নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বেচ্ছাচারী; করি মন যা চায়! শাসন কিংবা শঙ্কায় নয়, আমি স্থির হই ভালোবাসায়।

Biniamin Piash

প্রত্যেকটা মানুষের মতই সাধারণ হয়েও নিজেকে অসাধারণ মনে করি!

Biniamin Piash › বিস্তারিত পোস্টঃ

নোটবুকের পাতায় পাতায় - প্রি-অর্ডার

২৯ শে আগস্ট, ২০২০ রাত ১০:০৮



সকালে পুলিশ এসে যখন ওর লাশটা নিয়ে যায় তখনও ওর পাশে বসে কাঁদছিলাম আমি। পুলিশকে বলেছিলাম, "দেখুন কী নির্মম ভাবে হত্যা করা হয়েছে বাবলুকে। আমি ওর খুনীদের শনাক্ত করতে সাহায্য করবো। আমি ওর খুনের বিচার চাই।" কিন্তু পুলিশ আমার কথা কানে না তুলে বরং লাঠির আঘাতে তাড়িয়ে দেয়।! "ভাগ শালা, দূরে গিয়া মর!" তামাটে চেহারার এক পুলিশ গালি দেয় আমাকে। সেদিন আমি প্রতিবাদ করতে পারিনি। বা করলেও কেউ আমাকে পাত্তা দেয়নি।

গল্প: আশরাফুল মাখলুকাত
লেখক: বিনিয়ামীন পিয়াস
বই: নোটবুকের পাতায় পাতায়

প্রি-অর্ডার পোস্ট:

করোনা পরিস্থিতির শুরুতে আমি বইটির জন্য লেখা আহ্বান করেছিলাম। আলহামদুলিল্লাহ, গল্পও পেয়েছিলাম যথেষ্ট, ১৭০-১৮০ টার মতো। প্রথম পর্যায়ে সেখান থেকে যাচাই-বাছাই করে মোট ২০টি গল্প নির্বাচন করেছিল আমাদের সম্পাদক টিম। দ্বিতীয় ধাপে আবারো প্রায় ৫৫ টি গল্পের মধ্য থেকে ৬ টি গল্প নির্বাচন করে মোট ২৬ টি গল্প বইটিতে রাখা হয়েছে।

বইটিতে নামকরা কোন লেখকের গল্প নেই। প্রায় সব লেখক-ই নতুন। তবে সবার লেখার হাত এতই ভালো যে আমি বিমোহিত!

প্রথম সারির জনপ্রিয় লেখকদের গল্প না থাকলেও বইটিতে আছে- কিছু নবীন লেখকের লেখা ২৬ টি ভিন্ন স্বাদের চমকপ্রদ গল্প! আর এই ২৬টি গল্প দিয়ে তৈরি “নোটবুকের পাতায় পাতায়” বইটি প্রকাশের মাধ্যমে নোটবুক প্রকাশের প্রকাশনায় যাত্রা শুরু।

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ 'নোটবুকের পাতায় পাতায়' বইটির প্রি-অর্ডার ঘোষণা করা হলো ।

বইটি সম্পর্কে কিছু তথ্য:—
প্রকাশক: মোঃ আনোয়ার হোসেন
প্রকাশনী: নোটবুক প্রকাশ
প্রচ্ছদ শিল্পী: সানজিদা স্বর্ণা
প্রচ্ছদ মূল্য : ২৮০ টাকা

প্রি-অর্ডার মূল্য: ৫০% ছাড়ে ১৪০ টাকা এবং কুরিয়ার চার্জ ১-৫ টি বই ৬০ টাকা এবং ৫ টির উপরে যে কোনো সংখ্যক কপির জন্য কুরিয়ার চার্জ ফ্রি!

প্রকাশের তারিখ: ১৬ই সেপ্টেম্বর, ২০২০ইং

প্রি অর্ডারের শেষ তারিখ ১৫ই সেপ্টেম্বর, ২০২০ইং

★ আমাদের জেলা প্রতিনিধিদের কোড ব্যবহার করে প্রি-অর্ডার করলে পাচ্ছেন নিশ্চিত উপহার!

*১৫ তারিখের পর বইটি অর্ডার করলে নিয়মিত মূল্য ৩৫% ছাড়ে ১৮০ টাকায় পাবেন।*

প্রি অর্ডারকৃত বই ডেলিভারি: ১৮/১৯ সেপ্টেম্বর থেকে শুরু হবে।

প্রি-অর্ডার করতে ইনবক্স করুন:

নোটবুক প্রকাশ

বা, পেইজ -

Notebook Prokash

অথবা-
01774361705 (ফোনে)

মূল্য পেমেন্ট পদ্ধতি:—
বি-কাশ - 01774361705 (পার্সোনাল)
রকেট- 01774361705- 7 (পার্সোনাল)

এই নাম্বারে বিকাশ/রকেট করে পেইজে অথবা ইনবক্সে মেসেজ করে অর্ডার কনফার্ম করবেন ও ঠিকানা দিবেন। এবং জেলা প্রতিনিধিদের কোড ব্যবহার করতে চাইলে সাথে কোডটি দিবেন।

Md Anwar Hosen

প্রি অর্ডার এর জন্য বি-কাশ/রকেট চার্জসহ মোট টাকা উপরোক্ত অ্যাকাউন্টে জমা হওয়া সাপেক্ষে প্রি অর্ডার প্রাপ্তি নিশ্চিত করা হবে এবং যথাসময়ে কুরিয়ারে বই পাঠিয়ে আপনাকে জানানো হবে।

শুধুমাত্র সুন্দরবন কুরিয়ার বা ডাকযোগে বই পাঠানো হবে, তাই আপনার নিকটস্থ সুন্দরবন কুরিয়ার বা পোস্ট অফিসের ঠিকানা দিবেন (পোস্ট কোডসহ)।

বইটিতে গল্প লিখেছেন যারা:

লেখক তালিকা :


১. স্বরেআ কাদির
২. তানভীর তূর্য
৩. Bulbul Ahmed
৪. জান্নাতুল ফারিয়া
৫. আসিব হোসেন
৬. মোঃ জোবায়ের বাপ্পী
৭. ফারজানা ওয়াহিদ খেয়া
৮. Abdullah Afnan
৯. Ratul Biswas
১০. মুহাম্মাদ সা'দ সাকী
১১. আব্দুল্লাহ্ আল সিয়াম
১২. Soza Uddula
১৩. Ummê Zãmîlã
১৪. বিনাতুন চৈতী
১৫. Nayeemul Hasan Durjoy
১৬. Samin Reja
১৭. নীল অপরাজিতা
১৮. ফাতিমা আক্তার অদ্রি
১৯. Ashraful Islam Badhon
২০. তাইয়্যেবাহ রহমান
২১. Mãîshå Zāfrêëñ
২২. Biniåmin Piâsh
২৩. Samiha Hossain
২৪. Mohammad Mamun
২৫. সবুজ আহমেদ মিজান
২৬. Eamam Hossain Ahmed Olive

নোটবুকের চমক

প্রথম পাঁচজন প্রি-অর্ডারকারী পাবেন সাইমা সাদিয়ার বই "আলোকিত শত ছড়ার সমাহার"।

এবং

২১, ৪২, ৬৩, ৮৪, , ১০৫, ১২৬, ১৪৭, নং প্রি-অর্ডারকারীরা অর্ডারকৃত বইয়ের সাথে পাবেন জবাইদুর রহমান এর প্রকাশিতব্য বই "My Hidden Treasure " বইটি এককপি করে ।


★এছাড়াও বিশেষ একটা চমক থাকবে আরও কিছু কুরিয়ারে!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০২০ রাত ১১:১৬

মরুভূমির জলদস্যু বলেছেন: লেখা ডবল হয়ে গেছে।

২| ৩০ শে আগস্ট, ২০২০ রাত ১২:১৬

রাজীব নুর বলেছেন: ২৬ জন লেখকের মধ্যে একজনকেও চিনি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.