নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বোদলেয়ারের আশ্চর্য্য মেঘমালা দেখে থমকে দাঁড়ানো জীবনানন্দের সোনালী ডানার চিল...
তুমি কবিতা চেয়েছো যখন আমি মধ্যবয়সে জবুথুবু
হয়ে বাইফোকাল মুছছি চাদরে আর, সন্ধ্যা হলেই
মাংকি-টুপিটি পরে নেমে পড়ি জলশহরের চাতালে।
তুমি কবিতা চেয়েছ দীর্ঘনিদ্রারত এক সরিসৃপের অন্তরে,
যে ঘুমিয়েও স্বাপ্নিক, গর্তের বরেগায় উষ্ণতার পাপ এনে
নিয়ত রত রয় নিরবতায়-
তুমি আশা করেছ গোপনে সেই একুশের উচ্ছ্বলতায়
মেপে মেপে ফেনা উপচানো ক্যাপাচিনোর মাস্তুলে;
যখন লোডশেডিং এর অন্ধকারে আমি মৃদ্যু আলোর
আনুভূমিক টর্চ জ্বেলে পা ফেলেছি সঙ্গোপনে!
একটা সময় ছিল, আমি দাড়িয়ে অথবা বসে, হেটে
আর থেমে কবিতা লিখতাম অনর্গল;
একটা সময় ছিল যখন ছিল কবিতার সময়;
একটা সময়ের পুরোটা আমি কখনও সূর্য্যদয় দেখিনি
সেই সময়ের সবটা আমি কাটিয়েছি প্রেমে এবং
পংতিতে!
আমি তাই কবিতাকে সম্মোহিত সময়ের জবান বলে ভেবে নিই
তারপর কবিতাকে পাথরকুচি ফুলের তিনটি শেকড়ের
সাথে মণ্ত্রপূত করে স্বেচ্ছায় হাতে তুলে নিয়েছি
স্মার্টফোন।
তুমি এমন সময় কবিতা চেয়েছ যখন আমি ফেসবুক স্টাটাস লিখি, কবিতা নয়!!
০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৭
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ। কৃতজ্ঞতা!
শুভকামনা আপনার জন্য। ভালো থাকুন, নিরাপদে থাকুন-
২| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৩৭
জুল ভার্ন বলেছেন: চমৎকার!
আপনার কবিতা হোক নির্যাতিতদের মুখপাত্র।
০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৩
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ ভাই।
কবিতা হোক আত্মবোধের অভিধান-
শুভকামনা রইল, ভালো থাকুন সবসময়
৩| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:৫৯
রাবেয়া রাহীম বলেছেন: আহা সময় ! আহ প্রেম !
কি দারুন সব অনুভব
অনেক অনেক ভালোলাগা রইলো কবিবর!
০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৮
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য-
অনুভব আর সময় শুধু কবিতাতেই বেচে রয়-
নয় কি!
ভালো থাকুন সবসময়।
৪| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:০৫
রাজীব নুর বলেছেন: আজ ব্লগে অনেক কবিতা এসেছে।
আপনি সুন্দর কবিতা লিখেছেন।
নতুন বছরের শুভেচ্ছা।
০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৯
সোনালী ডানার চিল বলেছেন:
শুভেচ্ছা রইল সুপ্রিয়-
মন্তব্যের প্রতিউত্তরে ভালবাসা।
ভালো থাকুন সবসময়!
৫| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৩
ইসিয়াক বলেছেন: প্রিয় কবি,
আজ আমি আপনার কবিতা পড়ে বিমোহিত !!!!!!!!!!!!
০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২০
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ কবি।
আপনিও এখন দুর্দান্ত সব কবিতা লিখছেন।
শব্দকাঙাল তো শব্দ খুজে ফিরবে-
শুভকামনা
৬| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর কবিতা
০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২১
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ।
শুভকামনা আর আন্তরিক কৃতজ্ঞতা-
সবার ভালো হোক।
৭| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:২৩
বিজন রয় বলেছেন: আপনার কবিতা পড়ার পর ঘোর কাটতে অনেক সময় লাগে।
ব্যস্ততার জন্য ডিসেম্বরে কবিতা সংকলন দিতে পারলাম না।
১৪ তারখ পর্যন্ত ঠিক ছিল। তারপর আর পারিনি।
নতুন দিনের শুভকামনা।
০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৪
সোনালী ডানার চিল বলেছেন:
পাঠে এবং মন্তব্যে কৃতজ্ঞতা।
আপনার সংকলনের আশায় থাকি। কত নতুন কবিতা একপাতায়
হাতের মুঠোয় পাই যেন! আশা করি আপনার ব্যস্ততা কবিগণ’কে আর হতাশ করবে না।
শুভকামনা- ভালো থাকুন সবসময়
৮| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৫:৩১
শিখা রহমান বলেছেন: সোনালী ডানার চিল আপনি আসলেই হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে পারেন।
এমন ঘোরলাগা সব কথামালা। খুব অন্যায় খুব!!
অথচ কবিতা এমন বলেই সব অন্যায় মেনে নেই। লাগুক শব্দের ঘোর!!
শুভকামনা কবি। নতুন বছর হোক কবিতাময়।
০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৮
সোনালী ডানার চিল বলেছেন:
শব্দ এবং অনুভবের যে অনবদ্য সংমিশ্রণ তা কিন্তু অধিকাংশই এড়িয়ে যায়।
তবুও কেউ কেউ খুজে ফেরে ঘোর আর বেদনার অশ্রুপাত-
আপনার মন্তব্যে কৃতজ্ঞতা।
কবিতার জন্য আপনার ভালোবাসা শোভিত হোক! শুভকামনা-
৯| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:১৭
নার্গিস জামান বলেছেন: অন্য রকম ভয়ংকর সুন্দর
০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৬:২৯
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ।
কবিতা আপনার ভালোলেগেছে জেনে সুখীত হলাম।
শুভকামনা রইল! ভালো থাকুন সবসময়-
১০| ০১ লা জানুয়ারি, ২০২০ সন্ধ্যা ৭:১৮
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সম্মোহিতের মতো কবিতাটি পড়েছি। আপনার কবিতা মানে বিশেষ কিছু এবং অনেক বড়ো কিছু।
তবে কামরুল বসির ভাই, লাস্ট পঙ্ক্তি পড়ে আমি একটু মিশ্র অনুভূতিতে পড়ে গেলাম। কবিতার শুরুতে দেখা যাচ্ছে, প্রেমিক পুরুষটি একজন জবুথবু মধ্যবয়স্ক কবি, যিনি এখন চাদরের কোনায় চশমা মোছেন। এখানে আমার মনে হয়েছে তিনি বয়সের ভারে ঝিমিয়ে পড়েছেন (আমার বোঝায় ভুল হতে পারে)। তবে, একসময় তার যৌবন ছিল, তিনি হাঁটতে-হাঁটতে-বসে-বসে সর্ব অবস্থায়ই কবিতা লিখতে পারতেন। তিনি সে-সময়ে কখনো সূর্যোদয় দেখেন নি, পুরোটাই কাটিয়েছেন প্রেমে এবং পঙ্ক্তিতে। ঠিক এভাবেই যখন কবিতা এগিয়ে যাচ্ছিল, লাস্ট বাট ওয়ান প্যারায় স্মার্টফোনের অবতারণায়, আমার কাছে মনে হয়েছে, কবিতাটি সঠিক পরিণতি বা পূর্ণতার দিকে যায় নি। লাস্ট লাইনে দেখা যায়, তিনি এখন স্টেটাস লেখেন, কবিতা নয়। এখানে এসেই কবিতাটা আমার মাথায় তালগোল পাকিয়ে ফেলেছে। শুরুতে যাকে জবুথবুবু মনে হলো, যিনি গর্তের বরেগায় নিয়ত রত থাকেন নীরবতায়, লাস্ট পঙ্ক্তিতে তাকে স্মার্টফোন এডিক্টেড মনে হলো, যার স্টেটাস লেখার প্রবণতা চলতি যুগে ফেইসবুক সেলিব্রেটিদের কথা মনে করিয়ে দেয়।
যাই হোক, সবকিছু ছাপিয়ে এটি একটি অনন্য কবিতা।
০১ লা জানুয়ারি, ২০২০ রাত ৮:০৭
সোনালী ডানার চিল বলেছেন:
জনান্তিকে প্রশ্ন করি, কেন কবিতা লিখি! লুকিয়ে এবং সময়ের অবাধ্য শাসন উপেক্ষা করে!
কবিতার প্রাপ্তি কি এবং এই সক্ষমতার নিগুঢ়তা কোথায়-
আমার প্রশ্নবিদ্ধ হৃদয় তখন আপনার এই মন্তব্যে নিবন্ধিত হয়ে বলে: শব্দের যে সৌরজাল
সেখানে একজন পাঠকের বিদগ্ধ পাঠ উপেক্ষার নয়। হয়ত এজন্যে কবিতায় ফেরা; কবিতার বিষাদালয়ে!
আমি মূলত: আমাকে বলতে চেয়েছি কবিতার শব্দে কিন্চিৎ-
তাই কিছুটা ছন্দ ভঙ্গ হয়ে জ্ঞানত-
আর আপনি নিশ্চয় খেয়াল করবেন, কবিতা যখন হারিয়ে যায়, সস্তা মোহ তখন
আচ্ছন্ন করে অনুভূতির মেরুদন্ড।
এটাই কবির পরাজয় এবং নিয়তি।
সেখানে আমাকে নিষ্ঠুর হতে হয়েছে কবিকে চরিত্রহীন করতে।
আশা করি মোহভঙ্গের এই অসুরতা মার্জনা করবেন!
আপনার কাছে কৃতজ্ঞতা। আপনার জন্য শুভকামনা।
খুব ভালো থাকুন, সবসময়-
১১| ০২ রা জানুয়ারি, ২০২০ রাত ১:০৮
ডঃ এম এ আলী বলেছেন:
ভাগ্যবান আপনি এরপরে এখনো কেও কবিতা চেয়েছে
আমার কবিতা তো অনেক সাধাসাধি করেও পারিনা দেখাতে।
নব বর্ষের শুভেচ্ছা রইল
০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৪৯
সোনালী ডানার চিল বলেছেন:
আপনার জন্যও শুভেচ্ছা।
নিজের জন্য লিখি, তাই নিজেই নিজের সবচে মূল্যবান পাঠক-
ভালো থাকুন সবসময়-
১২| ০২ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:১৭
রাজীব নুর বলেছেন: আপনি কি বিশ্বাস করেন কবিতা লিখে সমাজ বদলে ফেলা সম্ভব??
০৩ রা জানুয়ারি, ২০২০ বিকাল ৪:৫৪
সোনালী ডানার চিল বলেছেন:
কবিতা লিখে একসময় দেশ, সমাজ সবই উদ্ধার হতো;
এখন সে সময় নয়- এখন কবিতা শুধুমাত্র আত্মবোধ আর স্বীকারোক্তির ডায়েরি।
তবুও আমি বিশ্বাস করি কবিতা লিখে সমাজ না বদলাতে পারলেও নিজেকে বদলানো যায়!!
১৩| ০৪ ঠা জানুয়ারি, ২০২০ দুপুর ২:০০
অধীতি বলেছেন: আমার যা বলার ছিল সবাই বলে দিয়েছে।আমি এখন মুগ্ধতায় ডুবে থাকবো।
০৫ ই জানুয়ারি, ২০২০ বিকাল ৩:১৭
সোনালী ডানার চিল বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে-
আমিও মন্তব্যের প্রতিউত্তরে কিছুই বলবো না;
কৃতজ্ঞতা!!
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০২০ বিকাল ৩:২৪
আলমগীর সরকার লিটন বলেছেন: সুন্দর অনুভব কবি দা
শুভ নববর্ষ ২০২০ জানাই-------