![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফুচকা খাচ্ছিলাম,আজকে একটু ঝাল বেশি হইছে ফুচকায়।মামাটাকে বলে টক নিলাম আরেকটু।এরই মধ্যে দুটো মেয়ে আসল।এসেই উস্কোখুস্কো চুলের মেয়ে টা দুইটা স্পেশাল বলে একটা ছোটখাট চিৎকার দিয়ে উঠল।ফুচকাওয়ালা মনে হয় তাদের চিনে।বেশ মসলাদার দুটো ফুচকা বানাল।মেয়েদুটির খাওয়া দেখছি আড়চোখে আর কথা কানে আসছিল।ঝাকড়া চুলের মেয়েটা আমার দিকে তাকাচ্ছিল বার বার।এর কারন বোধহয় আমি হা করে তাকে দেখছিলাম।কথা সশুনে আর দেখে বুঝতে পারছি ডাক্তারী-ইনজিনিয়ারি কিছুতে পড়ছে।ফর্সা গালটাতে চোখের নীচে একটু কালি।সে হয়ত জানে না কালিটা তার সোন্দর্য্য বহুগুন বাড়িয়ে দিয়েছে।এসব কিছু কয়েক পলকেই দেখলাম।চোখ নামিয়ে নিলাম,১০ সেকেন্ড পর আবার তাকালাম।তাকিয়েই ধরা খেয়ে গেলাম।আমার দিকে চেয়ে আছে এখন সে।দৃষ্টিতে অবাক হবার ইংগিত।এমন করে কেউ বোধহয় তাকায়নি কখনো তার দিকে। নিজেকে কেমন যেন তুচ্ছ মনে হল ওর সামনে। আর তাকালাম না সাহস করে। ।একমনে ফুচকা খেয়ে গেলাম।মুখে ক্রান্স আর মনে হালকা ঝড়।একটু পর উঠে টাকা দিয়ে চলে এলাম।পিছু ফিরে বলা হল না যে,ঝাকড়া চুল আমার বড় পছন্দের।
হয়ত সে পোস্টটি পড়ছে........তাই জানিয়ে রাখলাম,জ্যোৎস্না রাতে চাঁদ দেখলে আমায় জানিও,আসব আমি।
০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৯
অর্ধমৃত সাকিব বলেছেন: টকে টক আসে
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৫
থিওরি বলেছেন: টক বেশি খাইযেন না! তাহলে জোসনা রাতেও পথ খুজে পাবেন নাা। ধবা