![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সব মানুষই প্রেমে পড়ে। কখনও একতরফা আবার কখনও দুই। তবে ছেলে মেয়ে নির্বিশেষে জীবনে একবার না একবার(বেশিরভাগ ক্ষেত্রে একাধিক বার) প্রেমে পড়বেই। তবে খুব ছোট বয়সে মানুষ ঘন ঘন প্রেমে পড়ে (আমার অভিজ্ঞতা)। বয়স বাড়ার সাথে সাথে বিশেষ করে ৩০ এর পর এটা কমতে থাকে। এবং কিছু কিছু ব্যতিক্রম ছাড়া(১% থেকে৩%) এটা কমে শূনের কোঠায় আসে(বিভিন্ন সাংসারিক কারনে)। তবে ছোট বয়সের প্রেম গুলো মধুর(৪ বছর থেকে ১২-১৪)। কারন এই বয়সে দেনা পাওনা হিসাব কম থাকে। বয়স বেশি হতে থাকলে প্রেমে খাদ চলে আসে। পেঁচাল বাদ দিয়ে এবার আসল কথায় আসি।
সবার কাছে আমার খোলা প্রশ্ন, কে কত বয়সে প্রথম প্রেমে পড়েছেন(হতে পার এটা ৫, ৬ বা ৭) ? জানালে ভালো লাগবে।
©somewhere in net ltd.