নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Rebel Robiul

বিদ্রহি

Rebel Robiul › বিস্তারিত পোস্টঃ

মানুষের অহংকার কোথায়

২০ শে আগস্ট, ২০১৬ রাত ১২:০২

মানুষ সৃষ্টি হয় নাপাক পফার্থ থেকে।বা অন্যথায় বলা যায় নাপাক পদ্র্থ থেকে প্রক্রিয়াজাত করে উৎপাদন হয় মানুষ। যারা অহংকার করে তাদেরকে শিক্ষিত বলা যায় না।তারা সৎ ও নিতিবান কাজের মাধ্যমে মানুষ থেকে প্রশংশা আসা করতে পারে।কিন্তু তারা নিজেদের নিয়ে নিজেরাই বড়াই করে।
মানুষ পৃথিবীতে আসে কিছু দিনের জন্য।ততদিন যদি মানুষে অন্যের উপকারে তার জীবন বিলিয়ে দেয় তাহলে ধন্য।কিন্তু অর্থের অহংকারী মানুষ তা চায় না।নিজের সার্থের পিছনে সবসময় ঘুরে।নিজের সার্থের জন্য মানুষের জীবন নিয়ে নিতে পিছ পা হয় না,কেন সাফহারন মানুষের জীবনের কোন মুল্য নেই????তাদের কি পৃথিবিতে সুন্দর ভাবে বেছে থাকার অধিকার নেই????
আমাদের দেশে কিছু প্রভাবশালী নেতা আছে কালো অর্থ তাদের চোখকে নষ্ট করে দিয়াছে।তারা বিভিন্ন স্থানে গিয়ে দেখে তাদের অনেক সম্যান। কিন্তু সত্যি কি তা সম্যান না ভয়???তারা সাধারন মানুষের টাকা দিয়ে সম্যান কিনতে পারে না। তাদের টাকা দিয়ে তাদেরকে ভয় দেখাচ্ছে।আমরা কি তাদের বিরুদ্ধে রুখে দাড়াতে পারি না???কিন্তু কে দাঁড়াবে।দাড়ালেই মৃত লাশ খুজে পাওয়া যায় আসে পাশে।তাই কেউ দাড়াতেও সাহস করে না।তাদের মাঝে এই অনুভুতি ও ভয় না রেখে তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে সাধারন মানুষ এর মধ্য থেকে একটি ভাল নেতা নির্বাচন করে নেয় তাতেই ভাল হয়।কিন্তু কে কার কথা শুনবে।
এটা ছিল আমার কথার আংশিক মাত্র।সবশেষে আমার প্রশ্ন রইলো তাদের বিরুদ্ধে কি আমরা কিছু করেতে পারিনা?????

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.