নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষকে বিশ্বাস করতে ভালো লাগে।

হতে চাই মানুষের ভালো বন্ধু, পেতে চাই একজন প্রকৃত বন্ধু।

বটের ফল

প্রকৃতির এই বিশালত্বের মাঝে খুব সামান্য একজন।

বটের ফল › বিস্তারিত পোস্টঃ

বটের ফলের মনের ভেতর ঘুরপাক খাওয়া কিছু এলোমেলো চিন্তা-ভাবনা

১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৫

"একজন পুরুষের কাছে প্রেম মানে জীবেনের আনন্দ ,

আর, একজন নারীর কাছে প্রেমটাই হয়ে যায় তাঁর জীবন ।

একজন নারীর জীবনের কষ্ট শুরু হয় এখান থেকেই ।
"



"ন্যাড়া বেলতলায় একবারই যায়"-

একটি বহুল ব্যবহৃত প্রবাদ বাক্য। কিন্তু বর্তমান কালের প্রেক্ষাপটে এটি ভুল বলে মনে হয়।

যার প্রমান আমরা আমাদের আশেপাশের তরুন-তরুনীদের দিকে তাকালেই দেখতে পারি ।



এরা একবার প্রেম করে, ছ্যাকা খায়, বিরহে ভোগে , তার কিছুদিন পর আবার ছ্যাকা খাওয়া এবং বিরহে ভোগার নিমিত্তে পুনরায় প্রেম করার জন্য উঠেপড়ে লাগে । মনে হয় যেন, ছ্যাকা খাওয়াটাই জীবনের একমাত্র লক্ষ এবং আনন্দ ।



কিছুদিন আগে এক পরিচিতের সঙ্গে কথোপকথোনের একপর্যায়ে সে বলল যে তার প্রেমের বয়স প্রায় ৬-৭ মাস। এবং এই সময়ের ভেতর সে তার ৩টা মোবাইল ফোন সেট ভেঙ্গে ফেলেছে তাঁর প্রেমিকের সঙ্গে ঝগড়া করে। আমি বললাম কি লাভ হলো তাহলে প্রেম করে ? উত্তরে সে বলল- "আরে এইটাইতো প্রেম করার মজা" ।



হায় সেলুকাস !!!!!!! মনে মনে বলি,বটের ফল তুমি আজও সেই সেকেলেই রয়ে গেলে । এখন যুগের সাথে পরিবর্তন হয়েছে আনন্দের সংজ্ঞা , বদলে গেছে চিরাচরিত প্রবাদ বাক্য । এখন ছেলে-মেয়েরা ঠকতে এবং ঠকাতেই বেশি পছন্দ করে । করবেনাই বা কেন? এতেই যে জীবনের আনন্দ!!!!!!!!!!!!!!!!!!!



হায়রে বটের ফল, এ যুগে বাস করেও তুমি সেই সেকেলেই রয়ে গেলে!!!!!!!



তবে এটাও সত্তি যে, আমার সেই সেকেলেতেই আনন্দ।

মন্তব্য ৪০ টি রেটিং +১/-০

মন্তব্য (৪০) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

পৃথিবীর আলো বলেছেন: গাছে যদি বেল না থাকে তাহলে ন্যারা বহুবার বেলতলায় যায়।

সংশোধন করে দিলাম ডিজিটাল পদ্ধতিতে।

আরেকটা কথা- একবার না পারিলে দেখ শতবার।

মানে প্রেমে একবার ব্যর্থ হলে আরও ৯৯ বার প্রেম করে দেখতে হবে।

সময়ের সাথে সাথে বেশির ভাগ জিনিস চেঞ্জ করতে হবে..........

১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৩

বটের ফল বলেছেন: হা হাহাহাহাহাহাহাহ। চমৎকার বলেছেন পৃথিবীর আলো ভাই।

সময়ের সাথে সাথে বেশির ভাগ জিনিস চেঞ্জ করতে হবে, আমিও মানি। কিন্তু কেন যেন কিছু জিনিস চেন্জ করতে একদমই মন সায় দেয়না।

কি আর করা!!!!!! :P

অনেক অনেক ভালো থাকুন এই কামনা করি।

২| ১০ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

সায়েদা সোহেলী বলেছেন: :)

।সেকেলে থাকার আনন্দ টা সেকেলে রা ছাড়া কেউ বোঝে না , আফসোস !!!

১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৯

বটের ফল বলেছেন: আপনিও সেকেলে বুঝি!!!!!!!!!! অভিনন্দন আপনাকে।

একদম খাঁটি কথা বলেছেন । আসলেই সেকেলে থাকার মজাটাই আলাদা।

অনেক অনেক ভালো থাকবেন আর ভালো রাখবেন আশেপাশের সবাইকে এই কামনা করি।

৩| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:১৭

অপ্রচলিত বলেছেন: প্রেমের ক্ষেত্রে সেকেলে হওয়াটাই শ্রেয় ;)

১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৩

বটের ফল বলেছেন: হেহেহেহেহে। ছ্যাকা খাইলেই যে আবার বেলতলায় যেতে মন চাবে। ;) ;) ;) ;) ;)

৪| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৩

খেয়া ঘাট বলেছেন: Onekdin por likhlen.
Amar o sekeletei anondo.
Valo thakben

১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৫

বটের ফল বলেছেন: কি যে ভালো লাগলো আপনাকে দেখে। কেমন আছেন আপনি। হ্যা অনেক দিন পর। ভালো থাকুন অনেক বেশি।

৫| ১০ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:২২

ভারসাম্য বলেছেন: পৃথিবীর আলো বলেছেন: গাছে যদি বেল না থাকে তাহলে ন্যারা বহুবার বেলতলায় যায়।

অপ্রচলিত বলেছেন: প্রেমের ক্ষেত্রে সেকেলে হওয়াটাই শ্রেয়।

অভিবাদন সকল সেকেলে মানুষকে। আমি নিজেও সেকেলে কি না! ;)

১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৪৮

বটের ফল বলেছেন: আরও একজনকে পেয়ে সেকেলেদের দলে পেয়ে কিযে ভালো লাগছে!!!!!!!!!!! স্বাগতম আপনাকে।

অনেক অনেক ভালো থাকুন ভারসাম্য ভাই।

৬| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০১

অন্তরন্তর বলেছেন:

আমিও নাম লিখালাম সেকেলের দলে।
বর্তমান ডিজুস জেনারেশন আমাদের সেকেলে
পাগল বলে। এই ব্লগে সকল সেকেলে পাগলদের
হাত তোলার বিনীত আহ্বান জানাচ্ছি। পোস্টে ++++

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০২

বটের ফল বলেছেন: হাহাহাহাহা। অন্তরন্তর ভাই, আপনিও!!!!!!!!!!!!!

এই পোষ্ট স্বার্থক । না হলে এতগুলো সেকেলে মানুষের দেখাই যে পেতাম না!!!!!!!!!!!!!!!!

অনেক অনেক ভালো থাকুন অন্তরন্তর ভাই।

৭| ১১ ই জানুয়ারি, ২০১৪ রাত ২:০৯

সেলিম আনোয়ার বলেছেন: যুক্তি বুদ্ধি দিয়ে প্রেম?

বুদ্ধিমানরা কখনো পড়ে না।এটাই সত্য ।

যে প্রেমে পড়েছে সে সেখান থেকে ওঠে? কীভাবে? বুদ্ধি হলে।

ব্যবসা আলাদা জিনিস।লোভ স্বার্থপরতা প্রেম নয়।

ভালবাসার কোন লিমিট নেই।

ভালবাসার একাল সেকাল ;)
পোস্টে +

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৬

বটের ফল বলেছেন: এই পোষ্টে আপনার পদচারনায় আমি যারপরনাই আনন্দিত এবং একইসাথে আপ্লুত সেলিম আনোয়ার ভাই।

আপনার মন্তব্যে উঠে এসেছে অনেক কিছু।

ভালো থাকবেন অনেক বেশি।

৮| ১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:১৩

মামুন রশিদ বলেছেন: কেমন আছেন?

১২ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৮

বটের ফল বলেছেন: আপনি আমাকে মনে রেখেছেন মামুন রশিদ ভাই!! এ আনন্দ রাখি কোথায়। আমি অনেক ভালো আছি । আপনি কেমন আছেন?

৯| ১১ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:২৯

জুন বলেছেন: "আরে এইটাইতো প্রেম করার মজা" । :-& :-& :-* :-*

১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১২

বটের ফল বলেছেন: কেমন আছেন জুন আপু? ভালো আপনাকে থাকতেই হবে।

কি আর বলব আপু, এরা সারা রাত ঝগড়া করে, ঝগড়া করার বিষয় না থাকলেও সমস্যা নাই। বিষয় তৈরি করে নিবে এরা। তারপর ফোন ভাংবে, সারাদিন মন খারাপ করে থাকবে , তারপর রাতে আবার ফোন ভাঙার প্রস্তুতি নিবে। হাসতে হাসতে আর বাচিনা।

অনেক অনেক ভালো থাকবেন আর ভালো রাখবেন আপনার আশেপাশের সবাইকে আপনার হাসি মাখা মায়ার বাঁধনে - এই প্রত্যাশা

১০| ১২ ই জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫২

উদাস কিশোর বলেছেন: মনে হয় যেন, ছ্যাকা খাওয়াটাই জীবনের একমাত্র লক্ষ এবং আনন্দ ।
হাঃ হাঃ হাঃ

১৩ ই জানুয়ারি, ২০১৪ সকাল ৮:১৪

বটের ফল বলেছেন: উদাশ কিশোর ভাই, এদের কার্যকালাপ দেখলে আসলেই হাসি পায়।

কেমন আছেন আপনি?

অনেক অনেক ভালো থাকুন এই কামনা করি।

১১| ১৯ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১২:৫২

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আর এখানেই তো প্রেমের মজা!





ধন্যবাদ আপনাকে। ভাল থাকবেন।

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫১

বটের ফল বলেছেন: হ্যা ভাই দেশ প্রেমিক বাঙালী, দু:খ কি জানেনে? এই জীবনে এখনো এই মজাটা নিতে পারলামনা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :P ;)

১২| ২৪ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৪২

আমিই মিসিরআলি বলেছেন: আমারও সেই সেকেলেতেই আনন্দ

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৫৩

বটের ফল বলেছেন: যাক তাইলে, আরও একজন সেকেলে পাওয়া গেল!!!!!!!!!!!!!!!!!!!

ভাই মিসিরআলি, কেমন আছেন আপনি?

১৩| ২৭ শে জানুয়ারি, ২০১৪ রাত ৩:২৪

আমিই মিসিরআলি বলেছেন: এইতো ভাই ভালোই
আপনি কেমন আছেন ??

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১:০৬

বটের ফল বলেছেন: আমি অনেক ভালো আছি ভাই। শুধু জ্বর আর মাথাব্যাথাটা একটু ভোগাচ্ছে।

ভালো থাকবেন আশা করি।

১৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:৪৮

রাসেলহাসান বলেছেন: হায়রে বটের ফল, এ যুগে বাস করেও তুমি সেই সেকেলেই রয়ে গেলে!!!!!!!

দারুন লিখেছেন!! :)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ৯:১৩

বটের ফল বলেছেন: ;) ;) :( :( :) :)

কেমন আছেন রাসেলহাসান ভাই আপনি?

১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৮

রাসেলহাসান বলেছেন: ভালো আছি ভাই।
আপনি কেমন আছেন? দিন কাল কাটছে কেমন? 8-|

০৩ রা মার্চ, ২০১৪ রাত ১১:৩৩

বটের ফল বলেছেন: সেই রকম কাটছে ভাই!!!!!!!!!!!!!!!!

১৬| ০৩ রা এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৭:৩৬

ইমরাজ কবির মুন বলেছেন:
সায়েদা সোহেলী বলেছেন: :)

।সেকেলে থাকার আনন্দ টা সেকেলে রা ছাড়া কেউ বোঝে না , আফসোস !!!
- এক্কদম !

০৪ ঠা এপ্রিল, ২০১৪ রাত ১:১২

বটের ফল বলেছেন: হা হা হা । একদম খাঁটি সত্তি কথা বলেছেন ভাই!!!!!! আফসোস, এই ভূ-বাংলার মাটি থেকে সেকেলেদের সংখ্যা জ্যামিতিক হারে লোপ পাচ্ছে!! :( :( চিন্তায় আছি, আপনার ভাবি খুঁজে পেতে কত যে কষ্ট হবে!!!!!!!!!!!!!!!!!!! :P :P :P হাহাহাহা

অনেক অনেক ভালো থাকুন।

১৭| ২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৪৭

আজীব ০০৭ বলেছেন: অনেক মজা পাইলাম.............।


+++

০১ লা মে, ২০১৪ সকাল ৮:৫৮

বটের ফল বলেছেন: আপনি মজা পেয়েছেন জানিয়া যারপরনাই আনন্দিত হইলাম। ভালো থাকবেন।

দেরির জন্য দুঃখিত। B-)

১৮| ১৯ শে মে, ২০১৪ রাত ৮:০০

সপ্নাতুর আহসান বলেছেন: হায়রে বটের ফল, এ যুগে বাস করেও তুমি সেই সেকেলেই রয়ে গেলে!!!!!!!

সেকেলে থাকলে চলবে? এই আধুনিক যুগে??

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:৪৭

বটের ফল বলেছেন: অনেক অনেক দুঃখিত সপ্নাতুর আহসান ভাই- এত দেরিতে রিপ্লাই দেওয়ার জন্য।

ঠিক বলেছেন ভাই, এই আধুনিক যুগে সেকেলে থাকলে চলবেনা। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমার মোটেই আধুনিক হতে মন চায়না। বর্তমানের আধুনিক প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, সম্পর্ক সব আমার কাছে ফিকে মনে হয়। মনে হয় যেন অনেক কিছুর অভাব।

এখনকার প্রেম মানে- ফোনে ঘন্টার পর ঘন্টা কথা বলা, চ্যাট, ঝগড়া, সেক্স। সামান্যতেই ব্রেক-আপ। আমি মোটেও অভ্যস্ত হতে পারিনা এতে। আর তাই প্রেমের প্রস্তাব পেলেও দূরে থাকি একশ হাত।

খুব মিস করি আগেকার সেই আবেগ মাখা বন্ধুত্ব, চিঠি'র প্রত্যাশায় প্রহর গোনা, এক চিঠি বার বার পড়া, সযত্নে তুলে রাখা, আরও কত কি !!!!!

ভালো থাকবেন সপ্নাতুর আহসান ভাই। ভালো থাকবেন অনেক বেশি

১৯| ০৮ ই জুন, ২০১৪ রাত ৮:৪৭

ফরহাদ রেজা যশোর বলেছেন: অনেক ভালো লাগল ।

০৯ ই জুন, ২০১৪ রাত ১২:৪২

বটের ফল বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারো অনেক ভালো লাগছে।

অ.ট. আপনি কিন্তু খুব চমৎকার লিখেন।

২০| ১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ৭:৩৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: বেড়ে লিখেছেন। +

০৫ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৫৯

বটের ফল বলেছেন: অনেক অনকে দু:খিত উত্তর দিতে দেরি করার জন্য। কেমন আছেন আপনি?

খুব কাছের কয়েকজনের কার্যকালাপ দেখে এই লেখাটা লিখেছিলাম। আমার কাছে খুবই হাস্যকর ছিল বিষয়গুলো।

ভালো থাকবেন অনেক বেশি। ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.