![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হারিয়ে যেতে চাই অজানায়...
বাংলাদেশের পর সাপোর্টের দল বলতে আমাদের বাড়ীতে পাকিস্তান অথবা ভারত। তৃতীয় কোন দলের সাপোর্টার পাওয়া যেত না এলাকাতেও । তবে পাকিস্তান সাপোর্টারদের দলটা একটু ভারীই ছিল। একটু ভারী বললে ভুল হবে ম্যালা ভারী। আমি বাড়ীর মধ্যে একা ভারত সাপোর্ট করতাম। কট্টরভাবে। বাট ক্রিকেটের আর দুই োড়লের সাথে যোগ দিয়ে ওরা যা করলো তাতে ওদের সাপোর্ট করা যায় না অন্তত একজন বাঙালী হিসেবে।
আজকে তাই ভারতের বিপক্ষে পাকিস্তানকেই সাপোর্ট দিয়েছি। ভুলেও ভাববেন না আফগান-ভারত খেলার দিন আফগান সাপোর্ট করবো না। সাউথ আফ্রিকা, নিউজল্যান্ডে লেজে গোবরে অবস্থা করে ফিরে এশিয়া কাপে যদি ফাইনালে না উঠতে পারে মজাটা হবে একটু আলাদা। যে যাই বলুক বহুত ভাল্লাগবে আমার।
আমার তো মনে হয় োড়লের দাবীদার ভারতের বিদায় ঘন্টা বেজে গেছে আপনার কি মনে হয়?
২| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১২:৪৫
সাইফ সানি বলেছেন: ভারতের প্রতি আমার বিদ্বেষ অনেক দিনের। এখন তো আরো বেশী। ভারতের সাথে হল্যান্ডের খেলা হলেও আমি হল্যান্ড কে সাপোর্ট করি।
০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ৯:৪৫
কাকভেজা বলেছেন: হা হা হা....
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৪ রাত ১০:২৯
বেকার সব ০০৭ বলেছেন:
:#> :#> :#>