্যপীরবাবা বলেছেন: গ্যালিলিওকে শেষে ধর্মগোরুদের কাছে মাথা নত করতে হয়েছিল। কিন্তু তাতে গ্যালিলিওর সম্মান বিন্দুমাত্র কমে না।
যে অত্যাচার-অবিচারের ভয়ে গ্যালিলিওকে মাথা নত করতে হয়েছিল, সেই একই কারনেই ধারনা করি যৌবনও মাথা নত করে, তার উপরে ক্ষমতার উচ্ছিষ্ঠের লোভ তো আছেই।

২৪ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:১১

এম. বোরহান উদ্দিন রতন বলেছেন: আপনার মতামতটি খুবই সৃজনশীল এবং যুক্তিপূর্ণ, ধন্যবাদ

২| ২৪ শে জুলাই, ২০২০ রাত ১০:১৮

রাশিয়া বলেছেন: ৮০ বছর বয়েসী গ্যালিলিওর ক্ষমতা আছে বিশ্বজগতকে কিছু কন্ট্রিবিউট করার। আমাদের দেশের নষ্ট হয়ে যাওয়া ফেসবুক/টিক্টক তারুণ্যের সেই ক্ষমতা নেই। তারা স্বার্থ দেখলে বিক্রি হয়ে যাবার জন্য প্রস্তুত থাকে।

৩| ২৪ শে জুলাই, ২০২০ রাত ১০:৩৮

রাজীব নুর বলেছেন: আপনার পোষ্ট টি আমি বুঝতে পারি নাই।

৪| ২৪ শে জুলাই, ২০২০ রাত ১১:১৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: ২৫/৩০ বছরের সকল যুবক এক রকম না। কয়জনকে চেনেন।হাজার হাজার না হোক শয়ে শয়ে যুবক প্রস্তুত হচ্ছে।এই জন্য সময়ের প্রয়োজন।অসময়ে কিছুই হয় না।সময়ের জন্য অপেক্ষা করতে হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.