![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
HTML কি ? :
HTML এর পূর্ণ রূপ হলো Hypertext Markup Language .. HTML হলো বিশেষ কিছু মার্কআপ,সিম্বল/চিহ্নের সেট যেটা একটি ফাইলে সুনির্দিষ্টভাবে সাজানো থাকে যার কাজ হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব পেজে কি কি প্রদর্শণ করা হবে ও কিভাবে দেখানো হবে সেটার নির্দেশ দেয়া .. সোজা ভাষায় আপনি আপনার ওয়েব ব্রাউজারের পেজে যা দেখেন সেগুলোই কিভাবে দেখানো হবে ও কি কি দেখানো হবে এটার নির্দেশ দেয়ার জন্য যে কমান্ড ব্যবহার করা হয় সেটাকেই HTML বলে .. একটি ওয়েব পেজের কোথায় কি দেখানো হবে , কিভাবে দেখানো হবে , কোন ইফেক্ট কোথায় শুরু হবে ও কোথায় শেষ হবে ইত্যাদি সবকিছুই নির্দেশ/কমান্ড দেয় HTML ..
HTML কেন শিখবেন ? :
সহজ ভাষায় HTML কে আপনি ওয়েব ডেভলপমেন্ট/ডিজাইনিং এর হাতেখড়ি বলতে পারেন .. আপনি যদি ওয়েব ডিজাইনিং , ডেভলপমেন্ট শিখতে চান আপনাকে অবশ্যই প্রথমে HTML শিখতে হবে .. তারপর ধীরে ধীরে আরো অনেক কিছু যেমন Java , C++ , PHP ইত্যাদি শিখতে হবে .. এবং ওয়েব ডিজানিং বা ডেভলপমেন্ট এর সকল বিষয়ের মধ্যে HTML ই তুলনামূলকভাবে অনেক সোজা ও শিখতে সময় কম লাগে ..
HTML শেখার জন্য অনলাইনে অনেক ই-বুক , পিডিএফ পাবেন , ইচ্ছে করলেই সেগুলো পড়ে অনেককিছু শিখতে পারবেন .. আর HTML শেখার জন্য খুব বেশি কিছুর প্রয়োজন পড়ে না .. Mozilla Firefox এর লেটেস্ট ভার্শন , Notepad++ আর একটু সময় ও ইচ্ছা হলেই আপনি শিখে নিতে পারেন HTML ..
এছাড়া আপনারা W3school ওয়েবসাইটে গিয়ে HTML এর খুটিনাটি শিখতে পারবেন , একই সাথে কোডগুলো সেখানেই ট্রাই করেও দেখতে পারবেন ।
এছারাও আর কিছু জানতে চাইলে কমেন্ট করুন ।
বাংলাদেশের বাসা ভাড়ার ওয়েবসাইট House Rent Dhaka, Bangladesh
©somewhere in net ltd.
১|
২১ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৬
শামীম সরদার নিশু বলেছেন: কিছু অজানা জানলাম। ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ন পোস্টের জন্য।
যাই হোক আমার ব্লগবাড়ীতে দাওয়াত রইল।
আমি ব্লগে নতুন। আমার ব্লগবাড়ী থেকে এক গ্লাস ঠান্ডা শরবত খেয়ে আসবেন।