![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বারিধারায় নাকি লুঙ্গি পরা নিষিদ্ধ করা হয়েছে,
বলা হয়েছে লুঙ্গি নাকি ডিসেন্ট পোষাক না।---আমি এই সিদ্ধান্তের সাথে একমত-সহমত-জণমত পোষণ করছি।
লুঙ্গি আসলেই ডিসেন্ট পোষাক না কারণঃ
১) বাংলাদেশে জণসংখ্যা বৃদ্ধির পেছনে লুঙ্গি একটি প্রধান কারণ। কিছু হলেই ছেলেরা লুঙ্গি তুলবে আর মেয়েরা শাড়ি তুলবে-এটা ঠিক নয়। শাড়ির মত অশ্লীল পোষাক এমনিতেই এদেশে স্কিনটাইপ জেগিন্স এবং আড়ং উদ্ভাবিত পর্দাপ্রথায় লোপ পেয়ে যাচ্ছে; লুঙ্গির জন্য তাই আনুষ্ঠানিক ঘোষনার প্রয়োজন ছিল।
২) বারিধারায় বড়লোকের পোলাপাইন থাকে;তাঁরা এসির বাতাস খায়।তাঁরা আমার আপনার মত ফকিরনির পোলা না যে গরমের দিনে সিলিং ফেনের নিচে খাড়াইয়া লুঙ্গির গিট খুইলা বাতাস খাইব।
৩)মেয়েরা এখন বিভঙ্গ সচেতন।তারা খুব দুষ্টু। আমের জুস-বডি spray সব জায়গাতে তারা পুরুষের নুনুভূতিতে আঘাত করে।
বারিধারায় এরাম বিভিন্ন গভীরতার বিভঙ্গ প্রদর্শনে প্রয়োজনীয় শালিন পোষাক পড়ে মেয়েরা ঘুরঘুর করে। এদের সামনে লুঙ্গি পরা কেউ থাকলে মাটি থেকে তার লুঙ্গির দূরত্ব ইঞ্চি খানেক বাড়তে পারে।কর্তৃপক্ষ পুরুষকে এরকম বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাননা।
---অতএব বারিধারায় লুঙ্গি নিষিদ্ধ থাকুক।
collected from Apratim Xamshed's ফেবু status.
২| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ২:১৩
পেন্সিল চোর বলেছেন: আজকে অনেক রাত হয়ে গেছে।
কালকে একটা পোস্ট দিমু আর ওইটাতে আপনেরেও রাখমু আইশেন!
০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩০
খ্যাংরা কাঠি বলেছেন: অবশ্যই
৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ২:১৫
আফজালনবীনগর বলেছেন: অরা যখন ন্যাংটা হয়ে ছলে তখন ঠিক আছে!!! ইহা বাংগালীকে কঠাক্ষ করা ।
৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ২:২১
বিবাগী বাউল বলেছেন: লুঙ্গির উপর কথিত অভিজাতদের জঙ্গি হামলার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ধিক্কার জানাই!!
অবিলম্বে বারিধারায় রিকশা চালকদের লুঙ্গি পরার অধিকার ফিরিয়ে দেয়ার দাবি জানাই!
৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ২:২২
বাপি রায় বলেছেন: মেয়েরা এখন বিভঙ্গ সচেতন।তারা খুব দুষ্টু। আমের জুস-বডি spray সব জায়গাতে তারা পুরুষের নুনুভূতিতে আঘাত করে
সেই
রহম
০৫ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩২
খ্যাংরা কাঠি বলেছেন: ধন্যবাদটা Apratim Xamshed এর প্রাপ্য।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা এপ্রিল, ২০১৩ রাত ১:৫৫
জাহাঁপনা। বলেছেন: লুঙ্গি ব্যান এর প্রতিবাদে আগামিকাল হরতালঃ Click This Link