নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Bristi Chowdhury

Bristi Chowdhury › বিস্তারিত পোস্টঃ

HTML কি ? কোথায় ব্যবহার করা হয় ? কেন শিখবেন HTML ?

১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৬

HTML কি ? :

HTML এর পূর্ণ রূপ হলো Hypertext Markup Language .. HTML হলো বিশেষ কিছু মার্কআপ,সিম্বল/চিহ্নের সেট যেটা একটি ফাইলে সুনির্দিষ্টভাবে সাজানো থাকে যার কাজ হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পেজে কি কি প্রদর্শণ করা হবে ও কিভাবে দেখানো হবে সেটার নির্দেশ দেয়া .. সোজা ভাষায় আপনি আপনার ওয়েব ব্রাউজারের পেজে যা দেখেন সেগুলোই কিভাবে দেখানো হবে ও কি কি দেখানো হবে এটার নির্দেশ দেয়ার জন্য যে কমান্ড ব্যবহার করা হয় সেটাকেই HTML বলে .. একটি ওয়েব পেজের কোথায় কি দেখানো হবে , কিভাবে দেখানো হবে , কোন ইফেক্ট কোথায় শুরু হবে ও কোথায় শেষ হবে ইত্যাদি সবকিছুই নির্দেশ/কমান্ড দেয় HTML ..

HTML কেন শিখবেন ? :

সহজ ভাষায় HTML কে আপনি ওয়েব ডেভলপমেন্ট/ডিজাইনিং এর হাতেখড়ি বলতে পারেন .. আপনি যদি ওয়েব ডিজাইনিং , ডেভলপমেন্ট শিখতে চান আপনাকে অবশ্যই প্রথমে HTML শিখতে হবে .. তারপর ধীরে ধীরে আরো অনেক কিছু যেমন Java , C++ , PHP ইত্যাদি শিখতে হবে .. এবং ওয়েব ডিজানিং বা ডেভলপমেন্ট এর সকল বিষয়ের মধ্যে HTML ই তুলনামূলকভাবে অনেক সোজা ও শিখতে সময় কম লাগে ..



HTML শেখার জন্য অনলাইনে অনেক ই-বুক , পিডিএফ পাবেন , ইচ্ছে করলেই সেগুলো পড়ে অনেককিছু শিখতে পারবেন .. আর HTML শেখার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন পড়ে না .. Mozilla Firefox এর লেটেস্ট ভার্শন , Notepad++ আর একটু সময় ও ইচ্ছা হলেই আপনি শিখে নিতে পারেন HTML ..




এছাড়া আপনারা W3school ওয়েবসাইটে গিয়ে HTML এর খুটিনাটি শিখতে পারবেন , একই সাথে কোডগুলো সেখানেই ট্রাই করেও দেখতে পারবেন ।
এছারাও আর কিছু জানতে চাইলে কমেন্ট করুন ।
বাংলাদেশের বাসা ভাড়ার ওয়েবসাইট House Rent Dhaka, Bangladesh

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৬

শামীম সরদার নিশু বলেছেন: কিছু অজানা জানলাম। ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ন পোস্টের জন্য।


যাই হোক আমার ব্লগবাড়ীতে দাওয়াত রইল।
আমি ব্লগে নতুন। আমার ব্লগবাড়ী থেকে এক গ্লাস ঠান্ডা শরবত খেয়ে আসবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.