নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"শব্দগুচ্ছে হারাতে চাই,শব্দগুচ্ছ আমাকে হারায়\"

বৃষ্টি বিন্দু

তুমি আছো বলে মেঘবীনা ঝরে পড়লো বৃষ্টি, তুমি থাকবে বলে বৃষ্টিময় ভালোলাগা সৃষ্টি

বৃষ্টি বিন্দু › বিস্তারিত পোস্টঃ

হাবু মিয়ার বিড়ম্বনা

২৬ শে মে, ২০১৮ রাত ১১:২২



হাবু মিয়ার বিড়ম্বনা
~~~~~~~~~~~~

হেসে হেসে কেশে কেশে
যায় হাবু মিয়া,
ফিতা ঝুলে পায়জামাটার
পাঞ্জাবীটা ঘিয়া।

ক্ষানিক পরে হেসে হেসে
ডিগবাজি সে খায়,
হঠাত করে পরচুলাটা
পড়ল এসে পায়।

লজ্জা পেয়ে হাবু মিয়া
চায় পিটিপিটি,
শ্বশুরবাড়ি কাছে দেখে
হাসে মিটিমিটি।

পরচুলাটা উল্টো করে
মাথার উপর চাপায়,
কলার খোসায় আছাড় খেয়ে
পড়ল এসে ডোবায়।

আছাড় খেয়ে হাবু মিয়ার
অশ্রু বয়ে যায়,
দুষ্ট ছেলের দলটা তখন
গলা ছেড়ে গায়।

শ্বশুর মশাই জামাই দেখে
অবাক হয়ে চান,
এমন জামাই দেখে তিনি
গরম করেন কান।

বিড়ম্বনায় হাবু মিয়া
ফিরে চলে বাড়ি,
অভিমানে মুখটি তার
হয়ে ওঠে ভারি।

অবশেষে অনেক কিছুই
হলো হাবু মিয়ার,
আজকে নাহয় থাকুক সেসব
করছিনা আর শেয়ার...



ছবি: সংগৃহীত

বি:দ্র: ১৯৯৮ সালের ৭ই জানুয়ারি ছড়াটি লিখেছিলাম। আজ প্রায় ২০ বছর পর তা প্রথমবারের মতো প্রকাশিত হলো তাও সামুতে। ধন্যবাদ সামু।

মন্তব্য ৫০ টি রেটিং +৮/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৮ রাত ১১:২৮

রাকু হাসান বলেছেন: ভাল একটা ছড়াকার পেতে যাচ্ছি আমরা .

২৭ শে মে, ২০১৮ রাত ১২:০৩

বৃষ্টি বিন্দু বলেছেন: তাই নাকি!
দোয়া করবেন।
ধন্যবাদ

২| ২৬ শে মে, ২০১৮ রাত ১১:৩০

উদাস মাঝি বলেছেন: ওয়াও ছোট ছোট বাক্যে ছন্দের খেলা দেখে ফ্যান হয়ে গেলাম বস ।

ভাল লেগেছে :)

২৭ শে মে, ২০১৮ রাত ১২:০৫

বৃষ্টি বিন্দু বলেছেন: বস!!!
চেষ্টা করছি।
দেখি কতটা পারি।
এক বাক্স মজা, মজার "বস" শব্দটার জন্য

৩| ২৬ শে মে, ২০১৮ রাত ১১:৩১

কাইকর বলেছেন: ভাল লিখেছেন।আর আপনার মন্তব্য পাইনা আগের মতো। আশা করি সময় পেলে আমার ব্লগে ঘুরে আসবেন

২৭ শে মে, ২০১৮ রাত ১২:০৭

বৃষ্টি বিন্দু বলেছেন: অত্যন্ত দু:খিত ভাই।সময় পাইনা।
নিজে লিখারও সময় পাইনা।
আমি অবশ্যই চেষ্টা করব আপনার নিমন্ত্রনে আপনার ব্লগ বাড়ি যেতে ঘুরতে,

৪| ২৬ শে মে, ২০১৮ রাত ১১:৩৬

কাওসার চৌধুরী বলেছেন: চমৎকার একটি রম্য পদ্য। ভাল লগলো।

২৭ শে মে, ২০১৮ রাত ৩:৫০

বৃষ্টি বিন্দু বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া... 8-|

৫| ২৬ শে মে, ২০১৮ রাত ১১:৪৩

সোহাগ তানভীর সাকিব বলেছেন: হা...হাহাহাহা.....হাহাহা। অনেক মজার একটা পদ্য।

২৭ শে মে, ২০১৮ সকাল ৮:১৫

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনার হাসির মাত্রা দেখেই বুঝা যাচ্ছে রম্য পদ্যটি ভালো লেগেছে। ধন্যবাদ ভাই...

৬| ২৬ শে মে, ২০১৮ রাত ১১:৪৮

হবা পাগলা বলেছেন: সুন্দর পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ব্লগে আমি নতুন। আমার ব্লগটা একটু ঘুরে আসার নিমন্ত্রণ রইলো।

২৭ শে মে, ২০১৮ সকাল ৮:৫০

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনাকেও ধন্যবাদ আমার ছড়াটি পড়ার জন্য।
নিমন্ত্রণ গ্রহণ করলাম ভাই... 8-|

৭| ২৬ শে মে, ২০১৮ রাত ১১:৫২

স্ব বর্ন বলেছেন: আনন্দের সহিত পড়েছি আরো চাই চাই করছে মনটা। পরবর্তী লেখার আশায় রইলাম। সময় পেলে আমার ব্লগ ও ঘুরে আসুন।আর মন্তব্য করতে ভুলবেন না যেন।

২৭ শে মে, ২০১৮ সকাল ৯:০২

বৃষ্টি বিন্দু বলেছেন: চাই চাই করছে।
ভালো লাগলো মন্তব্যটা।
ইনভাইটেশন গ্রান্টেড আপু। 8-|

৮| ২৭ শে মে, ২০১৮ রাত ১২:১৭

শাহরিয়ার কবীর বলেছেন: দারুণ ছড়া !! ;)


লিখতে থাকুন ....

২৭ শে মে, ২০১৮ সকাল ৯:১০

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনার ছবি তোলা অসাধারন।
আর লিখা সেটাও সত্যিই অতুলনীয়।
যাইহোক আমার এই রম্য পদ্য যে ভালো লেগেছে তাতে আসলেই অনেক খুশি :)

৯| ২৭ শে মে, ২০১৮ রাত ১২:৩১

নিশাচড় বলেছেন: ছড়াকাশে উদিত হলো ছড়াকার
ছড়া পড়ে হেসে হেসে একাকার

খুব ভালো হয়েছে। শুভ কামনা।

২৭ শে মে, ২০১৮ সকাল ৯:১৩

বৃষ্টি বিন্দু বলেছেন: ছড়াকার ভাই
ভাষা আমার নাই,
উৎসাহটা পাই
ধন্যবাদ জানাই।

১০| ২৭ শে মে, ২০১৮ রাত ১২:৫১

চাঁদগাজী বলেছেন:



ছড়ায় নিষ্ঠুরতা আছে, শ্বশুর কেন অখুশী হবে?

২৭ শে মে, ২০১৮ সকাল ১১:৪৪

বৃষ্টি বিন্দু বলেছেন: ছড়ায় নিষ্ঠুরতা! কী বলেন চাঁদ ভাই!
জামাই থাকবে ব্যক্তিত্বসম্পন্ন। সহজ সরল হোক তাতেও সমস্যা নেই কিন্তু বেকুব টাইপ কেন হবে? শ্বশুর অবশ্যই এমনটা পছন্দ করবেনা। তবে হ্যাঁ, শ্বশুর আর একটু সফট হতে পারতো, কিন্তু জামাইটা সামাল দিতে পারলোনা।

বিশাল কথা লিখলাম বাপরে!!!
মন্তব্যের জন্য ধন্যবাদ ভাই...

১১| ২৭ শে মে, ২০১৮ রাত ১:৩৫

রাকু হাসান বলেছেন: হুম কেন পাব না .শুভকমনা থাকবে আপনার প্রতি

২৭ শে মে, ২০১৮ দুপুর ১:৩৫

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ ভাইটা... :)

১২| ২৭ শে মে, ২০১৮ ভোর ৪:৩১

মাথাবযাথা বলেছেন: চরম

২৭ শে মে, ২০১৮ দুপুর ১:৩৭

বৃষ্টি বিন্দু বলেছেন: চরম!!! সেরকম সংক্ষিপ্ত মন্তব্য।।
ভালো থাকবেন।।।

১৩| ২৭ শে মে, ২০১৮ সকাল ৮:৪৬

পদাতিক চৌধুরি বলেছেন: হাসি এবং বেদনা উভই মিলে ভাল লাগলো।

শুভ কামনা রইল।

২৭ শে মে, ২০১৮ দুপুর ১:৩৮

বৃষ্টি বিন্দু বলেছেন: গভীরতা ধরতে পেরেছেন।
অসংখ্য ধন্যবাদ ভাই।

১৪| ২৭ শে মে, ২০১৮ সকাল ৯:০১

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: চমৎকার ছন্দ।

২৭ শে মে, ২০১৮ দুপুর ২:৫৫

বৃষ্টি বিন্দু বলেছেন: অনেকগুলা থ্যাংকস...

১৫| ২৭ শে মে, ২০১৮ সকাল ১০:০০

রাজীব নুর বলেছেন: গ্রেট।

২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:৪৯

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ ও শুভকামনা জানবেন

১৬| ২৭ শে মে, ২০১৮ সকাল ১০:৫৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
দারুণ ।

+++

২৭ শে মে, ২০১৮ বিকাল ৫:১০

বৃষ্টি বিন্দু বলেছেন: +++ধন্যবাদ +++

১৭| ২৭ শে মে, ২০১৮ সকাল ১১:১০

শিমুল_মাহমুদ বলেছেন: ছড়ায় ছড়ায় সুন্দর একটি গল্প লিখে ফেলেছেন বৃষ্টি আপু। খুবই মজার ছড়া। লাইক দিলাম।

২৭ শে মে, ২০১৮ বিকাল ৫:১২

বৃষ্টি বিন্দু বলেছেন: বৃষ্টি আপু!!বাহ বেশ লাগছে শুনতে।
ধন্যবাদ ভাই :)

১৮| ২৭ শে মে, ২০১৮ দুপুর ১:০৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর ছড়া ভালো লাগল

২৭ শে মে, ২০১৮ বিকাল ৫:২০

বৃষ্টি বিন্দু বলেছেন: ধন্যবাদ আপু :)

১৯| ২৭ শে মে, ২০১৮ দুপুর ২:১৫

বিজন রয় বলেছেন: ১৯৯৮ সালে??

এতদিন পর?

আপনি কো পাক্কা ছড়াকার।

আচ্ছা প্রামানিক বাইকে চেনেন?

২৭ শে মে, ২০১৮ বিকাল ৫:২৩

বৃষ্টি বিন্দু বলেছেন: ভাই আমি ছড়াকার নই।
ব্লগে আমি নতুন। নতুন হিসেবে প্রামানিক ভাইকে এখানে এসে জানলাম। অদ্ভুত ছন্দবদ্ধ ছড়াকার। কিভাবে যে লিখেন উনি আল্লাহ ভালো জানেন!!!

২০| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৩:২৯

শিখা রহমান বলেছেন: বৃষ্টি বিন্দু আপনি কিন্তু ছন্দ মেলাতে পারেন বেশ। দারুন হয়েছে ছড়াটা। আমার মতে কবিতার চেয়ে ছড়া লেখা কঠিন, তার ওপরে রম্য ছড়া।

শুভকামনা। ভালো থাকবেন এবং কবিতা-ছড়া লিখে যাবেন।

৩১ শে মে, ২০১৮ রাত ১২:০৬

বৃষ্টি বিন্দু বলেছেন: একগুচ্ছ ভালোবাসা আপুনি।
আমার কাছেতো দুটাকেই কঠিন লাগে।
কিছু সৃষ্টি করাই কঠিন সেটা হোক না একটা বৃত্ত আঁকা।

২১| ২৭ শে মে, ২০১৮ বিকাল ৪:২৭

ব্লগার_প্রান্ত বলেছেন: +লাইক দিলাম।

৩১ শে মে, ২০১৮ রাত ১২:০৭

বৃষ্টি বিন্দু বলেছেন: আমিও +++ ধন্যবাদ দিলাম

২২| ২৭ শে মে, ২০১৮ রাত ৮:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
হাবু মিয়ার দুঃখ দেখে
কেঁদে ওঠে প্রাণ,
কি করে আর ওই মুখেতে
শ্বশুর বাড়ি যান?

বউ বেচারী আশায় বসে
আসবে যে তার হাবু
দিন গেল রাত পোহালো
আসেনা সে তবু।

এমন করে মাসের পরে
বছর ঘুরে এলো,
ভাবছে বসে হাবুটা তার
কোথায় চলে গেলো।

৩১ শে মে, ২০১৮ রাত ১২:০৯

বৃষ্টি বিন্দু বলেছেন: আপনিতো ভাই আমার ছড়াটাকে আরো প্রাণবন্ত করে দিলেন।।।
অন্ননেক ভালো হয়েছে।
তবে বেচারা আর বেচারিদের কথা ভেবে অবশ্য একটু কষ্টও লাগছে।
আপনার ছাড়ায় +++ লাইক

২৩| ২৭ শে মে, ২০১৮ রাত ১০:৩১

আবু হাসান লাবলু বলেছেন: আমরা হাবু মিয়ার পুরা ইতিহাস জানতে চাই.।.।.।.।.।.।।

৩১ শে মে, ২০১৮ রাত ১২:১১

বৃষ্টি বিন্দু বলেছেন: নরু ভাই হাবু মিয়ার কিছুটা টেনেছেন। এবার বাকিটা আপনি টানুন মানে সমাপ্তি আপনি টানুন।।।

২৪| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১২:৫৪

কথার ফুলঝুরি! বলেছেন: হাহাহা! খুব ই মজার ছড়া। চমৎকার

৩১ শে মে, ২০১৮ রাত ১২:১৩

বৃষ্টি বিন্দু বলেছেন: হা হা হা।।।অনেকগুলা ধন্যবাদ আপি!।।

২৫| ২৯ শে মে, ২০১৮ দুপুর ১:১৫

ইব্‌রাহীম আই কে বলেছেন: ছড়াটা ভালো লাগলো। সুন্দর শব্দ চয়ন।
১৯৯৮ তে এটা লিখেছিলেন!
জানিনা তখন আমার জন্ম হয়েছিলো কিনা।

ব্লগে নতুন। আমার ব্লগে আপনার দাওয়াত রইলো, সময় করে একটু ঘুরে আসবেন।

৩১ শে মে, ২০১৮ সকাল ৯:৫১

বৃষ্টি বিন্দু বলেছেন: দাওয়াত কবুল করলাম। সময়ের অভাবে সামুতে বেশি থাকা হয়না। তবে অবশ্যই আপনার ব্লগবাড়ি ঘুরে আসবো।।
ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.