![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
★►►বিশ্বজুড়ে উঠতি মডেলদের প্রতি ৪জনের মধ্যে ১জন ফ্যাশন ইন্ডাস্ট্রিতে মডেল হিসেবে জায়গা পেলে, বাকি ৩জন 'সেক্স ওয়ার্কার' হয়ে যায় ।
★►►বর্তমানে ১৭জন মানুষ বেঁচে আছেন যাদের জন্ম ১৮শতকে । এর মধ্যে ১৬জনই নারী।
★►►সর্বপ্রথম যে মুভি ১০০ মিলিয়ন ডলার আয় করেছিল তার নাম হল 'Terminator 2: Judgement Day' এটি ১৯৯১ সালে মুক্তি পেয়েছিল।
★►►আপনি ইচ্ছা করলে সহজেই বৈধ ভাবে মানুষের চামড়া দিয়ে তৈরি পণ্য কিনতে পারবেন। যেমন মানুষের চামড়া দিয়ে তৈরি 'মানিব্যাগের' দাম পরবে ১৪হাজার ডলার।
'★►►Toy Story মুভিটিতে সকল চরিত্র একই সাথে চোখের পাতা ফেলে।
★►►ফেসবুকে প্রায় ৩০ মিলিয়ন মৃত মানুষের প্রোফাইল আছে।
★►►'Chainsaw' যন্ত্রটি আসলে ডিজাইন করা হয়েছিল বাচ্চা ডেলিভারির সময় ব্যাবহার করার জন্য।
★►►ইংলিশ ভাষায় সবচেয়ে বেশি সমার্থক-শব্দ বিশিষ্ট শব্দ হচ্ছে “drunk". এই শব্দটির প্রায় ৩৫৩টি সমার্থক শব্দ রয়েছে ইংলিশ ভাষায়।
★►►একটি পরিসংখ্যানের মতে 'পুরো পৃথিবী জুড়ে প্রতি বছর প্রায় ৭হাজার জন মারা যায় ডাক্তারদের খারাপ হাতের লেখার জন্য।
★►►মাইক্রোসফট প্রতিষ্ঠাতা বিল গেটস তার স্কুল জীবনে সবচেয়ে বেশি মেয়ে থাকা ক্লাসে ক্লাস করার জন্য তার পড়ার বিষয় পরিবর্তন করেছিলেন।
★►►১৯০০ সালের পর থেকে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে প্রায় সব সময়ই অপেক্ষাকৃত লম্বা প্রার্থী জিতেছেন।
★►►পৃথিবীতে প্রায় মোট ১০লাখ কোটিপতি আছে, তার মধ্যে ৩লাখ কোটিপতিই আমেরিকায় বাস করে।
★►►পুরুষ ডলফিন, মহিলা ডলফিনকে তার পরিবার থেকে আলাদা করে নিয়ে যায় এবং যতক্ষণ পর্যন্ত না তার সাথে জোড়া বাঁধতে স্বীকৃতি জানায় ততক্ষণ পর্যন্ত তারা মহিলা ডলফিনকে খাবার গ্রহন করতে দেয় না।
★►►থাইল্যান্ডের 'ডিজনি' ফ্যাক্টরিতে কাজ করতে থাকা একজন ৫৫দিন কাজ করে যেই পরিমান অর্থ উপার্জন করে সেই পরিমান অর্থ দিয়ে সে আমেরিকায় অবস্থিত 'ডিজনি ওয়ার্ল্ডের' শুধুমাত্র প্রবেশ করার পাস ক্রয় করতে পারব.
★►►পেশাদার মিথ্যাবাদী খুব সহজেই আরেকজনের মিথ্যা কথা ধরে ফেলতে পারে।
★►►গর্ভাবস্থায় মা'র কোন অঙ্গে সমস্যা(যেমন হার্ট অ্যাটাক) হলে ভ্রূণ কিছু কোষ পাঠায় ঐ অঙ্গের সমস্যা ঠিক করার জন্য/
★►►বিড়াল মাথা নিচু করে গাছ থেকে নামতে পারে না কারন তখন তাদের নখ ভুল দিকে বাঁকানো থাকে/
★►►একটি লোহিত রক্তকণিকা আপনার পুরো শরীর মাত্র ২০সেকেন্ডে ঘুরে আসতে পারে/
★►►১৯৮০ সালে যখন 'রুবিক্স কিউব' জনপ্রিয়তার শীর্ষে ছিল, তখন প্রায় তৎকালীন পুরো পৃথিবীর এক-পঞ্চমাংশ মানুষ 'রুবিক্স কিউব' দিয়ে খেলেছিল।
★►►গান শোনা হচ্ছে খুবই স্বল্প কাজের মধ্যে একটি যা প্রায় সম্পূর্ণ ব্রেনকে ব্যবহার করে।
★►►প্রতি বছর পুরো পৃথিবীজুড়ে যে পরিমান মানুষ মারা যায় তার ২.৮৪% মারা যায় বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড, আত্মহত্যা ও যুদ্ধের কারনে যেখানে ৩.১৫% মানুষ মারা যায় 'ডায়রিয়া'র কারনে।
★►►পিঁপড়ারা মানুষদের মত দলগত ভাবে যুদ্ধ করে, তাদের যুদ্ধের অন্যতম কৌশল হিসেবে তারা দুর্বল পিঁপড়াদের আগে রাখে।
★►►মনোবিজ্ঞানীদের মতে যে সব নারি নিজেদেরকে কুৎসিত মনে করে তারা স্বাভাবিক নারীদের থেকে ৪০০% বেশি প্রসাধনী ব্যাবহার করে।
★►►'কারাতের' উৎপত্তি আসলে ভারতে আর উন্নতি সাধিত হয় চীনে।
★►►আমেরিকার প্রেসিডেন্ট 'আব্রাহাম লিঙ্কন' এক আততায়ীর গুলিতে মারা যান। মারা যাবার ঠিক ১০দিন আগে তিনি এই রকম স্বপ্ন (আততায়ীর গুলিতে মারা যাওয়া) দেখেছিলেন যা তিনি তার স্ত্রীকে বলেছিলেন।
★►►'World Tred Center(WTC) survivors' এই সংঘের সব সদস্য ৯১১ এর সময় World Tred Center এর ভিতরে ছিলেন এবং সৌভাগ্যক্রমে বেঁচে যান। এই সংঘটির প্রেসিডেন্ট হল একজন মহিলা। মজার ব্যাপার হল পরে জানা যায় আসলে ঐ মহিলা ৯১১ এর সময় আমেরিকাতেই ছিলেন না, তিনি ছিলেন স্পেন এ!
★►►আমেরিকার ২৯তম প্রেসিডেন্ট 'ওয়াররেন গামালিএল হারডিং' তার জন্মদিনের দিন নির্বাচিত হন।
★►►বক্সার 'সুগার রে রবিন্সন' একবার লড়তে অসম্মতি জানান কারন আগের দিন তিনি স্বপ্নে দেখেছিলেন লড়ার সময় তিনি তার প্রতিপক্ষকে মেরে ফেলেছিলেন। পরে শহরের মেয়র ও একজন যাজক তাকে অনেক্ষন বুঝানোর পর তিনি রিং এ প্রবেশ করেন এবং আসলেই তার প্রতিপক্ষকে(জিমি ডয়েল) মেরে ফেলেন।
★►►মহিলাদের থেকে পুরুষরা কোন সিধান্ত ২-৩গুন পরিবর্তন করে
বর্তমান অক্সফোর্ড ডিকশনারিতে "Lolz" এবং "mwahahaha" এই দুটি শব্দ যোগ করা হয়েছে।
★►►'কিং কোবরা(গোখরা)' সাপের মাত্র ১গ্রাম বিষ দিয়ে ১৫০ জন স্বাস্থ্যবান মানুষকে মেরে ফেলা সম্ভব।
কেমন লাগল জানাবেন!!
উপরের তথ্যগুলো বিভিন্ন স্থান থেকে সংগৃহীত।কিছু তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে।আশা করি আপনার কমেন্টে এমন আরো তথ্য দিয়ে পোস্টকে আরো সমৃদ্ধ করবেন!!ভাল থাকবেন!!
আগের পোস্টঃ
চমকে দেয়ার মতন তথ্যের বিশাল ভান্ডার!!!
চমকে দেয়ার মতন তথ্যের বিশাল ভান্ডার!!! পর্ব ২
চমকে দেয়ার মতন তথ্যের বিশাল ভান্ডার!!! পর্ব ৩
চমকে দেয়ার মতন তথ্যের বিশাল ভান্ডার!!! পর্ব ৪
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩
অর্ধমৃত সাকিব বলেছেন: ধন্যবাদ!!
২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১১
রোড সাইড হিরো বলেছেন: পোস্টে +++
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৩
অর্ধমৃত সাকিব বলেছেন: অনেক ধন্যবাদ!!
৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
কালোপরী বলেছেন: 16 জন নারীর নাম কি??
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৫
অর্ধমৃত সাকিব বলেছেন: http://en.wikipedia.org/wiki/Oldest_people
৪| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩১
বিশ্বাস০০৭ বলেছেন: onek valo laglo .chaliye jab
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৩
অর্ধমৃত সাকিব বলেছেন: অনেক ধন্যবাদ!!
৫| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩
ধ্বংসমানব বলেছেন: ভালো সংগ্রহ! প্রিয়তে নিলাম।
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৩
অর্ধমৃত সাকিব বলেছেন: ধন্যবাদ রইল!!
৬| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৪
মেংগো পিপোল বলেছেন: *কুনোব্যাঙ* বলেছেন: মজার তথ্য
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৪
অর্ধমৃত সাকিব বলেছেন: মেংগো পিপোল বলেছেন: *কুনোব্যাঙ* বলেছেন: মজার তথ্য
৭| ১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫
স্বাধীকার বলেছেন:
ধন্যবাদ পাওয়ার মতো পোস্ট। কষ্ট করেছেন, অনেক নতুন কিছু জানালেন। ++++++ দিলাম।
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৪
অর্ধমৃত সাকিব বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ!!!
৮| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১২
কালা মনের ধলা মানুষ বলেছেন: এই সিরিজটা ভালো লাগে।
+++++++++
১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬
অর্ধমৃত সাকিব বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে!!!
৯| ১৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৩
শামীম আরা সনি বলেছেন: রুষ ডলফিন, মহিলা ডলফিনকে তার পরিবার থেকে আলাদা করে নিয়ে যায় এবং যতক্ষণ পর্যন্ত না তার সাথে জোড়া বাঁধতে স্বীকৃতি জানায় ততক্ষণ পর্যন্ত তারা মহিলা ডলফিনকে খাবার গ্রহন করতে দেয় না।
১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩
অর্ধমৃত সাকিব বলেছেন: হেহেহে,সব প্রানীর মধ্যেই ইটিশ পিটিশ আছে!!
১০| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৯
দেবদাস. বলেছেন: অনেক কিছুই জানলাম , সুন্দর আর মজাদার চমৎকৃত তথ্যের জন্য ধন্যবাদ ।
১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪
অর্ধমৃত সাকিব বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ!!!!
১১| ১৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭
ইথান মাহমুদ বলেছেন: পড়তে দেরি করে ফেলেছি তার পরেও পড়লাম। খুব ভালো লাগল।+++++++++++
১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫২
অর্ধমৃত সাকিব বলেছেন: প্লাসের জন্য অনেক ধন্যবাদ!!!!
১২| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৪৮
একটি উদাসী মেয়ে বলেছেন: অনেক অজানা তথ্য জানা হল। প্রিয়তে নিলাম ।
১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৩
অর্ধমৃত সাকিব বলেছেন: ধন্যবাদ।সিরিজের বাকি গুলো ও পড়ার আমন্ত্রন রইল!!
১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮
ইন্তাজ ভাই বলেছেন: +
১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১০
অর্ধমৃত সাকিব বলেছেন: ধইন্যা!!
১৪| ৩১ শে মে, ২০১৩ রাত ১২:১৭
খাটাস বলেছেন: +
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:১৮
অর্ধমৃত সাকিব বলেছেন: ধইন্যা
১৫| ০২ রা জুন, ২০১৩ রাত ৮:০৩
লিযেন বলেছেন: ++
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:১৮
অর্ধমৃত সাকিব বলেছেন: ধইন্যা
১৬| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:০২
সাদেক বলেছেন: প্রিয়তে নিতে বাধ্য হলাম, দারুন সব তথ্য ।
১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৩
অর্ধমৃত সাকিব বলেছেন: ধইন্যা,বাকি গুলো ও পড়ে দেখবেন!!
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০
*কুনোব্যাঙ* বলেছেন: মজার তথ্য