![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভারতের আসাম রাজ্যের বিজেপির বিধায়ক হোজাই শিলাদিত্য দেব বলেছেন, ‘বাংলাদেশ সৃষ্টি ছিল বড় ভুল। এ কারণে দশকের পর দশক ধরে আসামে মুসলমানদের ঢল মোকাবিলা করতে হচ্ছে।’ বিতর্কিত এই মন্তব্য করে তিনি দাবি করেছেন, মুক্তিযুদ্ধের পর বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে নেওয়া উচিত ছিল ভারতের।
আসামের নাগাঁও শহরে গত সোমবার স্থানীয় এক সংবাদবিষয়ক চ্যানেলকে বিধায়ক শিলাদিত্য দেব এসব কথা বলেন। তিনি আরও বলেন,
‘পূর্ব পাকিস্তান স্বাধীন হয়ে নতুন সৃষ্ট বাংলাদেশকে ভারতের অন্তর্ভুক্ত না করে বড় ধরনের ভুল করেছিলেন ইন্দিরা গান্ধী (ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী) ও তাঁর তৎকালীন কংগ্রেস সরকার। বাংলাদেশ সৃষ্টিই একটি বড় ভুল ছিল। তবে বাংলাদেশকে ভারতের একটি অংশ করা হলে এই ভুল শোধরানো যেত।’
এই মন্তব্যের সত্যতার বিষয়ে জানতে পরে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আসামের বিধায়ক শিলাদিত্য দেবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি টাইমস অব ইন্ডিয়াকে তা নিশ্চিত করেন। তিনি বলেন,
প্রতিবেশী দেশ থেকে ‘মুসলমান অভিবাসীদের’ ঢলের কারণে রাজ্যের চিত্র পাল্টে গেছে। বাংলাদেশ সৃষ্টি না হলে এ ধরনের পরিস্থিতির সৃষ্টিই হতো না।
২| ২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:১৯
ক্স বলেছেন: চেষ্টা কি আর কম করেছে? নেহাত শেখ মুজিব দেশে ফিরেছিল, নইলে ৭১ পার করে আর ৭২ দেখতে হোতনা। ওনাদের কথা শুনে মনে হয় দয়া করে আমাদের স্বাধীনতা দান করেছিল।
৩| ২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:২৫
জেকলেট বলেছেন: পাগল। যদি বাংলাদেশ ঐ বা এখন ও ভারতের সাথে একিভুত হয় তাহলে বাংলাদেশের ক্ষতি থেকে ভারতের ই ক্ষতি বেশি হবে। ছাগলটা এইটা ও বুঝেনা??? ও যে আসাম বা পূর্বাঞ্চলের বিধায়ক সেখানেই তো উনি সংখ্যালঘুতে পরিনত হতেন এবং মুসলিমরা সংখ্যাগুরু হত। কই থেকে এইসকল বালছাল জন্ম নে
৪| ২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৩৯
চাঁদগাজী বলেছেন:
মনে করবেন না যে, শুধু বাংলাদেশে ইডিয়টরা দলে স্হান পায়, ভারতেও দলগুলোতে শতকরা ৫০ ভাগের বেশী ইডিয়ট আছে।
৫| ২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৮
তারেক_মাহমুদ বলেছেন: ইতরদের কোন দেশ নেই, সকল ইতররাই একই রকম।
৬| ২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: চাঁদগাজী বলেছেন:
মনে করবেন না যে, শুধু বাংলাদেশে ইডিয়টরা দলে স্হান পায়, ভারতেও দলগুলোতে শতকরা ৫০ ভাগের বেশী ইডিয়ট আছে।
আমি তার প্রস্তাব ১৮ কোটি বাংলাদেশীর পক্ষ থেকে সমর্থন করলাম। সবাই হাত তুলুন।
৭| ২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৬
আখেনাটেন বলেছেন: ভোট পলিটিক্স। এগুলোকে গুরুত্ব না দিলেও চলবে।
©somewhere in net ltd.
১|
২১ শে মার্চ, ২০১৮ বিকাল ৪:৫০
সাইন বোর্ড বলেছেন: ভারত নিয়ে নিলে গণতন্ত্রের লেবাস পরে এই অগণতন্ত্র যুগের পর যুগ ধরে অন্ততঃ দেখতে হতোনা ।