![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তবু বেঁচে থাকতে হয়,আমিও বেঁচে আছি। কোনো স্বপ্ন নিয়ে নয়, একটা স্বপ্ন গড়ার জন্য।
এ শহরে কিছু মিথ্যা ছিলো,
সেই মিথ্যায় বেড়ে উঠা কিছু
মিথ্যাময়ীও ছিলো!
মিথ্যায় মিথ্যায় মিতালী মাতন,
মিথ্যা মৃত্যু মিতুর মতন।
আর আমরা কিছু উদভ্রান্ত বালকেরা তা
দেখেই ঘাবড়াই, তড়পাই, আবেগিত হই।
আর ওরা হাসে। মিথ্যা হাসি নয়। সে
এক অন্তরিত সত্য হাসি।
আর আমরা তা না বুঝেই মায়ায় ফাসি।
মিথ্যা! মিথ্যা! মিথ্যা!
সব মায়ায় মিথ্যা!
©somewhere in net ltd.