![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হারিয়ে যেতে চাই অজানায়...
"ফকির দেখে অবহেলা করতে নেই" -এ প্রবাদটি আমরা ছোট বেলা থেকেই শুনে আসছি। আমরা যখন কোন দূর্বল টিমের সাথে খেলতে যেতাম তখন সবাই এ কথাটি বলতাম।
হংকং টিম দূর্বল হলেও কালকে এক ই-পত্রিকা হংকং কে নিয়ে যাচ্ছেতাই মন্তব্য করেছেন প্রতিবেদক। দু-একটা প্লেয়ারকে নিয়ে মশকরা করেছেন, শিরোনামটা পুরো টিমকে অবমাননা করে করা হয়েছে। আমি ঐ লিঙ্কটা খুজে আজ খুজে পায়নি তবে যতদূর মনে হয় বিডিনিউজ২৪ -এ প্রকাশি হয়েছিল।
কালকে মনে খটকা লেগেছিল যে, কি জানি কি হয়। এই হংকং বাংলাদেশকে না হারিয়ে বসে আবার। আজকে ব্যাটিং দেখে মনে ভয়টা আরো চাঙ্গা হয়ে উঠেছে। জানি না কি হবে। মাঝে মাঝে বাঘের মত খেলে এবং মাঝে মাঝে ছাগলের মত খেলে আউট হয়। সব ফালতু ফালতু শর্ট খেলে আউট হয়েছে আজকেও। আগের দিন ওয়াসিক আকরামের একটা কথা মনে আছে যে, বলেছিলেন বাংলাদেশী ব্যাটসম্যানরা সব বলেই শট খেলতে যায় আসলে বিশ্বের কোন বলার কি এমন আছে যার সবকটিই ডেলিভারীই খারাপ যে, বাংলাদেশী ব্যাটসম্যান সব বলে শট করে।....
ছাগলগুলো আজকে হারলে, মনটা মোটেও খারাপ হবে না। হার দেখতে দেখতে মনটা শক্ত হয়ে গেছে।
২০ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫৭
কাকভেজা বলেছেন: মাথা টাথা দিয়ে কি হবে। শাকিবের খেলা দেখেন না, সব বিশ্বমানের ক্রিকেটার বলে চিল্লা-চিল্লি বাধালেও আমার কিন্তু ওর ব্যাটিং স্টাইল তেমন ভাল লাগে না। ক্রস খেলতে ভালবাসে। এ্যান্ড বোলারকে না দেখে স্ট্রাইকে থাকা ব্যাটসম্যানকে দেখে। অন্য ব্যাটসম্যান যদি হিট করে তবে বল যাই হোক না কেন ওরও হিট করা লাগবে
শালার ছাগল আর কারে কয়।
২| ২০ শে মার্চ, ২০১৪ রাত ৯:৩৯
বটবৃক্ষ~ বলেছেন:
©somewhere in net ltd.
১|
২০ শে মার্চ, ২০১৪ রাত ৮:৫২
সীমানা ছাড়িয়ে বলেছেন: কিছু বলার নাই। মেজাজটাই বিলা হয়ে গেছে
খেলা দেখে মনে হয়েছে তারা ২৫০ করতে চায়। কয়েকটা উইকেট পড়ে যাওয়ার পর ১৪০+ টার্গেট করা উচিত ছিল। টি২০ মানেই গায়ের জোর না, মাথা খাটানোরও প্রয়োজন আছে। আমাদের ব্যাটসম্যানদের ঐ মাথাটাই নাই 