![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মেয়েরা সাধারণত দুই ক্যাটাগরির ছেলেদের প্রেমে পড়ে।
ক্যাটাগরি নং ১:
এই ক্যাটাগরির ছেলেরা হ্যান্ডসাম,ইন্টেলিজেন্ট,ভাল কামায় ইত্যাদি ইত্যাদি। এক্কেবারে পারফেক্ট ছেলে যাকে বলে। বিয়ের পাত্র হিসেবে এদের চাহিদা আকাশচুম্বী। মেয়েরা এসব ছেলেদের প্রেমে পড়ে attraction থেকে।
ক্যাটাগরি নং ২:
এই ক্যাটাগরির ছেলেদের কিছুই নেই। না দেখতে ভাল, না আছে টাকা পয়সা; বুদ্ধিবৃত্তিও নিম্নশ্রেণির। বিয়ের পাত্র হিসেবে এদের কোন চাহিদাই নেই। তারপরও কিছু সংখ্যক মেয়ে এদের প্রেমে পড়ে। এই প্রেম হয় করুণা থেকে।
যারা এই দুই ক্যাটাগরির কোনটাতেই পড়েননা, তাদের উচিত কালক্ষেপন না করে অতিসত্বর কোন মেয়েকে পটানোর মিশনে নেমে পড়া।
বিদ্র: এগুলো আমার একান্তই নিজস্ব চিন্তাভাবনা।
২| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: আমার মনে হয় আমি ২য় ক্যাটাগরির
৩| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৫
কামরুল ইসলাম (সুমন) বলেছেন: আমি ২ নং টায় আছি
৪| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৫
shfikul বলেছেন: এই প্রেম হয় করুণা থেকে।কথাটা দুরকম হয়ে গেল না?আগে কোনটা হয় প্রেম নাকি করুনা?যদি করুণা আগে হয়ে থাকে তাহলে সেটা প্রেম নয় আর আগে প্রেম হয়ে থাকলে সেখানে করুণার কথা আসেনা।আমি কি বোঝাতে পেরেছি?
৫| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:৪৭
রানার ব্লগ বলেছেন: আমি ২ নং টায় আছি :#>
৬| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:০২
মুক্তকণ্ঠ বলেছেন: শীলা শিপা আপায় জানতে চাইছে আপনে কোন ক্যাটাগরি?
৭| ২৬ শে মার্চ, ২০১৩ রাত ৯:৪২
লজিক মানুষ বলেছেন: মুক্তকণ্ঠ বলেছেন: শীলা শিপা আপায় জানতে চাইছে আপনে কোন ক্যাটাগরি? :
মেয়েদের তো দেখি টাকা-পয়সার দিকে লোভ বেশি।
৮| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:৪৮
খ্যাংরা কাঠি বলেছেন: @শীলা শিপা: আমি কোন ক্যাটাগরিরই না। এজন্যই কেউ আমার প্রেমে পড়লনা
@কামরুল ইসলাম (সুমন),@রানার ব্লগ: তার মানে মেয়েরা আপনাদের প্রেমে পড়ে। নাকি.....? :p
@shfikul: ভাই, আমার মনে হয় করুণাটাই আস্তে আস্তে প্রেমে রুপান্তরিত হয়। অবশ্য আপনি আপনার মত করে ভাবতেই পারেন
৯| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:৫২
শায়েরী বলেছেন: Lol
১০| ২৭ শে মার্চ, ২০১৩ রাত ২:৫৬
শায়েরী বলেছেন: Lol
১১| ০২ রা এপ্রিল, ২০১৩ ভোর ৫:১৪
রানার ব্লগ বলেছেন: আরে ভাই ক্যাটাগরির ২ নং কিন্তু প্রেমের বেলায় ক্যাটাগরিরীর আশে পাশেও নাই ...
©somewhere in net ltd.
১|
২৬ শে মার্চ, ২০১৩ রাত ৮:৩৬
শীলা শিপা বলেছেন: আপনি কোন ক্যাটাগরির?