নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছোট মুখে বড় কথা

আমিও শিশুর মতো/ তারই মতো মেনে নিতে পারি, যতো ব্যাথা না পাবার,/ ততো কাঁদি, ততো ঠুঁকি মাথা,/ যতো ক্ষতে বয়ে চলে- এ জীবনধারা।

বয়ানবাজ

আমি শাহরিয়ার রনি। দেশের একটি নামকরা পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স করেছি। একজন স্বীকৃত কৃষিবিদ। ভালোবাসি প্রকৃতি, ভালোবাসি বিজ্ঞান।

বয়ানবাজ › বিস্তারিত পোস্টঃ

কয়েকজন মহিলা ধর্ষকের কথা জেনে নিন।কিছু বিষয় অসস্তির কারন হতে পারে, তাই "১৬+"। একটা "১৮+" জোকস ফ্রি।

১০ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৬

না, আমি কোন বিতর্কিত পোষ্ট লিখতে বসিনি। পুরুষ ধর্ষকদের প্রতি আমার সহমর্মিতা আছে এমন ভাবারও কোন কারন নেই। নারী জাতির প্রতি আমার যে কোন ক্ষোভ আছে তাও নয়। এই জাতিটি কে আমি যথেষ্ট সন্মান করি। আমি শুধু পোষ্ট টা লিখছি এই কারনে যে, এই পৃথিবীতে এমন ঘটনাও ঘটে যেখানে পুরুষ কিংবা নারী ধর্ষিত হয় নারী দ্বারা। তবে কিছু বিষয়ে বিতর্কের অবকাশ থাকবেই। যেমন, পুরুষ নারী কর্তৃক ধর্ষিত হতে পারে কি? সেটা কি ধর্ষন হবে নাকি মিউচুয়াল সেক্স হবে? অপ্রাপ্ত বয়স্ক বালকের সাথে যৌন সম্পর্ক স্থাপনকারিনীকে কি ধর্ষক বলা যেতে পারে? এক জন নারী আরেকজন নারীর সাথে যৌন সম্পর্ক স্থাপন করলে(সম্মতি রেখে বা সম্মতি ব্যতিরেকে) অপরাধীকে ধর্ষকের তকমা দেওয়া যাবে কি? যাইহোক, এত প্যাচাচ্ছি না। পাঠকদের বিরক্তির উদ্রেক না করে মূল লেখায় চলে যাই।





১।Karla Homolka:

কানাডার নামকরা অপরাধী। যার নামে ধর্ষন, অত্যচার ও খুনের অভিযোগ রয়েছে। কম বয়েসি মেয়েরা ছিল তার টার্গেট। স্বামীর সাথে যুক্ত হয়ে অপরাধ গুলো করতো সে। আদালত তাকে ১২ বছরের কারাবাসন দেন। ভিকটিমদের মধ্যে তার নিজের ছোট বোনও ছিল। হোমোলকার স্বামী Bernardo তার কাছে আবদার করে, সে যদি সত্যি তার স্বামীকে ভালোবাসে তাহলে যেন নিজের ছোট বোনকে উপহার হিসেবে পাঠিয়ে দেয়। হোমলকা নিজের ছোট বোনকে ট্রাঙ্কুলাইজার দিয়ে অচেতন করে। স্বামীর সাথে একত্রিত হয়ে বোনকে ধর্ষনের পর হত্যা করে।



২।জিম্বাবুয়ের নারী ধর্ষকেরা:

জিম্বাবুয়ের হারারেতে তিনজন নারী ১৭জন পুরুষকে ধর্ষনের দায়ে দোষী সাব্যস্ত হয়। তারা অস্ত্রের মুখে পুরুষদের অচেতন করে ধর্ষন করতো। মেয়েগুলি নিয়মিত ড্রাগস গ্রহন করতো। অদ্ভুত ব্যাপার হচ্ছে তারা ধর্ষনের পর পুরুষদের বীর্যসহ কনডম রেখে দিত। ২০১১ তে তারা Lower Gweru এর নিকট ধৃত হয়। এসময় তাদের গাড়ি চালাচ্ছিলো ওদেরই একজনের বয়ফ্রেন্ড। (কি আজিব দুনিয়া!!!)







৩।Rosemary West:

Rosemary West জন্মগ্রহন করে ১৯৫৩ সালে ইংল্যান্ডে। সে ছিল একটা হিংস্র সিরিয়াল কিলার। ১৯৭২ সালে সে Fred West এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তারা স্বামী-স্ত্রী মিলে কম বয়সী মেয়েদের ধরে এনে যৌন নিপীড়ন চালাতো। শেষে খুন করে লাশের অঙ্গচ্ছেদ করতো। ১৯৯৪ সালের ১৩ই ডিসেম্বর ১২টা খুনের দায়ে তাদের দোষী সাব্যস্ত করা হয়। শুনানী চলাকালে স্বামী Fred নিজ সেলে গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করে। অতঃপর ১৯৯৫ সালের ২২শে নভেম্বর আদালত কোন শর্ত ব্যতিরেকেই ১০জন মানুষ হত্যার দায়ে রোজমেরীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন।



এবার কিছু শিক্ষিকার ঘটনা বলি। সমালোচনার সুযোগ দিতে চাইনা। তাই বলছি, শিক্ষকতা পেশার প্রতি আমার কোন রাগ বা ক্ষোভ নেই। নারী ধর্ষকদের তালিকায় শিক্ষিকাদের নামের তালিকা বেশ দীর্ঘ।







৪।Emily Elizabeth Housley:

টেক্সাস এর North Side High school এর ম্যাথের শিক্ষিকা। ১৬ বৎসরের নাবালকের সাথে যৌন কর্মে লিপ্ত হন। কখনো ক্লাশরুমে, কখনো গাড়ীতে, কখনোবা নিজের বাসায়(স্বামী ও সন্তানদের অবর্তমানে) এসব অপকর্ম চলতো।





৫।Kristy Sanchez Trujilla:

সেভেন্থ গ্রেডের সোস্যাল সায়েন্সের শিক্ষিকা। চাকুরি করতো Jimmy Carter Middle স্কুলে। গ্রেফতার করা হয় ২৪শে অক্টোবর ২০০৯ এ। তার অপরাধ- ১৩ বছরের নাবালকের সাথে রতিকর্ম(!!) সম্পাদন। শিক্ষিকার মতে, ছাত্র নাকি বিশাল লায়েক!!, সে নাকি ১৩ বছরের বালকের শরীরে একজন ২৫ বছরের তাগড়া জোয়ান!!।







৬।Autumn leathers:

Alleghany country'র Mountain Ridge High school এর শিক্ষিকা। ১৬ বছরের ছাত্রের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত থাকার অপরাধে ২০০৮এর ২০শে আগষ্ট তাকে গ্রেফতার করা হয়।





৭।Elizabeth Stow:

ইনি California’র Tulare Western High স্কুলের শিক্ষিকা। ৩জন ছাত্রের সাথে যৌনকর্ম করার দায়ে অভিযুক্ত।আদালত ২০০৫ এর নভেম্বরে তাকে নয় বছরের সাজা প্রদান করে। ৫ বছর প্রবেশনের পর তাকে ১ বছরের সাজা প্রদান করা হয়।







৮।Janelle Batkins:

Roseville High school এর ফ্রেন্চ টিচার। সে ২০০৭ এর সেপ্টেম্বরে গ্রেফতার হয়। অপরাধ, ১৭ বছরের বালকের সাথে কামসূত্র(!)।







৯।Carrie McCandless:

সোস্যাল স্টাডিজের টিচার। ২০০৬ সালে ১৭ বছরের বালকের সাথে ক্যাম্পিং এ গিয়ে রতিকর্ম করার দায়ে অভিযুক্ত হয়।







১০।Pamela Rogers Turner:

Elementary school এর physical education শিক্ষিকা। ২০০৫ এর ফেব্রুয়ারীতে তাকে গ্রেফতার করা হয়। তার অপরাধ, ১৩ বছরের বালকের সাথে তিন মাস যাবৎ দৈহিক সম্পর্ক চালানো।



শিক্ষিকাদের লিষ্ট আর দিচ্ছি না। অলরেডি হাতে ৫০ টা মতো হাতে আছে। এত গুলো নিয়ে লিখতে গেলে আরো কয়েক পর্ব লিখতে হবে। সন্মানিত পাঠকগন বিরক্ত হতে পারেন। এমনিতেই পাঠকদের যথেষ্টই বিরক্ত করেছি, আজ আর নয়।



পরিশেষে একটা "১৮+" জোকস দেবার লোভ সামলাতে পারছি না। ভদ্র মহোদয়গনের কাছে ক্ষমা প্রার্থনাপূর্বক.............





ছাত্র(অবশ্যই পিচ্চি): ম্যাডাম, আমার জুতোর ফিতা বেঁধে দিন।

ম্যাডাম(অবশ্যই সেক্সি): বেয়াদপ! তোর সাহস তো কম না! তুই আবার আমার বক্ষ(!) দেখতে চাস!!

ছাত্র: না ম্যাডাম, এবার আপনার নিতম্বটা(!) ক্লাশের সবাইকে দেখাতে চাই। ;) ;) ;)



তথ্যসূত্র: ইন্টারনেট

মন্তব্য ৭৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২

বিষন্ন পথিক বলেছেন: আপনার নিকটা জটিল

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩

বয়ানবাজ বলেছেন: শুধু নিকটাই চোখে পড়লো ভাই? যাইহোক, আপনাকে ধন্যবাদ।

২| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৩

কান্ডারি অথর্ব বলেছেন:

B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-)

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫

বয়ানবাজ বলেছেন: /:) /:) /:) /:) /:) /:)

৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫

থার্ড-আই-নেটওয়ার্ক বলেছেন: ছি:

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭

বয়ানবাজ বলেছেন: আমাকে বল্লেন নাকি ভাই? আমি কিছু করি নাই। ঐ ম্যাডাম দের ছিঃ!!!
:-P :-P :-P

৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

!!!!!!!!!!!!

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮

বয়ানবাজ বলেছেন: B:-/ B:-/

৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭

ধৈঞ্চা বলেছেন: ইরাক যুদ্ধের সময়ও আটককৃত ইরাকী যুবক ইউএস আর্মির কিছু মহিলা সদস্যের দ্বারা রেপ্ড হয়েছিল।
তবে মেয়েরা ধর্ষণ করে এটা রেয়ার ঘটনা, পোষ্টে এগুলোর উদাহরণ দিয়ে পুরুষ ধর্ষকদের অপরাধকে কখনো খাট করা যাবে না।

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৯

বয়ানবাজ বলেছেন: আমি পুরুষ ধর্ষকদের অপরাধকে খাটো করছি না ভাই। পোষ্টের শুরুতেই এটা আমি বলেই নিয়ছি।

৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮

মাক্স বলেছেন: হোয়াট দ্যা........

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২১

বয়ানবাজ বলেছেন: থাক ভাই,আর বইলেন না। শরম পাই তো। :!> :!> :#> :#>

৭| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: =p~

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

বয়ানবাজ বলেছেন: :P :P :P

৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬

বিডি আমিনুর বলেছেন: দুনিয়া বড়ই আজিব ...............

১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৯

বয়ানবাজ বলেছেন: দুনিয়া বড়ই আজিব!!
ভালো-মন্দে মিলায়ে নসিব।

৯| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৭

ষাটোর্ধ্ব যুবক বলেছেন: হোয়াট আ জোক

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৩

বয়ানবাজ বলেছেন: হোয়াট আ " .........." জোক B-)) B-)) B-))
তবে এই নিরীহ(!!) জোকস টার জন্য সুশীলদের কাছে ক্ষমা চাই।

১০| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২

বিত্তবান ফকির বলেছেন: ১৭ বছরে ১৬ বছের ধর্ষণ হওয়ার কি আছে? তাও আবার পশ্চিমে। ওরা চাই ই শিক্ষকের সাথে ... করতে।

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

বয়ানবাজ বলেছেন: কি জানি ভাই? আমি পশ্চিমাদের ব্যাপার স্যাপার(!!) বুঝি না। :( :(

১১| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪১

হাসান মাহবুব বলেছেন: কিছুদিন আগে খবরে আসছিলো আফ্রিকার কোন এক দেশের একজন মন্ত্রীকে সম্ভবত তার স্ত্রীরা ধর্ষণ করে মেরে ফেলসিলো। ঐ লোকের কয়েকজন স্ত্রী ছিলো, কিন্তু সে শুধুমাত্র তার নতুন বউ কে সময় দিত। অবহেলা সহ্য করতে না পেরে অন্যান্য স্ত্রীরা জোটবদ্ধ হয়, তারা লোকটাকে যৌনশক্তিবর্ধক ইনজেকশন পুশ করে সেক্স করতে বাধ্য করে তাদের সাথে, একের পর এক... একসময় লোকটা স্ট্রেস সহ্য করতে না পেরে হার্ট এ্যাটাক করে মারা যায়।

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪

বয়ানবাজ বলেছেন: লেখক বলেছেন: আফ্রিকানরা তো আরেক চীজ!!। একেক প্রেসিডেন্টের ২০/৩০ টা বউ। এতদিনেও আমি একটাও জোগাড় করতে পারলাম না। ওদের কাছে মাফ চাই।
:-< :-< :-<

ভালো কথা। আপনি যে বল্লেন, "কিছুদিন আগে খবরে আসছিলো আফ্রিকার কোন এক দেশের একজন মন্ত্রীকে সম্ভবত তার স্ত্রীরা ধর্ষণ করে মেরে ফেলসিলো।"

স্বামী-স্ত্রী আবার ধর্ষন করে ক্যামনে?? B:-) B:-) B:-)

১২| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০১

ষাটোর্ধ্ব যুবক বলেছেন: @ হাসান মাহবুব, লোকটা ছিল নাইজেরিয়ার একজন ধনাঢ্য ব্যবসায়ী।

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩

বয়ানবাজ বলেছেন: আফ্রিকানরা তো আরেক চীজ!!। একেক প্রেসিডেন্টের ২০/৩০ টা বউ। এতদিনেও আমি একটাও জোগাড় করতে পারলাম না। ওদের কাছে মাফ চাই।
:-< :-< :-<

১৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৯

অচিন.... বলেছেন: !

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫১

বয়ানবাজ বলেছেন: B:-/ B:-/ B:-/
ভাইজান! উল্টা দিকে ঘুইরা আছেন ক্যান?
শরম পাইছেন নি?

১৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১১

বাউল! বলেছেন: আজিব দুনিয়া! মানুষ গবেষণা করার কত জিনিস পায়!

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

বয়ানবাজ বলেছেন: দুনিয়া বড়ই আজিব!!
ভালো-মন্দে মিলায়ে নসিব।

গবেষনার কি শেষ আছি, ভাইডি?
বিশ্বজোড়া পাঠশালা মোর......................

১৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৭

s r jony বলেছেন:

B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-) B:-)

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

বয়ানবাজ বলেছেন: আপনার প্রোফাইল পিক দেইখা ভয় পাইছি। :( :( :(

১৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০

wrongbaaz বলেছেন: নারীজীবি নারীবাদি স্যু-চিলদের গাত্রদাহের উদ্রেক হইতে পারে, যেকোন সময় ট্যাগায়িত হতে পারেন, সাবধানে থাকবেন। অপরাধী নারী পুরুষ যে কেউই করতে পারে। তারপরও যে সব হিজরারা যেকোন বিষয়ে শুধুমাত্র পুরুষদেরই দোষী বলে দাবি করে তাদের মুখে থুঃ

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

বয়ানবাজ বলেছেন: খাইছে আমারে!! :-* :-*
এত কিছু ভাইবা পোষ্ট দিই না, ভাই। আমি এমনিতেই নিরীহ ব্লগার।
নারী পুরূষের রেষারেষি বুঝিনা।

জোকস টার জন্য সুশীলদের কাছে আরেক দফা মাফ চাই।

১৭| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১

রিফাত হোসেন বলেছেন: আরেকটা যোগ করি ১৪ বছর নাবালকের সাথে যৌন সম্পর্ক + পরবর্তীতে রাষ্ট্রীয় ও সামাজিক স্বীকৃতি প্রাপ্তি !
এমনকি ছেলের মা তাদের পক্ষে আর বাবা বিপক্ষে ছিল সম্পর্কের ।

অনেক দিন আদালতে ছিল ।

সুইট একটা সমাপ্তি বলে ঘটে !!!

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৫

বয়ানবাজ বলেছেন: ছেলের মা অবৈধ সম্পর্কের পক্ষে ক্যান?
তিনিও কি কখনো......................।!! ;) ;) ;)

১৮| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

লিন্‌কিন পার্ক বলেছেন:
শিক্ষিকার মতে, ছাত্র নাকি বিশাল লায়েক!!,


পেটে খিল ধইরা গেসে হাসতে হাসতে =p~ =p~ =p~ =p~ =p~

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৮

বয়ানবাজ বলেছেন: ছাত্র কেমন তাতো শিক্ষিকায় ভালো মতো বলতে পারবে। তাই নয় কি??
;) ;) ;)

ডোন্ট টেক ইট আদার ওয়াইজ!!

১৯| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১২

রিফাত হোসেন বলেছেন: লেখক বলেছেন: ছেলের মা অবৈধ সম্পর্কের পক্ষে ক্যান?
তিনিও কি কখনো......................।!! ;) ;) ;)
*****************

কারন যদিও শুরুটা যৌনতা নিয়ে কিন্তু ঐ ছেলে ও শারীরিক শিক্ষার টিচার তাদের দাবী তারা একে অপরকে বেহেস্ততের ভালবাসে !

এই কারনেই । আর তারা বর্তমানে ভিয়েনার বাহিরে এক সাথে থাকে !

মার দাবী তারা কাপল অসমবয়সী আর কিছুই না । সম বয়সী হলে মনেনিত সমাজ ।

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৮

বয়ানবাজ বলেছেন: অপ্রাপ্ত বয়সী হবার জন্যই তো সমস্যা, ভাইডি। নাহলে তো কত কিছু যে হতো এই দুনিয়ায়!!

২০| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৫

শিপু ভাই বলেছেন:
১৬/১৭ বছরের ছেলেদের সাথে সেক্স করাটা ধর্ষন বলে মানতে পারি না!!!

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২০

বয়ানবাজ বলেছেন: কি আর করবেন ভাই? দেশে দেশে আইন কানুন বলে তো কিছু একটা আছে, তাই না?? :-< :-< :-<

২১| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৯

রিফাত হোসেন বলেছেন: অফটপিক : আপনি কৃষিবিদ... তাহলে আমাকে একটু সহায়তা করবেন কি ?
আমার একটি গাছ প্রয়োজন , মরিচ গাছ ও টমেটো । তবে হাইব্রিড টাইপের মানে ,, ছোট টবেই খুব কম সময়ে বেশী ফলন হবে । :) গাছটি বন সাই এর আকৃতি আশা করছি ।

সম্ভব কি ?

যে দেশে থাকি সেখানের জমি এত ভাল নয় সবজি চাষের জন্য । আর সবজি খাতেও তেমন আধুনিক সুবিধা নাই যেমন ভাল বীজ ইত্যাদ । তাই ঘরেই দরকার একটা ছোট্ট টব ।

সম্ভব হলে জানাবেন দয়া করে । আর কোথ্থেকে বীজ সংগ্রহ করব আর গাছ পরিচর্যার প্রোফাইল পাব জানাবেন ।

ধন্যবাদ । rifat_sunny ইয়াহু আর বিস্তারিত মেইল করার অনুরোধ অথবা পোষ্ট আকারে করুন ।


১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৫

বয়ানবাজ বলেছেন: হ্যা ভাই, আমি আপনাকে সাহায্য করবো। ই মেইলের মাধ্যমে যাবতীয় তথ্যাদি অতি সত্ত্বর পাঠিয়ে দিবো।

যাইহোক, কোন দেশে থাকেন?

২২| ১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৩

ইয়াংিক বলেছেন: আরে ভাই এইটা কী করলেন? সবতো ফাস করে দিলেন।

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

বয়ানবাজ বলেছেন: আমি ফাঁস করলাম কোথায়??? সবেরে "গুগল" ফাঁসাইছে।
B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-)) B-))

২৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৪

খলিলুর রহমান ফয়সাল বলেছেন: হা হাহা....ইশ !! যা বলেছিস মাইরী !!

আমি ঐ ম্যাডাম দের ক্লাসে পড়তে চাই !!

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫০

বয়ানবাজ বলেছেন: অপরিকল্পিত যৌন সম্পর্ক "এইডস" রোগের অন্যতম প্রধান কারন।
কথাটা মুখস্থ করে ১০০ বার খাতায় ল্যাখ।

২৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৭

নস্টছেলে বলেছেন: জোকসটা জোসিলা

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৫৫

বয়ানবাজ বলেছেন: শেষ মূহুর্তে পোষ্ট টা আপনার মনে আঁচড় কেটেছে, ভাবতে ভালো লাগছে। আপনাকে একটা "১৮+" ধন্যবাদ। :D :D

২৫| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

জীবিত থাকিয়াও মৃত বলেছেন: বয়ানবাজ বলেছেন: আমি আপনাকে হয়তো সাহায্য করতে পারি। আমি একজন কৃষিবিদ। আমার বাড়ি রাজশাহী। ফাম হাউজের ঠিকানাও হয়তো দিতে পারবো।
তবে তার আগে আপনাকে বলতে হবে আপনার প্রয়োজনটা কিসের, আর আপনার পারসোনাল কন্টাক্ট নম্বরটা।

১০ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩
লেখক বলেছেন: লেখক বলেছেন: @বয়ানবাজ,
আমি আসলে হাসের খামার এবং গাভির খামার পরিদর্শন করতে চাই। কিছু অভিজ্গতা নিতে চাই। যদি কোন হাসের খামার এবং গাভির খামার এর ঠিকানা দেন, তাহলে উপকৃত হব।
০১৭২১৩৫৫১৫৯
( [email protected])

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৪

বয়ানবাজ বলেছেন: আপনার প্রয়োজন ও কন্ট্যাক্ট নম্বর আমি আগেই পেয়েছি। আমি অচিরেই আপনার সাথে যোগাযোগ করবো। ভালো থাকবেন।

২৬| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:০৭

রিফাত হোসেন বলেছেন: অস্ট্রিয়াতে

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৯

বয়ানবাজ বলেছেন: আপনার একাউন্টে অনুপ্রবেশ করে আগেই জানতে পেরেছিলাম। আপনার প্রবাস জীবন সুখের হোক।

২৭| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩

জেনারেশন সুপারস্টার বলেছেন: শিক্ষিকাদের ভেতরে এইসব কেইসে সাধারণত বয়স ৩০+ থাকে।মনোবিজ্ঞানীরাই ভালো বলতে পারবে ব্যাপারটা কি?

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৬

বয়ানবাজ বলেছেন: কিছু কিছু কেইসে কিন্তু ম্যাডাম দের বয়স ৩০ এর কম। ২৬, ২৭,২৯ বছরের অপরাধীও আছে।

আমরা নিজেরাই কারন খোঁজার একটু চেষ্টা করি:
১।যেহেতু পাশ্চাত্যের দেশ গুলোতে যৌনাচার একটু উন্মুক্ত তাই এরা সতীত্বের বিষয়ের এতটা মাথা ঘামায় না।
২।ম্যাডামরা ছাত্রদের সান্নিধ্যে থাকার সময় পান বেশী।
৩।অপ্রাপ্ত বয়েসী বালকদের হয়তো ধমক ধামক দিয়ে চুপ করানো সহজ হয়।

২৮| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৬

লোনলিফাইটার বলেছেন: এরকম কিছু সাইকো আসলেই আছে। X(

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

বয়ানবাজ বলেছেন: আসলেই আছে। হয়তো আমাদের সমাজেও আছে।

২৯| ১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:০৫

জীবন্মৃত০১ বলেছেন: কিচকুচকচে

১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৮

বয়ানবাজ বলেছেন: ভাইজান, কিছু বুঝি নাই। সহজ কইরা কন।

৩০| ১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

ইখতামিন বলেছেন: দৃষ্টি আকর্ষণ: প্লিজ! অনুগ্রহ পূর্বক এই পোস্টটিকে সকলে একবার রিপোর্ট করে আসুন। এরা ধর্ষিতাদের প্রত্যক্ষভাবে অপমান করে। বিশেষ করে উক্ত পোস্টে

১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

বয়ানবাজ বলেছেন: চিন্তা নিয়েন না। রিপোর্ট হইয়া গ্যাছেগা।

৩১| ১৩ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

সত্যচারী বলেছেন: যাহা চাই, তাহা পাইনা,
আর যারা পায়, তারা ভুল করে পায়।


জীবনে একটাই দুঃখ, এমন আদর্শবান শিক্ষিকার ছাত্র হতে পারলাম না। :(

১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:২৮

বয়ানবাজ বলেছেন: শিক্ষিকাদের ফোন নম্বর আপনাকে এসএমএস করার ব্যবস্থা করছি।


ভালো কথা, আপনার নম্বরে এসএমএস করবো না ভাবীর নম্বরে করবো?
:#) :#) :#) :#) :#) :#) :#)

৩২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০

সত্যচারী বলেছেন: আপনারা এমুন স্পর্ষকাতর বিসয়গুলোটে ভাবীরে যে কি কারনে টাইনা আনেন বুঝিনা /:) /:)

১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০২

বয়ানবাজ বলেছেন: আমি দেবর মানুষ। ভাবীর প্রতি একটা দায়িত্ব আছে না। ;) ;) ;)

৩৩| ১৫ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৮

ওবায়েদুল আকবর বলেছেন: অনেক পরিশ্রমের ফসল এই পোস্ট। অনেক অনেক ধন্যবাদ আমাদের চোখ খুলে দেয়ার জন্য। সুরঙ্গের শেষ মাথায় আলোর রেখা দেখতে পাচ্ছি অবশেষে।

১৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৬

বয়ানবাজ বলেছেন: আমি কারও চোখ খুলে দিইনি ভাই। সচেতন মানুষের চোখ এমনিতেই খুলে যাবে। আমি শুধু পোষ্ট টা লিখেছি এই কারনে যে, এই পৃথিবীতে এমন ঘটনাও ঘটে যেখানে পুরুষ কিংবা নারী ধর্ষিত হয় নারী দ্বারা।

আর আপনি যথেষ্ট বিনয়ী লোক। আপনাকে ধন্যবাদ।

৩৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৫

আমি তুমি আমরা বলেছেন: B:-) B:-) B:-)

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১

বয়ানবাজ বলেছেন: :#) :#) :#)

৩৫| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

শাহজাহান মুনির বলেছেন: :P :P :P :P :P :P

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯

বয়ানবাজ বলেছেন: ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;)

৩৬| ৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৬

ভরযুক্ত অপদার্থ বলেছেন: valo jokes

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪

বয়ানবাজ বলেছেন: ধন্যবাদ...................... ;) ;)

৩৭| ০৮ ই জুন, ২০১৩ রাত ৯:৩২

তুষার আহাসান বলেছেন: =p~

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৩

বয়ানবাজ বলেছেন: :#) :#) :#) :#) :#)

৩৮| ০৮ ই জুন, ২০১৩ রাত ৯:৪৩

তাসজিদ বলেছেন: sorry, আপনার জোকস টি অশ্লীল

০৯ ই জুন, ২০১৩ দুপুর ১:৩৩

বয়ানবাজ বলেছেন: :!> :!> :!> :!> :#> :#> :#> :!>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.