নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

খ্যাংরা কাঠির ব্লগে স্বাগতম

সূর্যটাকে রাখিস খেয়াল

খ্যাংরা কাঠি

ফেবু আইডিঃ FB/broomstick91

খ্যাংরা কাঠি › বিস্তারিত পোস্টঃ

ইসলামবিদ্বেষ ও রস+আলো

১৫ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫২

একসময়কার আলপিনের একজন একনিষ্ঠ পাঠক ছিলাম। কি এক কার্টুন প্রকাশের দায়ে সেটিকে বন্ধ করে দেয়া হল।ঠিক ওই কার্টুনটিরই অনুরূপ একটা কৌতুক কিন্তু ছোটবেলা থেকেই শুনে আসছিলাম।



ক্লাসে,

স্যারঃ এই ছেলে তোর নাম কি?

ছাত্রঃ আবুল।

স্যারঃ তুইতো বড্ডো বেয়াদপ রে।নামের আগে যে "মোঃ" বলতে হয়,এইকথা জানিসনা?



পরদিন পুকুরের পাড়্বে,

স্যারঃ আবুল,কি মাছ ধরছিস?

ছাত্রঃ স্যার, মোঃ টাকি মাছ।



গতকিছুদিন ধরে বেশকিছু ফেবুপেজে দেখছি রস+আলো কে নিয়ে অনেক কথা লেখা হচ্ছে। রস+আলো নাকি কুরআনকে বিদ্রুপ করেছে।

Click This Link

যারা এইধরনের কথা বলছেন তাদের বলতে চাই, ভাই মাথাটা ঠান্ডা করে ওই লেখাটা পড়েন।ওখানে মোটেও আল্লাহ/কুরআনকে বিদ্রুপ করা হয়নি।এটা শুধুই একটা কৌতুক।এদেশের কিছু সুবিধাবাদী লোকজনের চরিত্রকে তুলে ধরার জন্য লেখা হয়েছে।

শুধু শুধু একটা সাধারণ বিষয়কে জটিল করে তুলে এদেশের অনুভূতিপ্রবণ ধর্মপ্রিয় মুসলমানদের উত্তেজিত করে তুলবেন না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.