নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই স্বার্থপর,আমিও হতে চাই

উপকার করতে না পারি,ক্ষতি করবনা অন্তত

অর্ধমৃত সাকিব

বিদায়ের বাঁশী শুনছি

অর্ধমৃত সাকিব › বিস্তারিত পোস্টঃ

ছোটগল্প- অশ্রুবিলাস...

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৫২

"রানী একটা সাধারন মেয়ে।কলেজে পড়ে।চোখে অনেক সপ্ন তার।ভবিষ্যতে সে নিজেকে স্বাবলম্বী দেখতে চায়।একটা উচ্চতায় যাওয়ার খুব শখ।

পড়াশোনায় ও সে খুব ভাল,রীতিমতন স্কলার বলা চলে।সপ্নে ভরা চোখদুটোও ভারী মিষ্টি।

চশমার ফাঁকে খুব একটা দেখা যায় না।তবে যে দেখে সে রানী কে নিয়ে সপ্ন দেখা শুরু করে।

তবে রানী এসব পাত্তা দেয় না।সে পড়াশোনায় ভারী ভীষণ আগ্রহী।অন্যকিছুতে নয়।বাবাকে রানী খুব শ্রদ্ধা করে।বাবার চাপ কমানোর জন্য ও টিউশনি করে।

ফলে নিজের খরচ নিজেই বহন করতে পারে মোটামুটি।

_

বেশ ভালই যাচ্ছিল তার দিন গুলো।এরই মধ্যে এল একজন।রানীর স্বাভাবিক জীবনকে পাল্টে দিল।ছেলেটার সঙ্গে দেখা হয় অনেকটা ভুল বোঝাবুঝির মধ্য দিয়ে।রানী একদিন এক নাম্বারে ফোন করতে গিয়ে অন্য নাম্বার চেপে বসে।সেখানেই পরিচয় হয় রনর সাথে।

রন প্রথমে ভাবে মেয়েটা ইচ্ছে করে ফোন দিয়েছে হয়ত।তাই কিছু ঝাড়ি দেয়।এতে রানী বেশ রেগে যায়।ফোন রেখে দেয়ার আগে রন কে ও বেশ কিছু বিষবাক্য শুনিয়ে দেয়।

রন বিষয় টা ধরতে পারে এবং কিছুক্ষন পর আবার ফোন করে।এভাবেই শুরু,রাত শেষ হয়ে যেত কিন্তু ওদের কথা শেষ হত না।

রনর সাথে কথা না বললে রানীর ভালই লাগত না।একবার রনর ফোন নষ্ট হওয়া তে রানী প্রায় পাগল হয়ে গিয়েছিল ৩ দিন।

সেখান থেকে দুজনই বুঝতে পারে ভালবাসা কি...

বন্ধুত্ব টা আস্তে আস্তে প্রেমে রূপ নেয়।

খুব বেশীই ভাল লাগত ছেলেটাকে।তাই ওর হাত ধরে অজানায় পাড়ি দিতে মন চাইত।

রন ওকে নিয়ে অনেক ঘুরত চারিদিকে।শহরটার অনেক জায়গায় ওরা হাটত।

খুব ভাল লাগত রানীর।রনর হাতটা ছাড়তে ইচ্ছে করত না।সবদিক থেকে নিজেকে অনেক ভাগ্যবতী মনে করত রানী।রনর হাত ধরে সারাজীবন

কাটিয়ে দিতে পারবে ও।

_

রন তখন মাত্র ভার্সিটি তে উঠবে।চেষ্টা করছিল ভাল কোথাও টিকার।চান্স ও পেয়ে যাচ্ছিল প্রায় কিন্তু এরই মধ্যে রনর মাথায় পাইলট হওয়ার ভুত চাপে।

অল্প দিনে ভাল পজিশনে যাবার ইচ্ছে।রানী ওর মতামতে বাধা দিত না।

রন ছিল এককথার মানুষ।পাইলট হওয়ার জন্য সত্যিই একদিন চলে গেল ও একটা বেসরকারী ইন্সটিটিউটে।

ওনেক খরচ ও বটে।রন ওখানে গিয়ে আস্তে আস্তে থিতু হতে লাগল।অনেক দিন লাগে পাইলট হতে,প্রায় ২ বছর।রন ও বেশভাল ছাত্র।

_

ভালই চলছিল।কিন্তু রানীর ভাল লাগছিল না।রনর সাথে আগের মতন কথা হয় না।ওর মনে হত রন বুঝি ওকে ভুলে গেছে।মাঝে মাঝে কথা হত।কিন্তু আগের মত না।রন কেমন যেন হয়ে গেছে।অনেক যান্ত্রিক।হাই/হ্যালো/কেমন আছ এর মধ্যেই সীমাবদ্ধ।জিজ্ঞেস করলে বলত অনেক চাপে আছে তাই।কিন্তু রানী চায় আগের সেই রন কে।আস্তে আস্তে বুঝতে পারল সেটা সম্ভব না।রন

কে সে চাইলেই পেতে পারে না।কিছু বলতে ও পারত না।রানী ও ধীরে ধীরে গুটিয়ে যেতে লাগল...কিছু ভাল লাগে না তা আগের মতন,পোড়াশোনা ও না।

একদিন রনর কল আসে।কথায় কথায় তাদের কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে রন রেগে গিয়ে আর কথা বলবে না বলে।রানী অনেক রেগে যায় এতে।অনেক সহ্য করেছে।ও আর রন কে ভালবাসে না।এই শেষ...রন এখন রানী থেকে অনেক দুরে...অনেক......কিন্তু এখনো জ্যোৎস্না রাতে রানী বসে থাকে নীল আলোয়,যদি রন ডাক দেয় এই আশায়"

_

এইটুকু পড়েই রফিক সাহেব থামলেন।রানীর ড্রয়ারে সকালে তিনি একটা ডায়েরী পেয়েছেন।মেয়েটাকে দিবেন দিবেন করতেই দেখলেন উপরে ছোট্ট করে লিখা 'রনর রানীকে'।এই দেখে একটু উকি দিলেন ভেতরের পাতায়।পুরোটা পড়ে খুব বিস্মিত হলেন।মেয়েটা পারে ও বটে।এত কিছু চেপে আছে কিন্তু বাবা হয়ে তিনি কিছুই ধরতে পারলেন না।লজ্জিত ও হলেন।কি করা যায়??ডাক দিয়ে বকা দিবেন নাকি মাথায় হাত বুলিয়ে শান্তনা দিবেন??নাহ,আরো ভাল একটা জিনিস মাথায় এসেছে।

______________________________

______________________________

৭ দিন পর...........................রন এখন পুরোদস্তুর পাইলট।আর কয়দিন পরেই একটা বিদেশী কোম্পানী তে এপ্লাই করবে।চাকরি হবার সম্ভাবনা ৯০%।মন ভাল হবার কথা থাকলে ও ওর মন টা অনেক খারাপ।অনেক দিন হয়ে গেছে রানী কোন খবর নেই।মেয়েটা কি ওকে এতই ঘৃনা করে?নাকি অন্য কাউকে......

এমন সময় বাসায় একটা পার্সেল এল।পার্সেলটা রনর জন্য।রন খুলে দেখল একটা ডায়েরী...উপরে লিখা 'রনর রানীকে'..............................

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১২:০২

অপ্রতীয়মান বলেছেন: ভুল বোঝাবুঝি, বন্ধুত্ব, ভালোলাগা অতঃপর ভালোবাসা ফের ভুল বোঝাবুঝি তারপর দূরত্ব। কিন্তু সুতোর টান তো আর কেটে যায় না তাতে।

ভালো লাগলো আপনার ছোটগল্প।

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ১১:৫৯

অর্ধমৃত সাকিব বলেছেন: অনেক ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.