নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষকে বিশ্বাস করতে ভালো লাগে।

হতে চাই মানুষের ভালো বন্ধু, পেতে চাই একজন প্রকৃত বন্ধু।

বটের ফল

প্রকৃতির এই বিশালত্বের মাঝে খুব সামান্য একজন।

বটের ফল › বিস্তারিত পোস্টঃ

আজ খুব মন খারাপ। তাই লিখলাম একটি খোলা চিঠি।

২০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৭

জানটু পাখি-



এখন রাত ৯।৩০ । তোর দেওয়া খাবার কিছুক্ষন আগে খেলাম। আবার বলছি, তোর রান্নার হাত আসলেই চমৎকার। আচ্ছা , তুই কি করে জানলি যে, আমি আজও না খেয়ে আছি?



তোর মেসেজ টা দেখলাম। তুই জানতে চেয়েছিস যে- পেন কেন দিয়েছি?

সত্তি বলছি, কোন উদ্দেশ্য ছিলনা। ছিল শুধু অন্তর থেকে শুভকামনা আর তোর একচিলতে হাসিমাখা মুখ খানি দেখে প্রশান্তি পাবার এক উদগ্র বাসনা।



তাহলে তোকে বলি যা আর কেউ জানেনি আজ পর্যন্ত, অবশ্য জানার মত এটি তেমন কথাও নয়-

আমার এই জীবন চলার পথে গিফ্‌ট জিনিষটা আমি খুব কমই পেয়েছি।

আর তাই হয়তোবা গিফ্‌ট জিনিষটা পাবার জন্য সব সময়ই একটা আকুলি কাজ করতো মনের মাঝে। যাও কিছু পেয়েছি, বেশিরভাগই পেয়েছি জোড় করে। জোড় করে গিফ্‌ট!!! কোন জিনিষ খুব ভালো লাগলে নির্লজ্জের মত শুধু গিয়ে বলেছি- তোর এটাতো খুব সুন্দর! আমাকে গিফ্‌ট করনা। বার বার বলেছি আর জ্বালাতন করেছি সবাইকে। বিরক্ত হয়েছে, ছ্যাচরা ভেবেছে, বলেছে তোর কি কোনো লজ্জা নেই? শেষে কোনো এক সময় দিয়ে দিয়েছে। আমি পরম আগ্রহ নিয়ে তা নিতাম আর মনে মনে ভাবতাম যে অমুক আমাকে কিছু একটি গিফ্‌ট করেছে। হ্যা, মিথ্যা হলেও ভাবতাম আর মনে এক অসাধারন পুলক অনুভব করতাম। কি ছেলেমানুষি, তাইনা? কি জানিস, এই সব ছেলেমানুষি করতে আমার ভালই লাগে!!!!



অনেক অনেক অনেক দিন পর আমি একটা গিফ্‌ট পেয়েছি। কতদিন পর তা মনে করতে বা হিসেব করতে মন চাচ্ছেনা। শুধু যা করতে মন চাচ্ছে তা হোল অসীম আনন্দে মনকে প্লাবিত করতে। একটি সত্যিকারের গিফ্‌ট, না চাইতেই গিফ্‌ট, অন্তর থেকে গিফ্‌ট!! একটা পেন।



পেনটি আমার অসম্ভব প্রিয়। আর আমি জানি প্রিয় জিনিষ কাছে থাকলে কেমন লাগে আর হাত ছারা হলেই বা কেমন লাগে। তোর মনে পড়ে, তোর কাছ থেকে তোর একটি গিফটেড পেন আমি জোড় করে গিফ্‌ট নিয়েছিলাম? হ্যা, তোকে আমি একটি পেন গিফ্‌ট করেছি। না আমার পকেটের যে অবস্থা তাতে পেনটি কিনে গিফ্‌ট করার সাধ্য আমার নেই। হাহ্, টাকার অভাবে যে তিন দিনে দু বেলা খাবার খায় , তার জন্য এটি বিলাসিতাই বটে, কি বলিস। ঠিক ধরেছিস, এটিই সেই পেন। প্রিয়জনকে, আন্তরিক শুভাকাঙ্খীকে প্রিয় জিনিষটি দেওয়া আমার রীতি। নিরানন্দ এবং একলা এই চলার পথের বাঁকে বাঁকে আমি যেসব আনন্দ খুঁজে বেরাই, এটি তার মধ্যে অন্যতম। যদিও এমন সুযোগ জীবনে খুব কমই এসেছে।



তোদের জন্মদিনের পার্টিতে তোরা আমাকে যখন দাওয়াত করতি, খুব ভালো লাগতো। আমি যেতাম খালি হাতে, খেতাম সবচেয়ে বেশী। হয়তো তোরা বিরক্ত হতি, হ্য়তোবা না। আমি কিন্তু খুব উপভোগ করতাম। না করলে এত সুন্দর খাবারগুলো মিস্ হয়ে যাবেযে!!!!!!



যে একটা আস্ত ক্যালাস টাইপের ছেলে, আস্ত বদরাগী, যে বোঝেনা পাবলিক ম্যানার, যখন তখন যার তার গায়ে হাত তোলে, মাসের খরচ আর ধারের টাকা শোধ করতে যে রিকসা চালাতে কুন্ঠিত বোধ করেনা তাকে যে তোরা দাওয়াত দিতি , এটাই আমার কাছে আশ্চর্য্য বিষয়।



তোর প্রশ্নের উত্তরটা দেবার আগে তোকে একটা প্রশ্ন করি, ঠিকাছে?



তুই আমাকে খাবার দিলি কেন?



করুনা? সকালবেলা যে ছেলেটি তোর দেওয়া খাবারের ৫-৬ ভাগের এক ভাগ পরিমান ভাত খেয়ে সারাটা দিন কাটিয়ে দেয় পরবর্তী সকালের অপেক্ষায় , তাঁর প্রতি করুনা? সারা জীবন যা কিছুকে ভয় করে এসেছি তার মধ্যে করুনা আর বিরক্তি ভাব অন্যতম।



না, আমার বিশ্বাস, এটি করুনা ছিলনা। এটি ছিল মমতা, নির্ভেজাল মমতা যাকে কোন ভাবে সঙ্গায়িত করা যায়না। আর এই বিশ্বাসটুকুকে পুঁজি করেই খাবারটা খেলাম। না হলে তা আমার গলা দিয়ে নামতোনা। আমি খাদক হতে পারি, কবে খাওয়াবি বলে বলে বিরক্ত করতে পারি, হতে পারি তোদের ভাষায় লজ্জাহীন যে কিনা সবার সব বিষয়ে হস্তক্ষেপ করে , এত খারাপ যে নিজের বোন তার সাথে কথা বলেনা কিন্তু তার পরেও , মানুষের পেটে জন্মছি যখন, কিছুটা বৈশিষ্ট বোধ হয় আছে। কি বলিস? যদিও বেশীরভাগ সময় শুনে এসেছি জানোয়ার হিসাবেই আমি বেশী মানানসই। আমি করুনার কাঙাল নারে। আমি মমতার কাঙাল। চলার পথের প্রতি বাঁকে খুঁজে বেড়াই এই মমতা। একটুখানি মমতা।



আশা করি তোর প্রশ্নের উত্তর পেয়েছিস।





বোহেমিয়ান এই চলার পথে বুদ্ধি হবার পর থেকেই অনুভব করেছি আমার জীবনটা একটা হালবিহীন নৌকা । নদীতে যে ভেসে বেড়ায় এলোমেলো ভাবে, স্রোত না থাকলে যার গতি যায় থেমে। সব সময় অনুভব করেছি একজন বন্ধুর , একজন প্রকৃত বন্ধুর প্রয়োজনীয়তা। যার কাছে নিঃসঙ্কোচে বলতে পারবো মনের সব কথা, যাবতীয় কিছু। আমার খুশির সংবাদে যে আনন্দে লাফিয়ে উঠবে, আমি যাকে জড়িয়ে ধরব, কাঁদব। যে আমাকে সবসময় বলবে সামনে তাকাতে, ভুল গুলিকে পেছনে ফেলে আসতে, সাহায্য করবে নির্মল আনন্দে জীবনটাকে ভরিয়ে তুলতে। ছুটির দিনে বলবে চল একসাথে বেড়াই। যার হাসি মাখা আর প্রানোচ্ছল মুখ দেখে ভরে যাবে মন, ভুল করলে ধরিয়ে দেবে , না শোধরালে ধরে কান মচলে দেবে , আরো কত কি! যার কাছে সব বলা যায়, এমনকি যা বাবা-মা কেও বলা যায়না। একই ভাবে আমিও হব তার একই রকম বন্ধু। হাসি কান্না আর আনন্দে কেটে যাবে দিন। যেখানে থাকবেনা কোনো কলুষতা, গোপনীয়তা। থাকবে শুধুই নির্মলতা আর প্রকৃতির মত সরলতা।



জানি এসব অসম্ভব কল্পনা। বর্তমানে নিজের খেয়ে বনের মোষ তাড়ানোর ইচ্ছা মানুষের নেই। আছে শুধু ভোগ করার ইচ্ছা, টাইম পাস করার মানষিকতা, অপরকে মাড়িয়ে সামনে যাওয়ার প্রবনতা। এখন মানুষ বন্ধুত্ব করে স্বার্থের জন্য।



কিন্তু এই কল্পনাই আমাকে সজীব রাখে।



আমি জানি আমার মত ক্যালাস টাইপ ছেলের এত ভালো বন্ধু পাবার কোনো যোগ্যতা নেই। কিন্তু আমি অনুভব করি জীবনে এর প্রয়োজনীয়তা। আর তাই যখন মনে হয় কারো কোন সমস্যা অথবা ক্রমাগত অতলে ডুবে যাওয়া রত কেউ, তখন চুপ থাকতে পারিনা। অযাচিত ভাবে এগিয়ে যাই আর তার বিরক্তির কারন হই।



আমি তোকে খুব বেশী জ্বালাই, বুঝতে পারি। যখন আমার খুব মন খারাপ থাকে, যখন পড়ায় মন বসেনা , জীবনের প্রতি চরম হতাশা জন্মে তখন আমি অনুভব করি একজনের প্রচন্ড অভাব। তখন নিজেই নিজের ফোনে একটি মেসেজ পাঠাই। মিথ্যা ভাবি যে আমার বন্ধু আমার পাশেই আছে। আনন্দে ভরে ওঠে মন।



একই কারনে তোকেও মেসেজ পাঠাই। শুধু তোকেই না, একই সাথে আমাকেও। তোকে বলি ভালো করে পর। আমাকেও।



বার বার খেয়ে নিতে বলি , কারন আমি জানি না খেয়ে থাকাটা কতটা ক্ষতিকর। পদে পদে টের পাই এর প্রভাব। তারাতারি ঘুমাতে বলি, ভোরে ঘুম থেকে উঠতে বলি কারন আমার বন্ধুটি থাকলে আমাকেও তাই বলতো।



বুঝিনি সবার প্রয়োজন এক হয়না। আরও বুঝিনি সবাই আমার মত মমতার কাঙালও না। বুঝতে চাইনি মানুষের প্রয়োজনের ভিন্নতা। চাহিদার রকম-ফের, বিরক্তির সীমা। আর তাই হয়ত উপকার করার অভিপ্রায়ে অপকার আর বিরক্তি উৎপাদন করেছি বেশী।



]কি বোকা আমি।!!!! আচ্ছা, মানুষের মনটা যখন প্রচন্ড খারাপ থাকে তখন বোকামিটা ও প্রচন্ড বাড়ে , তাইনা?



নাকি এটি শুধু আমার ক্ষেত্রেই হয়? বলতে পারিস?



ভালো থাকিস।

মন্তব্য ৮২ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৮২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৪

খেয়া ঘাট বলেছেন: অনেক মমতা নিয়ে দুঃখবোধের লিখা। মন আছে বলেইতো মন খারাপ হবে।
আবার একসময় দেখবেন কী আনন্দে মন ভরে ওঠবে।

০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১

বটের ফল বলেছেন: পড়ার অযোগ্য এই পোষ্ট আপনি পড়েছেন এবং একই সাথে মন্তব্য করেছেন দেখেই তো মন ভালো হয়ে গেল। হা হা হা হা । :) :) :)

ভালো থাকবেন। দোয়া করবেন।

২| ১৮ ই মে, ২০১৩ সকাল ১০:৩৫

নীল-দর্পণ বলেছেন: মন ছুঁয়ে যাওয়া লেখা......

২৯ শে মে, ২০১৩ দুপুর ২:২০

বটের ফল বলেছেন: নিজেকে ধন্য মনে করছি, প্রিয় নীল-দর্পন

ভালো থাকবেন। অনেক বেশী ভালো থাকবেন।

৩| ২৯ শে মে, ২০১৩ দুপুর ২:৩১

অপরাজিতা নীল বলেছেন: এটি করুনা ছিলনা। এটি ছিল মমতা, নির্ভেজাল মমতা যাকে কোন ভাবে সঙ্গায়িত করা যায়না। আসলেই বিশ্বাস করতে মন চায়।

মন ছুয়ে গেল। ভাল থাকবেন সবসময়।

২৯ শে মে, ২০১৩ দুপুর ২:৪১

বটের ফল বলেছেন: আপনিও ভালো থাকবেন।

আমারো এটিই বিশ্বাস করতে মন চায়। এই বিশ্বাস-ই আমাকে বাঁচিয়ে রাখে, চলার শক্তি জোগায়। প্রেরনা দেয় এগিয়ে যাবার একটু একটু করে।

৪| ২৯ শে মে, ২০১৩ দুপুর ২:৫২

বোকামানুষ বলেছেন: অসম্ভব ভাল লেগেছে লিখাটা

আমার কাছেও বন্ধুর রূপটা ঠিক এমন

+++

২৯ শে মে, ২০১৩ বিকাল ৩:০৮

বটের ফল বলেছেন: ধন্যবাদ বোকামানুষ

বন্ধুত্ব বলতে আমি সারা জীবন এটাকেই বুঝে এসেছি ।

ভালো লাগলো আমার সাথে একজনের মিল পেয়ে।

এমন একজন বন্ধুর জন্য অপেক্ষা করে যাবো সারাজীবন।

ভালো থাকবেন সবসময়। এই কামনা করছি।

৫| ২৯ শে মে, ২০১৩ রাত ৯:১৯

ফারজানা শিরিন বলেছেন: কান্নাটা চাপলাম । কারণ, এমন মানুষের কাছে এসে কাঁদতে নাই যে এখনো হাসতে জানে ।

৩০ শে মে, ২০১৩ সকাল ১১:২৭

বটের ফল বলেছেন: অসাধারন এক মনের অধিকারি আপনি ফারজানা শিরিন।

অসম্ভব ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে। দোয়া করবেন সবসময় যেন হাসতে পারি, হাসাতে পারি। হাসিই তো মানুষকে সজীব রাখে।

কামনা একটাই, আমি যেন মানুষের ভালো একজন বন্ধু হতে পারি।
দোয়া করবেন।

অসম্ভব রকম ভালো থাকবেন, সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা।

৬| ৩০ শে মে, ২০১৩ রাত ১০:০২

ফারজানা শিরিন বলেছেন: উত্তর পড়ে সত্যি কান্না করে দিলাম !

৩১ শে মে, ২০১৩ রাত ১:৩৬

বটের ফল বলেছেন: আমি ভাষাহীন।
আমি বিশ্বাস করি, কান্না মেয়ের নয়, ছেলেরও নয়। এটি মানবীয়। মানবিক এই গুনটি আপনার আছে, প্রশান্তিতে ছেয়ে গেল মন!!

মন খারাপ হলে তা পুষে না রেখে, চেপে না রেখে কান্নার মাধ্যমে প্রকাশ করুন। যেভাবে খুশি সেভাবে কাঁদুন। দেখুন কত ভালো লাগে!!!!!!!!

এইযে, আবার শুরু হয়ে গেল, বিদ্যা বিতরন!!!!!!!!!!!! হা হা হা হা হা।

বিরক্ত হলে ক্ষমা করবেন। আর অনেক অনেক ভালো থাকবেন।

৭| ০২ রা জুন, ২০১৩ সকাল ৭:১৬

খেয়া ঘাট বলেছেন: ২০ শে জানুয়ারীর পর আর লিখেন নি কেন????

০২ রা জুন, ২০১৩ দুপুর ১:৩২

বটের ফল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে শ্রদ্ধেও খেয়া ঘাট

আসলে জানুয়ারির পর থেকে আমি নেট ব্যবহার করতে পারিনি। তখন প্রচুর প্লট আসতো লেখার জন্য। সময়ের অভাবে লিখা হয়ে উঠতোনা। আর এখন হাতে সময় আছে, লিখতেও চাই কিন্তু এত এত ভালো লেখা পাই যে সেগুলো পরতে পরতেই সময় চলে যায়, লেখা আর হয়ে ওঠেনা।

তাছারা, এত এত ভালো লেখকের মাঝে নিজের কিছু প্রকাশ করতে লজ্জাও পাই সাংঘাতিক। কারন লেখা জিনিসটা আমার একদমই হয়ে উঠেনা। আমার না আছে ভাষাজ্ঞান, না আছে তার কল্পনাশক্তি। হা হা হা হা হা হা ।

আমার জন্য দোয়া করবেন,ভালো থাকবেন।

৮| ০৩ রা জুন, ২০১৩ সকাল ৭:১১

কালোপরী বলেছেন: :)

০৩ রা জুন, ২০১৩ বিকাল ৪:৪৭

বটের ফল বলেছেন: B-)) :(( :(( :(( :(( :(( :(( :((

ভালো থাকবেন কালোপরী। ভালো রাখবেন আশেপাশের সবাইকে আপনার হাসিমাখা মায়ার বাঁধনে।

৯| ০৬ ই জুন, ২০১৩ রাত ১২:৩৯

বটবৃক্ষ~ বলেছেন: মনটা খুব খারাপ হয়ে গেলো লিখাটা পড়ে!! :(:(

জানেন , লিখার সম্বোধন টা পড়ে একটা ধাক্কার মতো লেগেছিলো!!:(

আপনি যেহেতু আমারি গাছের ফল, আপনাকে অনুসরনে রাখতেই হচ্ছে!!জলদি একটা প্রোপিক এড করেন! :)

অনেক অনেক শুভকামনা....
দেখবেন, কোন এক মমতাময়ীর সাথে নিশ্চই জীবনের কোন এক প্রান্তে যেয়ে আপনার দেখা হবে।যে আপনার জীবনটা আনন্দে ভরিয়ে দেবে....:)

০৬ ই জুন, ২০১৩ রাত ১২:৫২

বটের ফল বলেছেন: আন্তরিক শুভকামনার জন্য অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ।

অনেক অনেক অনেক বেশি ভালো থাকুন আর ভালো রাখুন আপনার আশেপাশের সবাইকে বটবৃক্ষের শীতল ছায়ায়। এটিই প্রত্যাশা ।

দোয়া করবেন।

১০| ০৬ ই জুন, ২০১৩ রাত ১১:৪৯

শোশমিতা বলেছেন: অসাধারণ!
মন ছুঁয়ে যাওয়া লেখা।অনেক ভালো লাগলো +

০৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:২০

বটের ফল বলেছেন: অসংখ্য ধন্যবাদ শোশমিতা আপুনি।

চমৎকার আপনার লেখা। বৈচিত্রময়তায় ভরা। অসাধারন!!!

ব্যস্তময় এই জীবনের ফাঁকে, মনের এক কোনে যে গভীর মমতাকে লালন করে চলেছেন, তার পরশে উদ্বেলিত হয়ে উঠুক আপনার চারপাশ।

ভালো থাকুন আর ভালো রাখুন আপনার আশে পাশের সবাইকে আপনার আন্তরিক মমতার পরশে। সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা।

দোয়া করবেন।

০৭ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৪

বটের ফল বলেছেন: প্রো-পিক টা অসাধারন আপুনি। প্রকৃতির সান্নিধ্যে নির্মলতার ছোঁয়া!!!

১১| ১৬ ই জুন, ২০১৩ সকাল ১০:৪৪

সপ্নাতুর আহসান বলেছেন: আপনার লেখা তো বেশ মমতা মাখা। ভাল লেগেছে। স্ট্রং ফিলিংস।

১৬ ই জুন, ২০১৩ দুপুর ২:১৩

বটের ফল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে সপ্নাতুর আহসান

আপনার লেখাগুলোও চমৎকার!!!! মনের মাধুরী মেশানো। চমৎকার কল্পনাশক্তি আপনার।

প্রার্থনা-আরো বিকশিত হোক আপনার লেখার হাত।

ভালো থাকবেন।

অ ট-ফারিয়ার জন্য শুভকামনা থাকলো। হা হা হা। ;) ;)

১২| ১৭ ই জুন, ২০১৩ সকাল ১১:৪৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :( :( :( :(

১৭ ই জুন, ২০১৩ দুপুর ১:৫৪

বটের ফল বলেছেন: :-* :-* #:-S #:-S #:-S /:) /:) /:) |-) |-) |-) :( :( :( :(( :(( :(( X( X( X( X(( X(( X((

ভালো থাকবেন ইরফান আহমেদ বর্ষণ

১৩| ২১ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৩

মহামহোপাধ্যায় বলেছেন: আমি করুনার কাঙাল নারে। আমি মমতার কাঙাল। চলার পথের প্রতি বাঁকে খুঁজে বেড়াই এই মমতা। একটুখানি মমতা।


ভালো লাগলো ভাইয়া।

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

বটের ফল বলেছেন: ধন্যবাদ মহামহোপাধ্যায়

করুনা জিনিসটাকে আমি প্রচন্ড ঘৃণা করি। আর যেখানে মমতার ছোঁয়া পাই সেখান থেকে আর নরিনা।

ভালো থাকবেন। অনেক অনেক ভালো থাকবেন।

১৪| ২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১১

সপ্নাতুর আহসান বলেছেন: ভাইয়া নাকি আপু?
লজ্জা দিলেন। নতুন লেখা দিন। আমিও নেট প্রব্লেম এর মাস দুয়েক লিখতে পারি নি।
এখন তো নেট প্রব্লেম নেই। এখন লেখা দিন।

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

বটের ফল বলেছেন: হে হে হেহে । ভাইয়া হবে ভাইয়া।

কিভাবে লজ্জা দিলাম, বুঝলামনা :-*

নতুন লেখা দিতে ইচ্ছে হয়। তবে আপনাদের লেখাগুলো এত ভালো হয় যে পরতে পরতেই লেখার সময় পার হয়ে যায়। ;) ;)

ভালো থাকবেন। অনেক ভালো থাকবেন সপ্নাতুর আহসান

১৫| ২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

সপ্নাতুর আহসান বলেছেন: আর চেক করে দেখব ফারিয়ার লেখাগুলোতে আপনার মন্তব্য আছে কি না :) :)

২১ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

বটের ফল বলেছেন: ফারিয়া!!!!!!!!! :-* :-* :-*

বুঝতারলামনা :( :(

১৬| ২১ শে জুন, ২০১৩ রাত ৮:৫৬

সপ্নাতুর আহসান বলেছেন: অ ট-ফারিয়ার জন্য শুভকামনা থাকলো। হা হা হা। ;) ;) এইটা তো আপনেই লিখছেন মনে কয়।

ফারিয়া কে নিয়ে আমার লেখা গুলোর কথা উল্লেখ করেছি। একটু টাইপিং মিস্টেক হইছে এই আর কি!!

২১ শে জুন, ২০১৩ রাত ১১:৫৮

বটের ফল বলেছেন: :P :P ;) ;) ;) ;)

অনেক অনেক ভালো থাকবেন- এই প্রত্যাশা, কামনা এবং প্রার্থনা।

১৭| ২৬ শে জুন, ২০১৩ সকাল ৭:১৫

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমাকে কেউ কখনও গিফট দেয় নি /:)

২৬ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৭

বটের ফল বলেছেন: |-) |-) |-) |-) |-)

১৮| ২৯ শে জুন, ২০১৩ সকাল ৮:৩৬

সায়েদা সোহেলী বলেছেন: মন খারাপের খোলা চিঠি তে মন খারাপের সুর দিলাম :)
:)
Click This Link

৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:০৩

বটের ফল বলেছেন: অসাধারন একটি গান। চমৎকার সুর, চমৎকার কথা।

অনেক অনেক ধন্যবাদ সায়েদা সোহেলী

অসম্ভব রকম ভালো থাকুন এই প্রার্থনা।

নিজের ভেতর যে বিশ্বাসটাকে লালন করেন তাকে ধরে রাখবেন আশা করি।

ভালো থাকুন আর ভালো রাখুন আপনার আশেপাশের সবাইকে আপনার হাসিমাখা মায়ার বাঁধনে।

অ.ট. প্রো-পিকটা চমৎকার আপুনি।

১৯| ০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

সোহরাব হোসাইন বলেছেন: সরল একটি খোলা চিঠি । অথচ মনে হচ্ছিল আপনি একান্তই কারো জন্য চিঠি লিখেছেন । নিরবিচ্ছিন ভাললাগায় কথামালার আবেগ জড়ানো ছান্দের প্রবাহ । চিঠিটি পড়ে খুবই ভাললাগল প্রিয় ।

০১ লা জুলাই, ২০১৩ রাত ৯:০১

বটের ফল বলেছেন: খুব ভালো লাগলো আপনার মন্তব্য পড়ে সোহরাব হোসাইন

আপনি কিন্তু দারুন লেখেন।

অনকে ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন অনেক বেশি।

২০| ০১ লা জুলাই, ২০১৩ রাত ৯:১৮

মাক্স বলেছেন: মন খারাপের খোলা চিঠি পড়ে মন খারাপ হয়ে গেল। চমত্‍কার গুছিয়ে লিখেছেন!

০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:০০

বটের ফল বলেছেন: অনেক অনেক ধন্যবাদ মাক্স ভাই। মন্তব্যের ঘরে আপনার নাম দেখে যারপরনাই আনন্দিত হয়েছি। শুভকামনা আপনার জন্য।

একটা কথা- আপনি এত সুন্দর করে লেখেন কি করে?? শক্তিশালি লেখনী।

অনেক অনেক ভালো থাকবেন এই কামনা।

২১| ০১ লা জুলাই, ২০১৩ রাত ৯:২৬

~মাইনাচ~ বলেছেন: সুন্দর লেখা

০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:০৫

বটের ফল বলেছেন: আমি ভাবলাম, ~মাইনাচ~ বলবে - মাইনাচ। কিন্তু এ যে দেখি উল্টা! :(


অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

ভালো থাকবেন ~মাইনাচ~

২২| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:০৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভাল লাগলো



++++++++++

০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:২৭

বটের ফল বলেছেন: আপনাকে দেখে আমারো অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।

ভালো থাকবেন ইরফান আহমেদ বর্ষন - এটাই প্রার্থনা।

২৩| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:১৫

আরমিন বলেছেন: বটের ফল,

আপনার চিঠিটা পড়লাম , মন কি এখনও খারাপ না ভাল হয়েছে?
শুনুন, মন খারাপ করে থেকে কোন লাভ নেই, এতে শুধু খারাপের পরিমান বাড়তেই থাকবে। মন ভাল করার চেস্টা করুন, মন ভাল হয়ে যাবে।
আমি একটা কথা খুব বিশ্বাস করি, সেটা হলো, যে নিজেকে সাহায্য করে, তাকে খোদাও সাহায্য করে!

আরেকটা কথা, পৃথিবীতে মায়া মমতার কাঙাল আমরা সবাই, মানুষকে ভালবাসতে পারাটা একটা বিশাল ক্ষমতা।আপনি আপনার এই ক্ষমতাটিকে আপনার দূর্বলতা না করে শক্তিতে পরিনত করুন। দেখবেন আপনি ভাল থাকবেন। মনে রাখবেন, যদি কেউ আপনার ভালবাসার যথাযথ মুল্যায়ন করতে না পারে, তবে সেটা তার ব্যার্থতা, আপনার দূর্বলতা নয়।

শুভকামনা রইলো।

০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:৪৮

বটের ফল বলেছেন: এমন একটা মন্তব্য পাবার পর কি আর মন খারাপ করে থাকা যায় আরমিন২৯ আপুনি ??

আপনার মত একজন আপুনি পেয়ে আমি যারপরনাই আনন্দিত।

অনেক অনেক ভালো থাকবেন আর ভালো রাখবেন আপনার আশেপাশের সবাইকে আপনার হাসিমাখা মায়ার বাঁধনে। সৃষ্টিকর্তা আপনাকে অনেক অনেক ভালো রাখুন-এটিই প্রার্থনা।

আমার জন্য দোয়া করবেন।

অ.ট. নতুন জাতের ধান কবে পাব??

২৪| ০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৯

খেয়া ঘাট বলেছেন: এ কয়দিন প্রচন্ড বৃষ্টি হলো.........আজ অল্প রোদের আলো দেখা যাচ্ছে।
আপনার মন কি এখনো ভালো হয়নি????

০৫ ই জুলাই, ২০১৩ রাত ৯:২৯

বটের ফল বলেছেন: এ কয়দিন এখানে পুরোটা সময় আকাশ মেঘ করে ছিল। বৃষ্টির দেখা পাওয়া গেছে কদাচিৎ। আর আজকে চমৎকার আকাশ। মেঘমুক্ত, নির্মল।

এই মুহূর্ত আমার মনটাও আপনাদের সবার দোয়ায়, শুভকামনায় মেঘমু্ক্ত আকাশের মতই সদা হাস্যময় এবং প্রশান্ত।

অনেক অনেক ধন্যবাদ খেয়াঘাট ভাই এই অধমকে মনে রাখার জন্য।

আশা করি খুব তারাতারি নতুন লেখা উপহার পাব।

ভালো থাকবেন অনেক বেশি- এটিই প্রত্যাশা।

২৫| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৮

তানজিয়া মোবারক মণীষা বলেছেন: সুন্দর লেখা ভাইয়া, মন খারাপ হয়ে গেলো পড়ে। পোস্টে প্লাস। :(

১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:৩২

বটের ফল বলেছেন: মন থাকলেতো মন খারাপ হবেই!!! :P কি বলেন??

এক কাজ করেন, খুব জোড়ে হো হো হো ন করে হাসুন কোনো কারন ছাড়াই। দেখুন মন ভালো হয়ে যাবে। ;) ;)

অনেক অনেক ভালো থাকবেন মণীষা আপুনি।

২৬| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৩

আধার আলো বলেছেন: লেখাটা পড়ে ভিতরের কোথায় গিয়ে যে ধাক্কাটা লাগলো। ইদানিং কেন যেন কাঁদতে পারিনা। পারলে একটু রিলিফ পেতাম। এত সুন্দর লেখেন, নতুন কিছু আর লিখবেন না ? :)

১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০১

বটের ফল বলেছেন: কান্না জিনিসটা কিন্তু খুব ভালো। এর মাধ্যমে শরীর থেকে সমস্ত বিশানুগুলো বেরিয়ে যায়। শরীর সুস্থ থাকে, মন ভালো থাকে। আমি কিন্তু মাঝে মাঝেই কাঁদি। কারন আমি বিশ্বাস করি- কান্না মেয়ের নয়, ছেলেরও নয়। এটি একটিও মানবীয় গুন। চেষ্টা করুন , কাঁদতে পারবেন।

আপনি কিন্তু খুব দারুন লেখেন আধার আলো। আশা করব লেখাটা ছাড়বেননা। আলো বিলিয়ে যাবেন আঁধারে।

আর ভালো থাকবেন অনেক বেশী- এই কামনা। অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আপনাকে।

অ.ট. আমি কিন্তু কাঁদতে যেমন পারি, তেমনি কাঁদাতেও পারি। :P :P

২৭| ১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:০৪

মাহমুদ০০৭ বলেছেন: প্লিজ বটের ফল , ফল দেন ।
বড় সুন্দর , বড় বিষণ্ণ এ চিঠি ।
ভাল থাকবেন ।+++++++++

২০ শে জুলাই, ২০১৩ সকাল ১০:৫৯

বটের ফল বলেছেন: ভালো থাকবেন আপনিও। অনেক ধন্যবাদ আপনাকে।

মাঝে মাঝে মন হয় লিখি, তারপর কিছুটা লিখে আর লেখা হয়ে ওঠেনা। অসমাপ্ত লেখা পড়ে থাকে ড্রাফটে। বড়ই অলস আমি। :P :P

অনেক অনেক ভালো থাকবেন মাহমুদ০০৭

২৮| ২০ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩৩

মাহতাব সমুদ্র বলেছেন: এই কাতঅরতা আমিও বুঝি ভাই। এইসবই তো সম্পদ। ভালো থাকবেন।

২০ শে জুলাই, ২০১৩ রাত ১০:৫৭

বটের ফল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে মাহতাব সমুদ্র

ঠিক বলেছেন। একজন ভালো এবং প্রকৃত বন্ধু সারা জীবনের সম্পদ।

ভালো থাকবেন অনেক বেশী- এই কামনা।

২৯| ০২ রা সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩০

রাতের মারুফ বলেছেন: আপনি দারুন লিখেন । মনের ভাব লিখে প্রকাশ করার ক্ষমতা সবার থাকে না । অনেক বড় লেখক হতে পারবেন, দোয়া থাকল ।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২৬

বটের ফল বলেছেন: আপনাকে ধন্যবাদ জানানোর ভাষা খুঁজে পাচ্ছিনা আমি রাতের মারুফ। এত প্রশংসার যোগ্য আমি নই।

আর লিখবোনা বলে ঠিক করেছিলাম। কিন্তু আপনার মন্তব্যের পর মনে হচ্ছে আবার লিখি। সেটা কাকের ঠ্যাং , বকের ঠ্যাং যাই হোক না কেন!!! হা হা হা হা।

আপনিও খুব চমৎকার লিখেন রাতের মারুফ

অনেক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন অনেক বেশি আর ভালো রাখবেন আপনার আশেপাশের সবাইকে---- এই আশা রাখি।

৩০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:৪১

জুন বলেছেন: আপনার পোষ্ট পড়ে একরাশ বিষন্নতা ঘিরে ধরলো আমায়। এই যে বুয়া একশ বার ডাকছে নাস্তা খেতে আমি অবহেলা ভরে খাচ্ছি না। আপনার লেখা পড়ে এখন আমি লজ্জিত বোধ করছি। যদি সত্যি এটা আপনার নিজের কথা হয়ে থাকে তবে কায়োমনবাক্যে প্রার্থনা করছি এঅবস্থা কেটে যাক শিগগির। নতুন সুর্য উঠুক কেবল আপনার জন্য বটের ফল ।

০৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

বটের ফল বলেছেন: আমি ততোধিক লজ্জিত বোধ করছি আপনার মনটাকে এমন বিষন্নতায় ছেয়ে দেওয়ার জন্য প্রিয় জুন আপু

আপনার শুভকামনার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

আপনি অনেক বড় মনের একজন, সেটা আগেই বুঝেছিলাম, বলেছিলামও বটে। এবার আরো ভালোভাবে উপলব্ধি করলাম।

ভালো থাকবেন অনেক বেশি আর ভালো রাখবেন আপনার আশে পাশের সবাইকে আপনার হাসি মাখা মায়ার বাঁধনে-এই কামনা করি।

৩১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:০১

ইমরাজ কবির মুন বলেছেন:
খুব চমৎকার লিখসেন ||

১২ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৩৫

বটের ফল বলেছেন: লজ্জা পাইলাম ভাই।

ধন্যবাদ আপনাকে ইমরাজ কবির মুন

ভালো থাকবেন অনেক বেশি।

৩২| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৭

রাসেলহাসান বলেছেন: ভাই খুব ভালো লিখেছেন, কিন্ত দীর্ঘদিন লেখালিখি করেন না। কারণটা কি?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫৯

বটের ফল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

এমনিতেই আর লেখা খুব একটা হয়না। সময়ের কিছুটা অভাব। তবে লিখিনা তা নয়। লিখি তবে তা পড়ে থাকে ড্রাফটে।

ভালো থাকেবেন। শুভ সকাল।

৩৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:১১

জুলিয়ান সিদ্দিকী বলেছেন: ফালতু একটা পোস্ট, বানানের যা ছিরি! কথাগুলো বলা যায় ইচ্ছে করলেই।
কিন্তু লেখাটার ভাঁজে ভাঁজে মিশে আছে আবেগ, সেই আবেগে তো ফাঁকি নেই। হয়তো বা লেখকের সত্যিকারের অনুভূতিই লেপ্টে আছে এখানে, অথবা তার লেখক সত্ত্বার আড়ালে ঘাপটি মেরে থাকা দুঃখী মানুষটাই লিখিয়ে নিয়েছে এসব।

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৫৯

বটের ফল বলেছেন: কিছু কিছু মানুষ আছে যাদের এক দেখাতেই ভালো লেগে যায়। আপনার মন্তব্যটি পড়ে বুঝলাম আপনিও সেই মানুষদের দলে।

চমৎকার ভাবে চোখে আঙ্গুল দিয়ে দুর্বলতাগুলোকে ধরিয়ে দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন অনেক বেশি।

৩৪| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৯

শ্রাবণধারা বলেছেন: বেশ মন ছুয়ে যাওয়ার মত একটা লেখ। মনে হল আমার পুরনো দিনগুলো কিছুটা যেন চোখের সামনে ভেসে উঠলো।

সত্যি বলতে কি মন খারাপ হওয়া ব্যাপারটা তেমন খারাপ কিছু নয়, বরং এটা মাঝে মাঝে হওয়াটা মন যে আছে এটাকেই প্রমাণ করে। তবে দেখতে হবে এটা যেন আমাদের জীবনী শক্তিকে খেয়ে না ফেলে। আবেগ অনুভুতিগুলোকে ঠিকঠাক মোকাবেলা করাটা জরুরী।

শুভকামনা........।

১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২১

বটের ফল বলেছেন: শুরুতেই নত মস্তকে ক্ষমা প্রার্থনা করছি এত দেরিতে উত্তর দেওয়ার জন্য।

আপনার সাথে আমিও পুরোপুরি একমত শ্রাবণধারা ভাই। জীবনের দু:খ , কষ্ট গুলো যেন আমাদের জীবনী শক্তিকে ধ্বংস করতে না পারে সে দিকে সচেতন দৃষ্টি রাখা দরকার।

অনেক অনেক ভালো থাকুন আর ভালো রাখুন আপনার আশেপাশের সবাইকে এই প্রত্যাশা।

৩৫| ০৫ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫২

সুমন কর বলেছেন: খুব ভাল লাগল লেখাটি।

ভালো থাকবেন।

১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৩

বটের ফল বলেছেন: শুরুতেই নত মস্তকে ক্ষমা প্রার্থনা করছি এত দেরিতে উত্তর দেওয়ার জন্য।

আপনিও অনেক অনেক ভালো থাকবেন সুমন কর ভাই। লেখাটি ভালো লাগেছে যেনে ভালো লাগলো।

৩৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ১১:৪১

অস্পিসাস প্রেইস বলেছেন:
ভাই , আপনাকে একটা কলম গিফট করলাম।

আপনি নিলে খুব খুশি হব।।







১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:২৫

বটের ফল বলেছেন: শুরুতেই নত মস্তকে ক্ষমা প্রার্থনা করছি এত দেরিতে উত্তর দেওয়ার জন্য।

আপনি আমাকে একটি কলম উপহার দেবেন , আর আমি সেটা নেবনা তা কি হয় নাকি!!!!!!!!!!! সাদরে গ্রহন করলাম।

অনেক অনেক ভালো থাকবেন এই কামনা করি।

৩৭| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:২৬

অপ্রচলিত বলেছেন: এত আবেগ দিয়ে লিখেছেন, সত্যি কি বলব বুঝতে পারছি না। খুব ভালো লাগলো।

সবসময় ভালো থাকুন, এই কামনায় সর্বদা।

১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:৪৩

বটের ফল বলেছেন: শুরুতেই নত মস্তকে ক্ষমা প্রার্থনা করছি দেরিতে উত্তর দেওয়ার জন্য।

আমি আসলে খুব কাঠ-খোট্টা ধরনের একজন মানুষ। আবেগ জিনিসটা আমার ঠিক আসেনা বলেই জানতাম। কিন্তু এখন মনে হচ্ছে একটু হলেও আসে। ;) ;)

আপনিও অনেক অনেক ভালো থাকুন এই প্রত্যাশা

৩৮| ২৩ শে জানুয়ারি, ২০১৫ বিকাল ৫:৫০

মোস্তফা সোহেল বলেছেন: খুব সুন্দর

২৩ শে জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:৪৮

বটের ফল বলেছেন: মোস্তফা সোহেল ভাই , কেমন আছেন? আপনার মন এখন কেমন? আশা করি ভালো এখন ।

ভালো থাকুন অনেক বেশি, এই কামনা করি।

৩৯| ০৭ ই মে, ২০১৫ রাত ৮:৩৭

ঝড়-বৃষ্টি বলেছেন: মানুষ লেখা পড়ে বলে “ভালো লাগলো”। কিন্তু আমি বলতে পারলাম না। কারণ লেখাটা পড়ে আমার খুব খারাপ লেগেছে। একাকিত্ব, হতাশা, কষ্ট, অবহেলা...জিনিসগুলোর সাথে আমিও কম-বেশি পরিচিত। সুখের অনুভূতির সাথে রিলেট করতে পারলে ভাল্লাগে, কষ্টের অনুভূতির ক্ষেত্রে তা হয় উল্টো।

০৭ ই মে, ২০১৫ রাত ১১:২৪

বটের ফল বলেছেন: প্রচন্ড এই গরমে ঝড়-বৃষ্টি'র আগমনে শরীর-মন-অন্তর প্রশান্তিতে ছেয়ে গেল। ;)

আসলে একা থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে। সুখ বলেন আর কষ্টই বলেন, সবকিছুর অনুভুতি আমি শুধু একজনের রিলেট করতে পারি। আর সে আমি নিজে। ;)

অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

ফেসবুকে আমি ইচ্ছা হলে যুক্ত হতে পারেন আমার সাথে।

ভালো থাকবেন অনেক বেশি।

৪০| ১০ ই মে, ২০১৫ দুপুর ১২:১২

ঝড়-বৃষ্টি বলেছেন: যুক্ত হলাম, কারণ রাজশাহীর জন্য আমার মনে একটা সফ্ট কর্ণার আছে.... ;)

১১ ই মে, ২০১৫ রাত ১:৪১

বটের ফল বলেছেন: অন্দর মহলে স্বাগতম আপনাকে।

৪১| ২২ শে মে, ২০১৫ বিকাল ৪:০৮

রং করা পুতুল বলেছেন: !! দারুন !!

২৩ শে মে, ২০১৫ সকাল ৭:০৬

বটের ফল বলেছেন: রং করা পুতুল কে অনেক অনেক ধন্যবাদ । ভালো থাকবেন অনেক বেশি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.