![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হারিয়ে যেতে চাই অজানায়...
যেভাবে আজ ব্যাটসম্যানরা ব্যাটিং করেছে তাতে ব্যাটিং সাইডের কোন ত্রুটিই ছিল না আজ। বোলাররাও আজ খারাপ করেনি। বাট আমার যেটা মনে হয়েছে, মুশফিক অতিরিক্ত বোঝে। জিয়াউরের বোলিং লাইন সত্যিই ভালো। কিন্তু আজ তাকে দিয়ে একটা ওভারও বল করালো না। অথচ এটা সবার জানা যে, পাকিস্তান স্পিন ভালো খেলে। আফ্রিদির মত হাতুড়ে পিটানো ব্যাটসম্যানের সামনে স্পিন দিলে তো সাইজ করবেই। যখন পেসাররা বাজে বল করছিলো তখন জিয়াউরকে অন্তত একটি ওভার দিয়ে ট্রাই করতে পারতো।
একটা ম্যাচে নয় মুশফিকুর প্রায়ই এমন করে আমি লক্ষ করেছি। বিশেষ করে মাহমুদুল্লাহ'র বোলিংয়ের ক্ষেত্রে অনেক সময় ওর ইকোনমি অন্য বোলারের চেয়ে ভাল থাকলেও ৩/৪ ওভারের বেশী বল করায় না। জানি না কেন।
আমি মুশফিকের নিন্দা করছি না। জাস্ট আমার মনে এ কথাটা ছিল অনেকদিন ধরে, আর আজ কষ্টটা একটু বেশী পেলাম দূর্বল ক্যাপ্টেন্সির কারণে।
গুড লাক বাংলাদেশ....
০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১০:১৪
কাকভেজা বলেছেন: কিছু বলার নেই।
২| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১০:১৪
বকুল০৮ বলেছেন: জিয়াউরকে দিয়ে এক ওভারও বল না করানোটা খুব দৃষ্টিকটু লেগেছে। রাজ্জাকের ১০ ওভার বোলিং না করিয়ে ৪৫ ওভার জিয়াউরকে দিয়ে করাতে পারতো! তবে এই ম্যাচে তার ভায়রা ভাই মাহমুদুল্লাহর বদলে আরাফাত সানিকে নিতে পারতো! যাই হোক ওভারঅল বাংলাদেশ ভালই খেলেছে !
০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৭
কাকভেজা বলেছেন: জানতাম না মাহমুদুল্লাহ ভায়রা ভাই!!!!!!! সত্যিই বলছেন?
৩| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১০:২৩
দালাল০০৭০০৭ বলেছেন:
০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:২১
কাকভেজা বলেছেন: বাঙালীর কান্দন কখনই শেষ হবে না। অনেকদিন পর আনন্দ করার সুযোগ পাচ্ছিলাম ভেস্তে গেল।
৪| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১০:৫২
উজবুক ইশতি বলেছেন: সবি আমাদের কপাল
০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:২২
কাকভেজা বলেছেন: কপালে না থাকলে ঘি ঠকঠকাইয়া হবে কি?
নেতা কাইল কইবো আমরা নেক্সট ম্যাচে ভার পারফরমেন্স করবো। হাস্যকর...
৫| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১১:০৭
এম আর ইকবাল বলেছেন: চেষ্টা ছিল,
ভাগ্য ছিল না ।
০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:২৩
কাকভেজা বলেছেন: মি. ভাগ্যের দোষ দিয়ে লাভ কি। আফ্রিদী'র সামনে স্পিন দিলে তো মারবেই।
৬| ০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১১:৪২
ইরাজ আহমেদ বলেছেন: বেটার লাক নেক্সট টাইম।
৭| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৪
বেকার সব ০০৭ বলেছেন:
বকুল০৮ বলেছেন: জিয়াউরকে দিয়ে এক ওভারও বল না করানোটা খুব দৃষ্টিকটু লেগেছে। রাজ্জাকের ১০ ওভার বোলিং না করিয়ে ৪৫ ওভার জিয়াউরকে দিয়ে করাতে পারতো! তবে এই ম্যাচে তার ভায়রা ভাই মাহমুদুল্লাহর বদলে আরাফাত সানিকে নিতে পারতো! যাই হোক ওভারঅল বাংলাদেশ ভালই খেলেছে !
ফিলডিং মিস আর ক্যাচ মিস করলে বাংরাদেশ দলের সারা জীবন হারতে হবে তখন বিশ্বের শ্রেষ্ঠ বলার দিয়েও কাজ হবে না।
৮| ০৫ ই মার্চ, ২০১৪ রাত ১২:১৪
প্রবাসী পাঠক বলেছেন: জিয়াউরকে দিয়ে বল না করানোটা একটা বড় ভুল ছিল আজকের ম্যাচে। আফ্রিদি বরাবর স্পিন এর বিরুদ্ধে ভয়ঙ্কর ব্যাটসম্যান। কিন্তু আমরা আজকে সেই আফ্রিদির সামনেই স্পিনারদের এগিয়ে দিয়েছি। জিয়াউর কিংবা অন্য পেস আক্রমন ওই সময় দিলে হয়ত ফলাফলটা অন্য রকম হতে পারত।
এই ম্যাচে পারিনি বিজয় ছিনিয়ে আনতে , সামনের ম্যাচে জিতব এই প্রত্যাশা করছি। গুডলাক বাংলাদেশ।
৯| ০৫ ই মার্চ, ২০১৪ সকাল ৯:৩৮
সাইবার অভিযত্রী বলেছেন: গুডলাক বাংলাদেশ।
ভাল খেলেছে বাংলাদেশ, দায়িত্বহীন খেললে বেশী কষ্ট পাই।
১০| ০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১০:২১
সেলিম আনোয়ার বলেছেন: বড় একটা সুযোগ হাতছাড়া হলো।
০৫ ই মার্চ, ২০১৪ সকাল ১১:৫৫
কাকভেজা বলেছেন: হুমম...
১১| ০৫ ই মার্চ, ২০১৪ বিকাল ৩:০২
বেলা শেষে বলেছেন: আজকে হারের দোষটা আসলে কার?
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৪ রাত ১০:০৪
পরিবেশ বন্ধু বলেছেন: শুধুই কষ্ট