![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি আছো বলে মেঘবীনা ঝরে পড়লো বৃষ্টি, তুমি থাকবে বলে বৃষ্টিময় ভালোলাগা সৃষ্টি
"ভালোবেসো"
~~~~~~~~~
খুব ইচ্ছে করে,
লিখে লিখে খেলে খেলে
তলিয়ে যাই-
ঘুমের অতলে।
যেখানে আছে-
মেঘের গান,
আর আছে-
এক চিলতে সুখপ্রাণ।
কানামাছি, এক্কা-দোক্কা
অথবা বরফ-পানি,
খেলব এত্ত এত্ত খেলা।
মাঝে মাঝে লিখব-
যা খুশি চায়,
মন আবোল তাবোল
লেখাজোখা ।
আর কেউ না হোক
প্রশংসায় পঞ্চমুখ,
প্রিয় বন্ধু মেঘমালা।
তাই ঠিক করেছি-
তোমাকে দিয়েই
আকাশে লিখব
তোমার কবিতা,
মেঘ বন্ধুর সবিতা।
কিন্তু মেঘ,
এতো দূরে কেন তুমি?
কাছে এসো,
ফিরে দেখো,
ভালোবেসে ভালবাসো
অভিমানী এই বন্ধুকে।
Photo:Captured by Me
১৮ ই মে, ২০১৮ দুপুর ১:৫৩
বৃষ্টি বিন্দু বলেছেন: মানুষ নয়, মেঘই সেই অকৃত্রিম বন্ধু যে উদারভাবে ভালোবাসতে জানে।
২| ১৮ ই মে, ২০১৮ দুপুর ১:৩৬
রাজীব নুর বলেছেন: ম্যাও ম্যাও টাইপ হয়েছে।
১৮ ই মে, ২০১৮ দুপুর ১:৪৯
বৃষ্টি বিন্দু বলেছেন: ম্যাও ম্যাও মানে কি?
৩| ১৮ ই মে, ২০১৮ দুপুর ১:৫১
বৃষ্টি বিন্দু বলেছেন: এখানে ভালোবাসার জন্য কোন মানুষকে ইন্ডিকেট করা হয়নি। শুধুই মেঘের কথা বলা হয়েছে।কারণ মেঘই সেই অকৃতিম বন্ধু।
৪| ১৮ ই মে, ২০১৮ দুপুর ২:০৭
অনুতপ্ত হৃদয় বলেছেন: সুন্দর হয়েছে
১৮ ই মে, ২০১৮ বিকাল ৩:৪৫
বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ....
৫| ১৮ ই মে, ২০১৮ দুপুর ২:৫৩
সনেট কবি বলেছেন: ভালো লাগলো
১৮ ই মে, ২০১৮ বিকাল ৩:৫৯
বৃষ্টি বিন্দু বলেছেন: প্রশংসাই অনুপ্রেরণা যোগায়। যদিও একজন বলেছেন ম্যাও ম্যাও টাইপ হয়েছে। উনি কি, বুঝে বললেন নাকি না বুঝে বললেন তা বুঝতে পারলাম না। যাইহোক কবি আপনাকে অসংখ্য ধন্যবাদ।
৬| ১৮ ই মে, ২০১৮ বিকাল ৪:৩০
ওমেরা বলেছেন: আপু আপনি কিছু মনে করবেন না কে কি বল্ল , আপনি আপনার মত লিখবেন । কারো ভাল লাগুক আপনি তো আপনার ভাললাগা থেকেই লিখেছেন এটাই বড় ।
আমার কাছে সত্যি ভাল লেগেছে , অনেক ধন্যবাদ আপু।
১৮ ই মে, ২০১৮ বিকাল ৫:২৭
বৃষ্টি বিন্দু বলেছেন: অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এতো সুন্দরভাবে অনুপ্রেরণা যোগাতে পারাটা অনেক বড় বিষয়।
ভালো হয়েছে কিনা তাতো জানিনা, আমার মন যা বলল তাই কলমে বের হলো। আর সবার প্রশংসা পেতে হবে এমনতো কথা নেই। ১০০ জনে এক জনেরও যদি ভালো লাগে সেটাইতো প্রাপ্তি।
আপনাকে আবারো ধন্যবাদ।
৭| ১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৩২
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: বড় আশা করে,
এসেছিগো ব্লগে......
" বরফ-পানি" খেলাটা কি রকম???
@"রাজীব নুর,
নতুন লেখকদের উৎসাহিত না করে, নিজেই ম্যাওপ্যাও করছেন কেন??
১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৪৮
বৃষ্টি বিন্দু বলেছেন: ছোটবেলায় খেলেন নি?
বলেন কি!!!
৮| ১৮ ই মে, ২০১৮ সন্ধ্যা ৭:৫১
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: এ কেমন লেখক!
আমি জানলে কি প্রশ্ন করতুম??
এটা কিভাবে খেলতে হয়, তা নিয়ে দু লাইন বলেন....
১৮ ই মে, ২০১৮ রাত ৮:১১
বৃষ্টি বিন্দু বলেছেন: একজন দম নিয়ে ছড়া বলতে বলতে (ছড়া মনে নেই) বরফ বলে একজনকে ছুয়ে দিলে সে বরফ হয়ে দাঁড়িয়ে থাকবে।আর যে ছড়া বলে সে নির্দিষ্ট সময়ে তার নির্ধারিত জায়গায় যেতে না পারলে আউট।আর যে বরফ হয়ে গিয়েছিলো সে পানি হয়ে দৌড়াতে থাকবে অন্য কাউকে বরফ বানানোর জন্য।
১৮ ই মে, ২০১৮ রাত ৮:১৩
বৃষ্টি বিন্দু বলেছেন: এখনো লিখক বলে নিজেকে দাবি করতে পারছিনা ভাই।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৮ দুপুর ১:২৬
সুমন কর বলেছেন: আসবে, আসবে....
ভালো লাগল।