![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজ সরল, সত্য স্বীকারোক্তিতে বিশ্বাসী। বর্তমানে আনন্দ খুঁজে নিয়ে সামনের দিনে এগিয়ে যাই।
মহামারীর এই কালে
মৃত্যু যখন আমাদের দুয়ারে এসে
প্রতিদিন এখন কড়া নাড়ছে,
গ্রাস করছে গোটা পৃথিবীকে,
আমি তখন তোমার সাথে
বাকি জীবনটা
ভাগ করে নেবার কথা ভাবছি।
জীবনের প্রতিটি মুহূর্ত,
ভাল লাগা, মন্দ লাগা, রাগ-অভিমান
হাসি কান্না, উৎসবের অংশীদার করতে চাইছি।
এই মহামারীর কালে অনিশ্চিত জীবনে
তুমি কি আমার
অপূর্ণ হৃদয়ের পূর্ণতা হবে?
অপেক্ষায় রইলাম.....
যতদূর এই শ্বাস আছে।
ছবিঃ ইন্টারনেট
পেইন্টিং নামঃ HOPE
চিত্রশিল্পীঃ Angela Bisson
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০২১ দুপুর ১২:৫৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।