নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বংশসূত্রে \"ঘাড়ত্যাড়া!!\"

স্বপ্নবিলাসী আমি

নষ্টদের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার আগেই নিজেই নিজেকে নিয়ে হারিয়ে যাব চিরতরে....।

স্বপ্নবিলাসী আমি › বিস্তারিত পোস্টঃ

আমার একুরিয়ামের মাছ গুলো মরে যাচ্ছে!! দয়া করে খুব দ্রুত পরামর্শ দিয়ে সাহায্য করুন!! :(( :(( (সাময়িক পোষ্ট)

২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:০৩

গতকালকে ছোট্ট একটা একুরিয়াম কিনেছি শখের বশে। ৪ টা গোল্ড ফিশও কিনেছিলাম। সাথে মাছের খাবার, সাজানোর জন্য পাথর (পাথর গুলো রাস্তার পাশ থেকে কুড়িয়ে এনেছি), কি একটা মাছের ভিটামিন (দোকানদার কিনতে বলল, তাই কিনেছি), একটা প্লাস্টিকের গাছও কিনেছি। দোকানদার আমাকে আরো কিছু জিনিস কিনতে বলেছিল, যেমন- একুরিয়াম জীবাণুমুক্ত করার কি একটা লিকুইড, পানি নোনতা করার আরেকটা লিকুইড!! কিন্তু আমি ভেবেছিলাম জাষ্ট বিক্রির জন্যই দোকানদার আমাকে কিনতে বলছে। তাই আমি এইগুলো কিনিনি। বুঝতে পারছিনা এগুলোর জন্যই মাছ গুলো মরে যাচ্ছে কিনা!!!





গতরাতেও দেখেছি মাছ গুলো বেশ সুস্থ ছিল!!











মনটা খুব খারাপ। টাকার জন্য না!! মাছ গুলো মরে যাচ্ছে এই জন্য!! এখন পর্যন্ত ২ টা মাছ মরে গেছে!! বুঝতে পারছিনা কি থেকে কি যে হয়ে গেল!! :(( :(( অন্য মাছ গুলোও মরে যাবার আগেই সতর্ক হতে চাই!! :(









দয়া করে পরামর্শ দিন। কি করব এখন!!?? বা ভবিষ্যতের জন্য কি কি সতর্কতা গ্রহন করতে হবে??!!



------------------------------------------------------------------

মাথা আউলা ঝাউলা হয়ে আছে!! :( :( তাই গুছিয়ে লিখতে পারলাম না!!! দয়া করে পরামর্শ দিয়ে সাহায্য করুন।

মন্তব্য ৫৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১০

জিয়া চৌধুরী বলেছেন: রাস্তা থেকে কুড়িয়ে পাথর দেয়া যায়না। আর মনে হচ্ছে অক্সিজেনের সমস্যা হচ্ছে। একটা কাঠি দিযে পানিতে আলতো করে কিছুক্ষন বাড়ি মারতে থাকুন। মাছের গায়ে না লাগে মত।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১১

জিয়া চৌধুরী বলেছেন: জীবানুমুক্ত ও নোনতা করার লিকুইড মাষ্ট। আর এই একুরিয়াম চলবেনা। অক্সিজেন সাপ্লাই যুক্ত একুরিয়াম লাগবে।

২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১৫

স্বপ্নবিলাসী আমি বলেছেন: বাড়ীতে বড় একটা একুরিয়াম কিনবো, তাই ছোটটা দিয়েই একটু ট্রায়াল দিচ্ছিলাম। আর তাই অক্সিজেন সাপ্লায়ের ব্যবস্থা করিনি। কারণ ছোট বলে সেটার প্রয়োজন বোধ করিনি!! পানি মাঝে মাঝে নাড়িয়ে অক্সিজেন এর ব্যবস্থা করছি!!



যে দোকান থেকে কিনেছিলাম, তারাও ফোন রিসিভ করছেনা!!! তাই ব্লগে সাহায্য চাইতে হল!!! :(

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১১

নেফেরতিতি বলেছেন: ৪ টা মাছের জন্য বাটি ছোট হয়েছে মনে হ্য়,সাধারনত ২টা মাছ ভালো থাকে।পানি বদলান,রাস্তার পাথর সরান।

২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:১৮

স্বপ্নবিলাসী আমি বলেছেন: কাঁচের পাত্রতে কিন্তু অনেক স্পেস!! :) আর মাছ গুলো দেখতে যতটা বড় মনে হছে, আসলে ততটা বড় না!! :) পাথর সরিয়েছি, পানি চেন্জ করলাম!! অন্য ২ টা মাছ বেশ সুস্থ।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২০

সাদা মাটা গরীব ছেলে বলেছেন: আপ্নে মিয়া নগদে আক্সিজেন লাগান মটর কিনা আনেন একটা বেশী টাকা না। পাথর ঐগুলা ফালান মিয়া আর যেই পাথরই দেন দিলেও পানিতে ভালমতো ধুইয়া গরম পানিতে সিদ্ব কৈরা তারপর দেন। আর মেডিসিন দোকান থেইকা কিনা আইনা মারেন তারাতারি

২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২৮

স্বপ্নবিলাসী আমি বলেছেন: ভাই, টাকা ব্যাপার না!! আমি ভেবেছিলাম অক্সিজেন লাগাতে গেলে অনেক ঝামেলা হবে, তাই তখন কিনিনি!! পাথর ফেলে দিয়েছি। সাথে গাছটাও!! এখন শুধু পানিতে মাছ গুলো রেখে দিয়েছি!! কোন কোন মেডিসিন কিনতে হবে দয়া করে তাড়াতাড়ি জানান!!

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২৩

বেঈমান আমি বলেছেন: নো আইডিয়া ব্রো B:-)

২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:২৯

স্বপ্নবিলাসী আমি বলেছেন:


যে দোকান থেকে কিনেছিলাম, তারাও ফোন রিসিভ করছেনা!!! তাই ব্লগে সাহায্য চাইতে হল!!! :(

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৩২

লিন্‌কিন পার্ক বলেছেন: দেখি আমিও একটা একুরিয়াম কিনব B-) B-)

২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৩৩

স্বপ্নবিলাসী আমি বলেছেন: কেনার আগে কারো সাথে পরামর্শ করে নিয়েন।

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৩২

মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন:
এটাকে তো Aquarium বলে না। :P সম্ভবত Chlorine এর জন্য হচ্ছে। আপনি ফোটানো পানি অথবা Filtered Water দিয়ে দেখতে পারেন। বড় একটা গামলায় মাছগুলো রেখে Fan এর নিচে রেখে দিন। দেখুন মাছের অবস্থার উন্নতি হয় কিনা।

আর খাবার দেশি দিবেন না। মাছ খাবার না খেলে ওগুলো পরে পানি নষ্ট করবে। আচ্ছা দোকানদার মাছের সাথে যে পানি দিয়েছিল ওটা নতুন পানির সাথে দিয়েছিলেন তো ? এটা একটা Common Mistake :( আপনাকে আরো অনেক কিছু কিনতে হবে। Oxygen (Air) pump, Filter, আপনার এই Jar এ তো Filter বসবে না। :D আর পাথর গুলো আশাকরি ভালো ভাবে পরিষ্কার করে দিয়েছিলেন। পনিকে জীবাণুমুক্ত করার জন্য যেটা দেওয়া হয়, ওটাকে আমার রং ছাড়া কিছু মনে হয়নি। আমি কোন উপকার পাইনি। Gold Fish এর জন্য যতদূর জানি লবন পানির দরকার হয়না।

অফটপিকঃ Gold Fish এর Price এখন কেমন? :D


২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৪৪

স্বপ্নবিলাসী আমি বলেছেন: এটাকে যে কি বলে জানিনা। তবে আমি একুরিয়াম বলি!! :) আর আশা করছি খুব শিঘ্রই বাড়ীর ড্রইং রুমে ছোটো খাটো সমুদ্রকে টেনে নিয়ে আসব!! :) এটা কিনেছিলাম আমার বেডরুমের জন্য!!


ফিল্টার ওয়াটার দিয়েছি। ২ টা মাছ অলরেডি মরে গেছে!! :( বাকী ২ টা বেশ ভালো আছে দেখছি!! :) মাছ গুলো খুব বেশী খায়। তাই খাবার শেষ হলেই ওদের খাবার দিই!! :) দোকানদার মাছের সাথে যে পানি দিয়েছিল ওটা নতুন পানির সাথে দিয়েছিলাম!! Oxygen (Air) pump মনে হয় বসানো যাবে। আচ্ছা এটার দাম কেমন?? এবং কিনতে গেলে কি কি ব্যাপারে খেয়াল রাখতে হবে?? Filter তো মনে হয় এখানে বসবে না!! :( তাহলে এর সমাধান কি?? পাথর গুলো দেবার আগে ধুয়ে নিয়েছিলাম কিন্তু ফুটানো গরম পানিতে ধুয়ে নিইনি। :( যদিও এখন পাথর গুলো তুলে রেখেছি!!

আমি ৬০ টাকা জোড়া কিনেছি গোল্ড ফিশ গুলো!! :)


পরামর্শের জন্য ধন্যবাদ।

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৩২

:: নজরুল বলেছেন: ভাই, আপনার যে, জার (বৈয়াম) কিনেছেন সেটার মুখ আসার কাছে ছোট মনে হচ্ছে । আর, বর্তমানে কেমন আছে মাছগুলো ?

২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৪৫

স্বপ্নবিলাসী আমি বলেছেন: বাকী ২ টা মাছ ভালো আছে!! :)

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৩৭

নীলসমুদ্র বলেছেন: একটা নীল রঙের (আমারটার নাম 'স্টার কিউ ব্লু লিকুইড'), আরেকটা হলুদ রঙের (স্টার ১০০ গোল্ড) মেডিসিনের সাথে ক্লোরিন দেয়া নীল রঙের লবন কিনতে হবে। পানিতে মাছ ছাড়ার আগে আপনার জারের জন্য তিন-চার চিমটি লবন দিয়ে মেডিসিন গুলো চার ফোঁটা করে দিয়ে পানি নেড়ে এরপর মাছ ছাড়ুন, আপনার এই জারের জন্য অক্সিজেন মেশিন কিনতে হবে না। মেডিসিন ও লবনের দামও অনেক কম। মেডিসিন ও লবন মাছের দোকানেই পাবেন। আশা করি কোন সমস্যা হবে না। আর মাছের খাবার দিবেন অল্প পরিমানে। পানি যেন ঘোলা না হয়।

২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৫৬

স্বপ্নবিলাসী আমি বলেছেন: রাতে তো আর কিনতে যাওয়া সম্ভব না। তাই ভাবছি কালকে সকালেই জিনিস গুলো কিনতে যাব!! পরামর্শের জন্য অসংখ্য ধন্যবাদ!! :)

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৪৩

রুদ্রপ্রতাপ বলেছেন: ভাই, এগুলোতে মাছ বাঁচবে না।

১। একুরিয়াম কিনেন।

২। একুরিয়ান সল্ট কিনেন।

৩। অক্সিজেন এর মোটর কিনেন।

৪। ওয়াটার হিটার কিনেন।

৫। পাথর কিনেন।

৬। খাবার মাছ প্রতি দুই দানা। এর বেশি দিলে মরে যাবে।

৭। ফিল্টার কিনেন।

পাথর একুরিয়ামে দেয়ার আগে গরম পানিতে পাথর ধুয়ে পাথর ঠান্ডা করতে হবে দুই ঘন্টা। এরপর একুরিয়ামে পানি দিয়ে ওষুধ দিয়ে পানির ক্ষারত্ব দূর করতে হবে। পাথর দেয়ার পর ফিল্টার চালু করে আধা ঘন্টা ওয়েট করেন, পাথরের ময়লাগুলো থিতিয়ে যাওয়া পর্যন্ত। মাছ সরাসরি ছাড়বেন না। পলিথিনে পানি মাছ রেখে একুরিয়ামে ভাসিয়ে রাখেন। পানির তাপমাত্রা এক হবার পর, অর্থাৎ ১৫-২০ মিনিট পর মাছ ছাড়েন। খাবার দেয়ার আগে ভিটামিনে খাবার গুলো ভিজিয়ে নিয়ে খাবার দিবেন। ছোট মাছের জন্য খাবার গুড়া করে দিবেন।

এছাড়াও বিভিন্ন রোগের জন্য মিলটন ভাই এর আপনার একুরিয়াম সিরিজ টা পড়ে ফেলুন।

এছাড়াও মাছ এর যেকোন সমস্যার জন্য রেজোওয়ানা আপুরে যখন তখন জ্বালাইতে পারেন, উনি কিছুই মনে করবেন না। :)

শুনেন, ১৫০ টাকা খরচ করে মাছ কেনার পর আমার সেই মাছ বাঁচাইতে ৬০০০+ টাকা খরচ করতে হৈছে। এখন ডিসিশন নেন সামনে আগাইবেন কি আগাইবেন না। :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৫৪

স্বপ্নবিলাসী আমি বলেছেন: আশা করছি খুব শিঘ্রই বাড়ীর ড্রইং রুমে ছোটো খাটো সমুদ্রকে টেনে নিয়ে আসব!! তখন আপনার এই পরামর্শ গুলো খুবই কাজে দিবে!! ভালো থাকুন।

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৪৫

রুদ্রপ্রতাপ বলেছেন: এছাড়াও ব্লগে প্রচুর পোস্ট পাবেন একুরিয়াম সংক্রান্ত, সার্চ দিয়ে ওগুলোও পড়ে দেখতে পারেন। :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৫৩

স্বপ্নবিলাসী আমি বলেছেন: ধন্যবাদ ভাই!! :)

১২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৪৬

রুদ্রপ্রতাপ বলেছেন: দিনে দুই বার খাবার দেবেন। নিয়ম করে, মাছ প্রতি দুই দানা।

২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৫৩

স্বপ্নবিলাসী আমি বলেছেন: একুরিয়াম কেনার আগে ব্লগের প্রথম পাতার কিছু অংশ দখল করে আপনাদের বিরক্ত করতে চাইনি বলে মনে হচ্ছে আজ আমার এই অবস্থা!! :( :(

২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৫৭

স্বপ্নবিলাসী আমি বলেছেন: ভাই, আমি তো মাছ কে অনেক গুলো করে খাবার দিই!! এটা মনে হয় বাদ দিতে হবে!!

১৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৯:৫৮

রুদ্রপ্রতাপ বলেছেন: আর মাছ এর সাথে ইমোশনাল এটাচমেন্ট তৈরী করবেন না। এটা সবচে জরুরী। মাছ মরলে খুব কষ্ট লাগে তখন। গোল্ড ফিস আসলে স্টার্টার দের জন্য না। মলি, গাপ্পি কিনেন, দামও কম। এগুলোই মাছ যারা নতুন পোষে, তাদের জন্য ভালো। দামী মাছ ভুলেও এখন কিনবেন না। আগে মাছ পোষেন ১ বছর, তারপরও মাছ পুষতে মন চাইলে দামী মাছ কিনবেন। হয়তো দেখা যাবে ৩ মাস পর মাছ পোষার ঝামেলায় আর যেতে মন চাইবে না। :P

২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৩৮

স্বপ্নবিলাসী আমি বলেছেন: ভাইরে, ৪ টা মাছ ছিল আমাদের ৪ ভাইবোনের নামে!! তার মধ্যে থেকে আজকে আমারটা আর আমার ছোটে বোনেরটা মরে গেছে!! :)



১৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:০২

ভাঙ্গাচুরা যন্ত্রপাতি বলেছেন: পরামর্শ একটাই। ভাইজ্জা খাইয়ালান।

২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪১

স্বপ্নবিলাসী আমি বলেছেন: আমার পিচ্চি বোনটা আপনার এই মেসেজ দেখলে আপনার খবর ছিল!! :)




ছোট বোনকে বলেছিলাম যে, চল মাছ গুলো ভেজে খেয়ে ফেলি!! কিন্তু পিচ্চিটার ইচ্ছা ওর মাছটাকে ও মাটিতে কবর দেবে!!! =p~ =p~ =p~ =p~

১৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:০৮

রুদ্রপ্রতাপ বলেছেন: ভাঙ্গাচুরা সর্বোত্তম পদ্ধতি কইয়া দিছে! :P

২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪২

স্বপ্নবিলাসী আমি বলেছেন: ছোট বোনকে বলেছিলাম যে, চল মাছ গুলো ভেজে খেয়ে ফেলি!! কিন্তু পিচ্চিটার ইচ্ছা ওর মাছটাকে ও মাটিতে কবর দেবে!!! =p~ =p~ =p~ =p~

১৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:১৯

আশকারি রহমান বলেছেন: জানো আমি একটা অর্ধেক করে কাটা তেলের বড় বোতলে একটা কই মাছ পালছিলাম ........অনেককক দিন টিকছিলো .....পরে একদিন কই মাছটা লাফ মাইরা ডাংগায় এসে মারা যায়

আমার মনে আছে এক সপ্তাহ আমি পুরাই ক্র‌্যাক ছিলাম মাছ হারানোর শোকে

তাই আমার সাজেশন এইসব মাছ পালন করার দরকার নেই কারণ নিজের আবেগ টা মাছের উপর এসে গেলে মাছ যদি মারা যায় তাহলে অনেককককক কষ্ট পাওয়া লাগবে ..

আর যদি তাও পালতে চাও .......

আমার মনে হয় তোমার মাছের অক্সিজেনের অভাব হইছে অর এলসে পানিতে সমস্যা ছিলো অর এলস পানিতে অতিরিক্ত খাবার দেওয়ার কারণে মাছ মারা যেতে পা




রে ....কারণ সম্ভাবনার শেষ নাই






আমি মনে হয় অনেককককক বড় কমেন্ট করে ফেললাম ...যাউজ্জা প্রবলেম নাই B-)) B-))

২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৪৬

স্বপ্নবিলাসী আমি বলেছেন: বুঝতে পারছিনা যে কি কারণে মরে গেল। তবে ছোট ব্যাপার থেকেই অনেক বড় শিক্ষা পেয়ে গেলাম। তবে মাছ গুলোর প্রতি কেমন জানি মায়া জন্মে গিয়েছিল!!! :(

১৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:২২

মিলটন বলেছেন: আপনি যে জার কিনেছেন সেটাতে এই গোল্ড ফিশ থাকতে পারবে না। আপনার মাছ গুলো মারা গেছে খুব সম্ভবত বাতাস পাম্পের অভাবে।

Click This Link

এই লিংকে পাঁচটি ব্লগ পোষ্ট করা আছে। এগুলো আপনার সমাধান গুলো পাবেন। এখানে এমন কিছু লেখার চেষ্টা করেছি যেগুলো আপনি কোন একুরিয়াম দোকানদারের কাছ থেকে জানতে পারবে না। তারা আপনাকে জানাবেন না।

এর পরেও কোন সমস্যা হলে জানাবেন সাধ্যমত সাহায্য করবো।

ধন্যবাদ ব্লগার রুদ্রপ্রতাপ কে আমার লেখাটি শেয়ার করার জন্য।

২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১০:৫০

স্বপ্নবিলাসী আমি বলেছেন: ভাই, আপনার ব্লগ গুলো থেকে অনেক কিছু শিখতে পারলাম। ইশ!! কেনার আগে যদি একটু আপনার ব্লগে যেতে পারতাম তো আজ মনে হয় এই সমস্যা হতনা!! :(



এর পরে সমস্যা হলে আপনারে অবশ্যই নির্দিধায় বিরক্ত করব!! :)


যাইহোক ভাই, আমার ব্লগে এসে আমাকে সাহায্য করার জন্য অসংখ্য ধন্যবাদ। :) ভালো থাকুন।

১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:০৩

অনিক আহসান বলেছেন: এ্যাকুরিয়ামে বুড়িগঙ্গার পানি দিয়ে ভরে দেখতে পারেন.. =p~ =p~

২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১৪

স্বপ্নবিলাসী আমি বলেছেন: ক্যান রে ভাই!! :D :D

১৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:১৭

সুস্ময় পাল বলেছেন: মাছগুলো ত দেখতে একই রকম হবার কথা ... ... তাহলে আপনি কী করে বুঝলেন আপনার আর গেইমার আপুর মাছ মারা গেছে? B:-) B:-) B:-)

২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:২৫

স্বপ্নবিলাসী আমি বলেছেন: হাঃ হাঃ হাঃ




মরে যাওয়া ডান পাশের টা আমার মাছ। দেখো পেটে সাদা কালারটা বেশ কড়া আর পিঠটাও তুলনামূলক গাঢ় কমলা। আর পিচ্চিটার মাছের গায়ের কালার তুলনামূলক হালকা কমলা (বাম পাশে) আর লেজে কালো দাগ আছে!! :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ১১:২৬

স্বপ্নবিলাসী আমি বলেছেন: ৪ টা মাছকে আমরা ৪ পদ্ধতিতে চিহ্নিত করেছি!!! :)

২০| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ৯:০২

কানা-বাবা বলেছেন: পটাসিয়াম পারমঙ্গানেট গুলানো পানিতে কিছুক্ষন মাছকে ডুবিয়ে রাখুন। এবং এটা কিছু দিন পর পরই করতে হবে।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৩৭

স্বপ্নবিলাসী আমি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

২১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ সকাল ১০:২১

মিলটন বলেছেন: কোন সমস্যা নাই যোগাযোগ করবেন, আমি যতটুকু জানি সেটা দিয়েই সাহায্য করবো।

আর কখনই পটাশিয়াম পারম্যাঙ্গানেট মিশানো পাতিতে মাছ রাখবেন না। কারণ ওটা পানির সাথে বিক্রিয়া করে অক্সিজেন রিডিউস করে (যদিও পরিমানের সাথে রিলেটেড)। খুব দক্ষ না হলে এ পদ্ধতিতে যাওয়া উচিত নয়।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৮:৩৮

স্বপ্নবিলাসী আমি বলেছেন: আপনার পরামর্শ মেনে চলব। পরামর্শের জন্য আবারো ধন্যবাদ।

২২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:০২

মাহমুদা সোনিয়া বলেছেন: আহারে!! শুভকামনা জানাই।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ২:২৫

স্বপ্নবিলাসী আমি বলেছেন: আজকে নতুন আরো ৩ টা মাছ একুরিয়ামে এসেছে!!! :)



যাইহোক, মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকুন।

২৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ রাত ৩:৩০

পাতালপুরের জাহাজ চালক বলেছেন: এগুলো মরে গেলে হাইব্রিড মাগুর পুষতে পারেন :) জমিয়ে ভাজা খেতে পারবেন

২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ দুপুর ১২:৫২

স্বপ্নবিলাসী আমি বলেছেন: ভাইরে, আমার মাছ গুলার উপর এইভাবে কুদৃষ্টি দিয়েন না। :)

২৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১২ বিকাল ৩:২৭

যাযাবরমন বলেছেন: ছোট বোনকে বলেছিলাম যে, চল মাছ গুলো ভেজে খেয়ে ফেলি!! কিন্তু পিচ্চিটার ইচ্ছা ওর মাছটাকে ও মাটিতে কবর দেবে!!!

কবর দেয়াই ভাল, কিভাবে মরছে কে জানে। আর পানিতে মরা মাছ হালাল না।

০৭ ই মার্চ, ২০১২ রাত ৯:২৪

স্বপ্নবিলাসী আমি বলেছেন: হুমম ঠিকি বলেছেন। পানিতে মরা মাছ হালাল নয় কেন, দয়া করে একটু বিস্তারিত বলবেন কি??






ভাই, দেরীতে রিপ্লাই দেবার জন্য আমি আন্তরিক ভাবে দুঃখিত!! :(

২৫| ০৭ ই মার্চ, ২০১২ বিকাল ৫:২৭

তিথির অনুভূতি বলেছেন: আহারে!! শুভকামনা জানাই।
নতুন আরো ৩ টা মাছ একুরিয়ামে এসেছে!!
ওদের জন্য শুভকামনা জানাই।

০৭ ই মার্চ, ২০১২ রাত ৯:২২

স্বপ্নবিলাসী আমি বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।




ভাবছি আপাতত ছোটখাটো একটা একুরিয়াম বানিয়ে নিব। যেটাতে অক্সিজেন, ফিল্টার সহ অন্য সব সুবিধাই থাকবে। :)

২৬| ১৫ ই মার্চ, ২০১২ রাত ৯:২৪

ঋফায রহমান বলেছেন: !:#P !:#P

২৫ শে মার্চ, ২০১২ রাত ২:০৫

স্বপ্নবিলাসী আমি বলেছেন: :)

২৭| ১৫ ই মার্চ, ২০১২ রাত ৯:৩২

আমি সুফিয়ান বলেছেন: আরে ভাই আমি সব কিনছিলাম(ভিটামিন ছাড়া, এইটার কথা এই প্রথম শুনলাম)
গাপ্পি ও ছাড়ছিলাম, তাও লাভ হয় নাই ২/৩ সপ্তাহ পরেই মরে যায় X(

২৫ শে মার্চ, ২০১২ রাত ২:০৫

স্বপ্নবিলাসী আমি বলেছেন: নতুন একটা একুরিয়াম বানিয়ে এনে ডেকোরেট করেছি। আপডেট আশা করছি পরে পাবেন। :) :) আর ভাই, দেরীতে রিপ্লাই দেবার জন্য আন্তরিক ভাবে দুঃখিত। :(

২৮| ০২ রা এপ্রিল, ২০১২ ভোর ৫:১৯

মিনহাজুল হক শাওন বলেছেন: এয়ার পাম্প ১৫০-৩০০ টাকায় পাওয়া যাবে। দিনে ৩ বারের বেশী খাবার দিবেন না, পানি কয়েক মাস পর পর বদলান। আর সাথে যে ৪ রকমের লিকুইড দেয় ওগুলা নিয়ম মত পানিতে মেশাবেন। ৩ বছর ধরে একুরিয়াম চালাই :D

২৯| ০২ রা এপ্রিল, ২০১২ ভোর ৫:২৫

মিনহাজুল হক শাওন বলেছেন: এয়ার পাম্প ১৫০-৩০০ টাকায় পাওয়া যাবে। দিনে ৩ বারের বেশী খাবার দিবেন না, পানি কয়েক মাস পর পর বদলান। আর সাথে যে ৪ রকমের লিকুইড দেয় ওগুলা নিয়ম মত পানিতে মেশাবেন। ৩ বছর ধরে একুরিয়াম চালাই :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.