![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনারা কি খেয়াল করেছেন আশ পাশের যে ধ্বনি লোকেরা কিভবে ধ্বনি হয়েছে।মানুষ এর উপকারে নিজের পকেট থেকে একটি পয়সা খরচ করতে রাজি নেই।কিন্তু চলার পথে তাদেরকে মনে হয় ফকিরের চেয়ে নিক্রিষ্ট। তাড়া অন্যের টাকা দিয়ে অন্যদের সাহায্য করে মানুষের কাছে ভাল হতে চায়।কিন্তু নিজের টাকা দিয়ে নয় অন্যের টাকা দিয়ে।তাদের সার্থ্বের জন্য ভিক্ষা চেয়ে নিতেও দিধা করে না।তখন মনে হয় তাদের থেকে ফকির আর কেউ নাই।কিন্ত অন্যরা বিপদে পড়লে নিজের পকেটের টাকা খরচ হবে বলে সরে সরে থাকে।তাদের চরিত্রের বিশেষ একটি গুন হচ্ছে এই দৃশ্যটি।দেখা যায় ধ্বনি হবার পড়ও তাদের চরিত্র এই দুর ব্যাবহার অভ্যাস এ পরিনত হয়ে যায়।অভ্যেশ তো আর বল্লেই পাল্টানো যায় না।এই অভ্যাস টি তাদের জীবনের অভিশাপ হয়ে দাড়ায়।
©somewhere in net ltd.