| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বৃষ্টিধারা
সিমকো মাকো রাকোই কুহুই কুহুই ক্যা, ডেগো বিটি দুলোরিয় ডেগো ফিরিত মেয়...
![]()
উপকরনঃ
১। লেবুর রস ১ চা চামচ(প্রতি গ্লাস)
২। খাওয়ার রঙ পানির (নীল)
৩। 7আপ/স্প্রাইট
৪। লবন ১ চিমটি
৫। লেবু সাজানোর জন্য
প্রনালী
একটি গ্লাস এ লেবুর রস ও খাওয়ার রঙ এক সাথে মেশাতে হবে। এরপর 7আপ/স্প্রাইট এবং এ চিমটি লবন দিতে হবে। এরপর লেবুর স্লাইস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন ঠান্ডা লেমনেড । ![]()
![]()
![]()
![]()
১৬ ই জুলাই, ২০১৪ সকাল ৮:৪৮
বৃষ্টিধারা বলেছেন: এটা ফুড কালার, কোন ক্ষতিকর উপাদান নাই ।
২|
১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: দেখে ভাল লাগছে মনে হচ্ছে সাগরে নীল জল।
১৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৪
বৃষ্টিধারা বলেছেন: ধন্যবাদ ভাইয়া
৩|
১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: রং দেখে আমারও আশরাফুল ভাইয়ের মতো প্রতিক্রিয়া হচ্ছে। বিষক্রিয়া হয় যদি!
১৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৫
বৃষ্টিধারা বলেছেন: ফুড কালারে বিষক্রিয়া হয় না
মিস ইউ ![]()
৪|
১৫ ই জুলাই, ২০১৪ রাত ৮:০৪
চড়ুই বলেছেন: সারাদিন রোজা রেখে এই রকম রং খেলে তো কিডনিও নীল রঙের হয়ে যাবে।
১৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৫
বৃষ্টিধারা বলেছেন: হি হা হা
৫|
১৬ ই জুলাই, ২০১৪ সকাল ১১:৫৫
এসব চলবে না..... বলেছেন: বানিয়ে আমাদেরকে দাওয়াত দেন।
১৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৬
বৃষ্টিধারা বলেছেন: এত সখ কেরে ?
৬|
১৬ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৭
পাপতাড়ুয়া বলেছেন: নীল রঙ দেখে পানেচ্ছা হ্যাজ গন!
১৬ ই জুলাই, ২০১৪ রাত ১০:৫৭
বৃষ্টিধারা বলেছেন: উপরের কমেন্টগুলো দেখুন ।
৭|
১৭ ই জুলাই, ২০১৪ রাত ২:৫৯
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
আর কত নেট থেকে ছবি নামাইয়া দেখাইবেন!
১৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
বৃষ্টিধারা বলেছেন: যত দিন বাঁইচা থাকি ![]()
৮|
১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ১:৪৫
লিরিকস বলেছেন: আমি অন্য রং দিয়ে বানাবো
১৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮
বৃষ্টিধারা বলেছেন: বানান ![]()
৯|
১৭ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১৯
মদন বলেছেন: রং দেখে মনে হচ্ছে কেরোসিন ![]()
১৭ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৪৯
বৃষ্টিধারা বলেছেন: আপনি এত্তগুলা পচা ![]()
১০|
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৯:১৯
লিখেছেন বলেছেন: ফুড কালার ক্ষতিকর
০৪ ঠা আগস্ট, ২০১৪ রাত ৯:২৩
বৃষ্টিধারা বলেছেন: ওওওওও
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৯
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
রং খেয়ে মরবো নাকি?