নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবাই স্বার্থপর,আমিও হতে চাই

উপকার করতে না পারি,ক্ষতি করবনা অন্তত

অর্ধমৃত সাকিব

বিদায়ের বাঁশী শুনছি

অর্ধমৃত সাকিব › বিস্তারিত পোস্টঃ

একটি প্রেমপত্র কিংবা একটু পাগলামী...

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫০

বরাবর,
সামিরা ইশরাত জামান বিনতে আবু নূর
সুফিয়ান (নিধী)
৩য় তলা, বাড়ি নং ২১,*$%((&,(%&&
বিষয়ঃ আপনার ভালবাসা অর্জনের নিমিত্বে আবেদন পত্র।

জনাবা,
আস-সালামু-ওয়ালাইকুম। আমি আপনার কলেজে যাওয়ার সময় রাস্তার পাশে দাড়ানো এক অনিয়মিত দর্শক। এতদ্বারা আপনাকে অবহিত করছি যে গত ১৭ তারিখ আপনার বাসার পাশের এক পোলার মারফত জানতে পারলাম বেশ কিছুদিন যাবৎ আপনার হৃদয়ের ঘরটা খালি আছে। উইথ ডিউ রিসপেক্ট, আমি সেই ঘরে স্থান পাওয়ার জন্য
একজন প্রার্থী। আপনার প্রতিবেশী ঐ পোলার (যে আবার আমার বন্ধু) নিকট থেকে আরও জানতে পারলাম, আপনার চেহারা আর কন্ঠের মত ব্যবহারও নাকি মিষ্টি। এই
মিষ্টি ব্যবহারের দোহাই দিয়ে আপনার বিবেচনার জন্য আমার বায়োডাটা, যাবতীয়
তথ্য এবং দরকারি সার্টিফিকেট সমুহ পেশ করলাম। আপনার সুন্দর হাসির দোহাই, আপনার সুবিবেচনার আশা করব।

বিনীত

♦জীবন-বৃত্তান্ত♦

১) নামঃ মোঃ ^$$*((%$
(২) ঠিকানাঃ ঁ%**, (*(%*(ঁ, ((^*৳%@%
৩) বয়সঃ এখনও বিয়ের বয়স হয় নাই, তবে প্রেম তো বয়স মানে না, তাই না?
৪) উচ্চতাঃ ঐভাবে এখনও মাপি নাই, তবে কুব্বাত কাকার চায়ের দোকানের পাশের লিচু গাছ আমার বুক পর্যন্ত নাগাল পায়।
৫) ওজনঃ ছোট খাট হাতির বাচ্চার সমান হবে হয়তো।
৬) শিক্ষাগত যোগ্যতাঃ খুল্লামখল্লা আন্ডার কন্ষ্ট্রাকশন।
৭) মান্থলি ইনকামঃ আব্বায় খুশি হইয়া যা দেয়।
৮) পুলিশ রেকর্ডঃ ফকফকা ক্লিয়ার।
৯) প্রিয় নায়কঃ এম এ জলিল (অনন্ত), কাজী মারুফ, টেলি সামাদ, ডিপজল, ইমরান
হাশমি, এরিক বানা।
১০) প্রিয় নায়িকাঃ শাকিব খান, ময়ুরী, মালিকা শারাফাত, শার্লিন চোপড়া, সানি লিওন, জেসিকা এ্যালবা, মেগান ফক্স।

১১) অন্যান্যঃ
♣ সপ্তায় ৭ দিন গোসল করি। (৩দিন সাবান সহকারে)
♣ সকালে ও রাত্রে মোট দুইবার দাত ব্রাশ করি।
♣ নাক ডাকি না। (আমার বিশ্বাস)
♣ মাসে তিনবার হাত পায়ের নখ কাটি।
♣ মদ-গাজা খাইনা, সিগারেটে খুব বেশি আসক্তি নাই।
♣ মাইনকা চিপায় না পড়লে মিথ্যা বলি না।
১২) বিশেষ যোগ্যতাঃ
♠ থালা-বাসন ধুতে পারি
♠ মেয়েদের যেকোন বিষয়ে ভাল প্রশংসা করতে পারি।
♠ ঘন্টার পর ঘন্টা বিরক্তি ছাড়াই অপেক্ষা করতে পারি।
♠ চরম অখাদ্য খেয়েও হজম করতে পারি, প্রশংসাও করি।
♠ গান গাইতে পারি। (তবে কেউ শুনতে চায় না)
১৩) অভিজ্ঞতাঃ প্রেম-ভালবাসায় একদম অনভিজ্ঞ। তবে আপনি সুযোগ দিলে আই উইল গিভ মাই বেষ্ট।

১৪) সংযুক্তিঃ
○ সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
○ এস.এস.সির সার্টিফিকেট (ফটোকপি)
○ চারিত্রিক সনদপত্র
○ শারিরীক সুস্থতার অনুকুলে মেডিকেল সার্টিফিকেট।
○ আমার প্রপোজ হিষ্টোরি
○ আমার ব্রেক-আপ হিষ্টোরি
○ একটা গোলাপ ফুল
○ একটা চকলেট বক্স

তো জনাবা এই আবেদনকারির আবেদন পত্র ঠান্ডা মাথায় যত্ন সহকারে বিবেচনা করবেন, এবং পত্রের অনুকুলে রায় দিয়ে বাধিত করবেন আশা করি।আর কোন কারনে যদি ভাল না লাগে তবে পত্র খানা ছিড়িবেন না।আমার ভবিষ্যতে কাজে লাগবে।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৫৮

মিথ্যা প্রেমের গল্প বলেছেন: হা হা হা
.
.
ঠিকানা দিলে আমি পাঠাইয়া দেই?

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:১১

অর্ধমৃত সাকিব বলেছেন: আকাশের ঠিকানায় পাঠিয়ে দিন। ধন্যবাদ।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪০

shanto1971 বলেছেন: :D :|

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৩১

অর্ধমৃত সাকিব বলেছেন: ;) ;)

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫০

শাকিল দেওয়ান বলেছেন: :)

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৫

অর্ধমৃত সাকিব বলেছেন: :D

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:০২

শায়মা বলেছেন: হাহা হাসতে হাসতে মরলাম ভাইয়া! :P

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৭

অর্ধমৃত সাকিব বলেছেন: হাসাতে পেরে ধন্য :)

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:১০

গেম চেঞ্জার বলেছেন: খাইছে । এইডা আবার কোন কালচার । মুনে কয় এহনি টেস্ট কইরা দেহি ।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৮

অর্ধমৃত সাকিব বলেছেন: করে ফেলুন আজই

৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১:২১

সাহসী সন্তান বলেছেন: ভাই আপনার প্রেম পত্র আর অভিজ্ঞতার ব্যাপার স্যাপার পড়েতো আমি শ্যাষ। ডিজিটাল যুগের ডিজিটাল প্রেম পত্র!!

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৯

অর্ধমৃত সাকিব বলেছেন: শ্যাষ ক্যান ভাই বলেন শুরু :)

৭| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৭

বর্নিল বলেছেন: অাপনার প্রেম প্রত্যাখান করার মত কোন কারন নাই। সফল হবেন :-P

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:১০

অর্ধমৃত সাকিব বলেছেন: অনেক ধন্যবাদ ;)

৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৮

অর্ধমৃত সাকিব বলেছেন: যুদ্ধ আর প্রেমে কোন রুলস কাজ করে না।ধন্যবাদ :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.