| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টিধারা
সিমকো মাকো রাকোই কুহুই কুহুই ক্যা, ডেগো বিটি দুলোরিয় ডেগো ফিরিত মেয়...
ঘরের টিনের চালে বৃষ্টিপতনের
শব্দের মতন প্রিয় যে আমার তুমি
আমার নৈঃশব্দ্যে বেজে ওঠা জগজিৎ
যমযম --- যখন আমাতে মরুভূমি ।
তুমি তো নতুন সফেদ পোষাক কোনো
চাষীর ঘামের স্বীকৃতি জৈষ্ঠ্যের গোলা
পুরাতন বইয়ের গন্ধের চে' প্রিয়
বহুদূর হেঁটে এসে ঠান্ডা কোকা-কোলা ।
তোমাকেই ভালোবাসা যায়, না ছুঁয়েও
ক্যানভাসে আঁকা যায় জলরঙহীন
তুমি তো লু-হাওয়ার মুখে জল-স্পর্শ
সে নদীপাড়---জলে যে হয়েছে বিলীন ।
শৈতী, তুমি ঠাকুরজীর ঘন-বরষা
সকল ভেঙে পড়ায় বিমূর্ত ভরসা । ।
০৩ রা জুন, ২০১৩ রাত ৮:১৬
বৃষ্টিধারা বলেছেন: ধন্যবাদ ।
ভালো থাকুন ।
২|
০৩ রা জুন, ২০১৩ রাত ৮:০২
রোজেল০০৭ বলেছেন: প্রিয় বর্ষা নিয়ে লিখা এই অসম্ভব সুন্দর কবিতায় অকৃত্রিম ভালো লাগা।
০৩ রা জুন, ২০১৩ রাত ৮:১৯
বৃষ্টিধারা বলেছেন: অসংখ্য ধন্যবাদ ।
শুভ কামনা ।
৩|
০৩ রা জুন, ২০১৩ রাত ১০:০০
হাসান মাহবুব বলেছেন: ++++
০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:০২
বৃষ্টিধারা বলেছেন: ব্যস ?
৪|
০৩ রা জুন, ২০১৩ রাত ১১:৪২
স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ !
০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:০৩
বৃষ্টিধারা বলেছেন: ধন্যবাদ ।
৫|
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১২:৫০
সায়েম মুন বলেছেন: নাইস। এতদিন কৈ ছিলেন ২০ টি?
০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:০৪
বৃষ্টিধারা বলেছেন: এত দিন চুপ করে ছিলাম আর দেখছিলাম ।
আপনার খবরাখবর কি ?
৬|
০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:৩৫
অদৃশ্য বলেছেন:
বৃষ্টিধারা
অত্যন্ত সুন্দর কবিতা... খুবই ভালো লেগেছে লিখাটি আমার...
নিয়মিত হোন আবার...
শুভকামনা...
০৪ ঠা জুন, ২০১৩ সকাল ৯:৪০
বৃষ্টিধারা বলেছেন: অনেক ধন্যবাদ ।
চেষ্টা করব সব সময় আসার ।
শুভ কামনা ।
৭|
০৪ ঠা জুন, ২০১৩ রাত ১০:৫৮
মায়াবতী নীলকন্ঠি বলেছেন: সুন্দর..++++++
০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:২১
বৃষ্টিধারা বলেছেন: ধন্যবাদ । ![]()
৮|
০৫ ই জুন, ২০১৩ বিকাল ৫:৫৯
আরজু পনি বলেছেন:
সুন্দর
++++++
০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:২৩
বৃষ্টিধারা বলেছেন:
![]()
৯|
০৫ ই জুন, ২০১৩ রাত ৯:২৬
চানাচুর বলেছেন: হাই বৃষ্টি আপু, কেমন আছো?
০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:২৬
বৃষ্টিধারা বলেছেন: হ্যালো চানাচুর, এখনো আছি...... ![]()
তোমার কি খবর ?
১০|
০৭ ই জুন, ২০১৩ সকাল ১০:০৯
মায়াবী ছায়া বলেছেন: সুন্দর কবিতা
ভালো থাকুন ।
০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:২৮
বৃষ্টিধারা বলেছেন: ধন্যবাদ । আপনি ও ভালো থাকুন।
১১|
০৮ ই জুন, ২০১৩ বিকাল ৩:০৩
নস্টালজিক বলেছেন: কবিতা সুন্দর!
০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:২৯
বৃষ্টিধারা বলেছেন: হুম..... ![]()
১২|
০৮ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০৯
জ্যোস্নার ফুল বলেছেন:
তোমাকেই ভালোবাসা যায়, না ছুঁয়ে
আহা!
০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:৩৩
বৃষ্টিধারা বলেছেন:
![]()
দেখো জোছনার ফুল,কুইজ ক্যাপসুল...... ![]()
১৩|
১০ ই জুন, ২০১৩ বিকাল ৪:২৮
মাহতাব সমুদ্র বলেছেন: তুমি তো লু-হাওয়ার মুখে জল-স্পর্ বাহ!
০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:৩৪
বৃষ্টিধারা বলেছেন: ![]()
১৪|
১৭ ই জুন, ২০১৩ সকাল ৭:০৬
সৈয়দ নাসির আহমেদ বলেছেন: অত্যন্ত সুন্দর কবিতা... খুবই ভালো লেগেছে
০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:৩৭
বৃষ্টিধারা বলেছেন: অসংখ্য ধন্যবাদ পড়ার জন্য ।
১৫|
১৯ শে জুন, ২০১৩ রাত ৮:৩০
হানিফ রাশেদীন বলেছেন: বাহ! অনেক ভালো লাগলো।
০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:৩৯
বৃষ্টিধারা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ । ![]()
১৬|
২০ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:৪১
আম।তুল বলেছেন: তোমাকেই ভালোবাসা যায়, না ছুঁয়েও
ক্যানভাসে আঁকা যায় জলরঙহীন
তুমি তো লু-হাওয়ার মুখে জল-স্পর্শ
সে নদীপাড়---জলে যে হয়েছে বিলীন ।+ + +
০১ লা মার্চ, ২০১৪ সকাল ১১:৩৯
বৃষ্টিধারা বলেছেন: হুমমমমমমমমমমমমমম
১৭|
০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:১৫
ইখতামিন বলেছেন:
অনেক সুন্দর
০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪০
বৃষ্টিধারা বলেছেন: অনেক ধন্যবাদ পড়ার জন্য ।
১৮|
০১ লা মার্চ, ২০১৪ রাত ৯:০৯
একলা ফড়িং বলেছেন: কবিতায় ভালো লাগা
অনেকদিন নতুন পোস্ট নেই কেন বৃষ্টিধারা?
০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:৪১
বৃষ্টিধারা বলেছেন: ভালো লাগে না,কিছু ভালো লাগে না ।
কখনো কখনো কিছু ভালো লাগে না ..... :'(
১৯|
০১ লা মার্চ, ২০১৪ রাত ৯:১২
গোর্কি বলেছেন:
ভাল লেগেছে পাঠে।
০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:৪২
বৃষ্টিধারা বলেছেন: ধন্যবাদ । ![]()
২০|
০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:৪৩
বেঈমান আমি. বলেছেন:
০১ লা মার্চ, ২০১৪ রাত ১০:৪৭
বৃষ্টিধারা বলেছেন: কি হইলো ?
২১|
০২ রা মার্চ, ২০১৪ সকাল ১০:৪৩
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আপনি কী হারিয়ে যাচ্ছেন?
ধন্যবাদ।
০২ রা মার্চ, ২০১৪ সকাল ১১:২৮
বৃষ্টিধারা বলেছেন: নাতো,আমি হারিয়ে যাই নি । ![]()
২২|
০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১২:১৫
অদৃশ্য বলেছেন:
আশাকরছি খুব শিঘ্রই আপনার লিখাগুলো পাঠের সুযোগ পাব আমরা... অপেক্ষায় থাকছি...
শুভকামনা...
০২ রা মার্চ, ২০১৪ দুপুর ১:৩১
বৃষ্টিধারা বলেছেন: আমি ও আশা করছি,কিন্তু লিখার মত কিছু ই খুঁজে পাচ্ছি না :'(
২৩|
০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:৩৭
রাসেলহাসান বলেছেন: এক কথায় অসাধারন!!
অনেকদিন যাবত লেখালিখি করে না দেখছি??
০২ রা মার্চ, ২০১৪ বিকাল ৪:২৫
বৃষ্টিধারা বলেছেন: হুম......
ভাল্লাগে না ভাল্লাগে না......
২৪|
০৩ রা মার্চ, ২০১৪ দুপুর ২:১৪
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আপনিও পোষ্ট দেয়া শুরু করতে পারেন!
০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:৩২
বৃষ্টিধারা বলেছেন: পোষ্ট কি নিয়া দিব,বলেন দেখি । আইডিয়া দেন ।
২৫|
০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০২
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
কবি কবিতা পোষ্ট করবে এটাই স্বাভাবিক। কবিতা পোষ্ট করবেন. ![]()
০৩ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
বৃষ্টিধারা বলেছেন: আমি কবি কে বল্লো আপনাকে ? এই ধৃষ্টতা আমার হয় নি নিজেকে কবি বলব !!!!
আপনার নামের পাশে সরকার আছে,জানতাম না । আমার মোবাইলে আপনার নাম্বার কবি আলাউদ্দিন দিয়ে সেইভ করা ।
২৬|
০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:১৬
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আরে সামুর যতো জোচ্চুরি কারবার! আহমেদ আলাউদ্দিন, কখনো কখনো আলাউদ্দিন আহমেদ সরকার হয়ে যায়!
ধৃষ্টতা দেখানোর দরকার নাই, কবিতাই পোষ্ট করেন
আর মোবাইলে কবি বাদ দিয়ে আলাউদ্দিন করেন ![]()
০৩ রা মার্চ, ২০১৪ রাত ৯:২০
বৃষ্টিধারা বলেছেন: কবিতা লিখ্যা দেন,আমি পোষ্ট দেই ।
![]()
নতুন পোষ্ট দিছি একটা । ![]()
©somewhere in net ltd.
১|
০৩ রা জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
লেখোয়াড় বলেছেন:
ভাল লাগল।
+++++++++++++