নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এই আছে নেই, এই আছে নেই, জীবন চঞ্চল

ফাতেমা-তুজ-জোহরা

আশা নিয়ে ঘর করি....

ফাতেমা-তুজ-জোহরা › বিস্তারিত পোস্টঃ

মেয়েদের যা শেখা উচিৎ ছেলেদের কাছ থেকে

০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২২

স্রষ্টার সেরা সৃষ্টি মানুষ। কিন্তু পৃথিবীতে এসে হয়ে যায় পুরুষ এবং নারী। সৃষ্টির অগ্রযাত্রায় পুরুষ-নারী একে অন্যর পরিপূরক হলেও সাধারন ভাবে এরা শত্রুভাবাপন্ন। কেউ কারো চেয়ে ছোট নয়, এটা প্রমান করতে গিয়ে মাঝে মধ্যে এমন অবস্থা হয় যাকে বলা চলে "বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদেনি।" এবিষয়ে আমার ব্যক্তিগত মনোভাব হলো, পুরুষ হোক আর নারী অথবা শিশু ক্লিব যাই হোকনা কেন সবার থেকেই শেখার কিছুনা কিছু অবশ্যই আছে। আমার পরিবার কখনোই খুববেশী রক্ষণশীল নাহওয়ায় অনেক ছেলেদের সঙ্গে মেশার সুযোগ হয়েছে। ভাই, বন্ধু, শিক্ষক, বস, সিনিয়র, জুনিয়র বিভিন্ন পুরুষের সঙ্গে মিশে দেখেছি পুরুষেরা কিছু কমন আচরন শেয়ার করে। বিভিন্ন সময় একজন নারী হিসেবে আমার মনে হয়েছে এসব আচরনের কিছু কিছু নারীদের শেখা উচিৎ।



১. চোখ কার বন্ধ করে কিভাবে নিজের ক্যরিয়ার সচেতন হতে হয় এটা অবশ্যই যা শেখা উচিত।



২. নিজের কাজের সময় পুরো পৃথিবীতে ঝড় বয়ে গেলেও নিজের কাজে কিভাবে অবিচল থাকায় পুরুষ অপ্রতিদ্বন্ধী। এমনটি নিজের সন্তান ও যদি সেই ঝড়ের মাঝে পড়ে ক্ষেত্র বিশেষে সেখানেও নিজের কাজে ব্যস্ত থাকা যায়।



৩. প্রিয় মানুষকে(অবশ্যই নারী) পাশে বসিয়ে তার অগোচরে কিভাবে আশে পাশের মেয়েদের সঙ্গে ফ্লার্ট করা যায় এটা শিখতে অবশ্যই পুরুষের দারস্থ হতে হবে।



৪. একজন পুরুষের কাছ থেকেই আপনি শিখতে পারেন কেবল ঈর্ষাকাতর হয়ে কিধরনের অশ্লীল এবং কুৎসিত ভাষা প্রয়োগ করা সম্ভব হয়।



৫. কোন কারনে মেজাজ খারাপ হলে পুরুষ নারী নির্বিশেষে সবার প্রতি নারী সম্পর্কীত নোংরা গালি কিভাবে ব্যবহার করা যায়।



৬. গার্লেফ্রন্ড বর্তমান থাক না থাক তার সাবেক প্রেমিকের সঙ্গে কি ভাবে গভীর সখ্যতা রাখা যায় সেটা অবশ্য শিক্ষণীয়। নারীরা কখনোই প্রেমিকের সাবেকের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে পারেনা। দিন শেষে যখন প্রেমিক চলে যায় সে হয়ে যায় একা। কিন্তু পুরুষ কি করে? গার্লফ্রেন্ড সাবেক হেয় গেলেও প্রেমিকার দুই সাবেককে দেখা যায় গলাগলি করে আড্ডা দিতে বা বিরহের গান কবিতা পড়তে বা গাইতে।



আজ আপাতত এখানেই শেখা শেষ করি। পরে আরো শিখবো। ততক্ষন পর্যন্ত আপনারাও চোখ কান খোলা রাখুন। নতুন কিছু শিখলে শেয়ার করুন।

মন্তব্য ৩৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২৮

টুম্পা মনি বলেছেন: :D :D :D :D :D :D

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৭

ফাতেমা-তুজ-জোহরা বলেছেন: ;)

২| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৩:৫৫

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: দয়া করে ছেলেদের কি শেখা উচিত মেয়েদের কাছ থেকে সেটাও শেয়ার করুন... ;) ;) :P :P

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৭

ফাতেমা-তুজ-জোহরা বলেছেন: আহা সেটেতো ছেলেরাই ভালে জানাতে পারবে, তাই না?

৩| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০৫

ডরোথী সুমী বলেছেন: মজা পেলাম।

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৮

ফাতেমা-তুজ-জোহরা বলেছেন: ধন্যবাদ

৪| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২০

ভারসাম্য বলেছেন: ধুররররর্ ... ভাবলাম আমাদের কাছ থেকে ইতিবাচক কিছু শেখার কথা বলবেন। এসে দেখি খালি নেতিবাচক ব্যাপার! মাইনাচ। /:)

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ১:৫৯

ফাতেমা-তুজ-জোহরা বলেছেন: ধন্যবাদ। ইতিবাচক কি কি শেখা যায় আইডিয়া দেন তো!!! ভবিষ্যতে অবশ্যই লিখবো :)

৫| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৩৮

আহমেদ আলিফ বলেছেন:
কিছু মনে করবেন না !
ছেলেদের মাঝে ভালো , মন্দ দুইটাই আছে কিন্তু
ভালো গুলি দেখার চখু আপনার নাই ;)

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০০

ফাতেমা-তুজ-জোহরা বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ। ইতিবাচক কি কি শেখা যায় আইডিয়া দেন তো!!! ভবিষ্যতে অবশ্যই লিখবো :)

৬| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:৪৬

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: কঠিন ব্যাপার স্যাপার!!!!!

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০২

ফাতেমা-তুজ-জোহরা বলেছেন: :P :P :P

৭| ০৭ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:৫১

একজন আরমান বলেছেন:
আপনি মনে হচ্ছে অতিশয় বিরক্ত !

যা বলছেন তা অবশ্যই সত্যি !
কিন্তু তা সকল পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় !

চাইলে নারীদের এর থেকেও হাজার গুন বাজে স্বভাব বলতে পারি !
কিন্তু এর মানে কি সব নারীই খারাপ? !
ভালো খারাপ মিলিয়েই মানুষ !
হয়তো আপনার সাথে খারাপ কিছু হয়েছে তাই আপনার এমনটি মনে হচ্ছে। আবার আমার সাথে খারাপ কিছু হয়েছে বলে আমারও এর উলটো গুলি মনে হয় !

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০১

ফাতেমা-তুজ-জোহরা বলেছেন: আপনার ধারনা সঠিক। কিন্তু আমি তুলনামূলক কমন বিষয় গুলোকে এনেছি। পড়ে মন্তব্য করার জন্য ধন্যবাদ।

৮| ০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

হেডস্যার বলেছেন:
ব্যাপুক গভেসোনা।
এইবার চিকিতসা বিজ্ঞানে নো-বেইল আপনার কপালে....সুনিশ্চিত

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৩

ফাতেমা-তুজ-জোহরা বলেছেন: এবারেও হলো না :'( :'( :'(

৯| ০৭ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:৫৬

শ্রাবণধারা বলেছেন: অপরিচ্ছন্ন, অগোছাল চিন্তার বিরক্তি প্রকাশক লেখা।

সাধারণত মানুষ রোল-মডেলদের কাছ থেকে শেখে। আর রোল-মডেল নারী বা পুরুষ যে কেউ হতে পারে। মেয়েরা এরকম বা ছেলেরা এরকম - এই ধারনার উপর কেউ কিছু শেখে বলে মনে হয় না।

আর জীবনে একটা ভাল ছেলের দেখা পেলেই, আপনার যে আর খারাপগুলোর কথা মনেই থাকবেনা এটা নিশ্চিত। শুভকামনা রইলো।

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৭

ফাতেমা-তুজ-জোহরা বলেছেন: হা হা হা আমি কিন্তু পুরুষ বিদ্বেষী নই :)
"আর জীবনে একটা ভাল ছেলের দেখা পেলেই, আপনার যে আর খারাপগুলোর কথা মনেই থাকবেনা এটা নিশ্চিত।" এটা আমিও জানি :)
আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ

১০| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৩

কান্ডারি অথর্ব বলেছেন:


পুরুষদের চোখে নারী আর নারীদের চোখে পুরুষ সবসময় একই রকম। তবে একজন পুরুষ হিসেবে যেমন একজন নারীর প্রতি বিদ্বেষ না রেখে শ্রদ্ধা রাখা উচিত ঠিক তেমনই একজন নারীর উচিত পুরুষের উপর বিদ্বেষ না রেখে শ্রদ্ধা রাখা।

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৬

ফাতেমা-তুজ-জোহরা বলেছেন: দেখুন আমি বিশ্বাস করি নারী পুরুষ একে অন্যের পরিপূরক এবং সবচেয়ে ভালো দর্পণ (আয়না) একজন পুরুষ নারীকে যতটা ভালো বুঝতে পারে ওই নারী নিজেও ততটা নিজেকে বুঝতে পারে না। উল্টোটাও সত্যি বলেই বিশ্বাস করি। কোন মেয়ের সমালোচনার চেয়ে কোন ছেলের সমালোচনাকে আমি বেশী গুরুত্ব দেই। ভালো মন্দ দুটোই থাকে এটা সত্যি তবে যেহেতু ভালোটাকেই আমরা স্বাভাবিক ধরেনেই তাই মন্দটার সমালোচনা করি। আপনার মতামতের জন্য ধন্যবাদ :)

১১| ০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:১৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কেমন জানি একটু একদিকে চলে গেলনা? যদি ৯:১ করেতেন ! ভাল লাগল তার পরও।

০৮ ই অক্টোবর, ২০১৩ দুপুর ২:২৬

ফাতেমা-তুজ-জোহরা বলেছেন: দেখুন আমি বিশ্বাস করি নারী পুরুষ একে অন্যের পরিপূরক এবং সবচেয়ে ভালো দর্পণ (আয়না) একজন পুরুষ নারীকে যতটা ভালো বুঝতে পারে ওই নারী নিজেও ততটা নিজেকে বুঝতে পারে না। উল্টোটাও সত্যি বলেই বিশ্বাস করি। কোন মেয়ের সমালোচনার চেয়ে কোন ছেলের সমালোচনাকে আমি বেশী গুরুত্ব দেই। ভালো মন্দ দুটোই থাকে এটা সত্যি তবে যেহেতু ভালোটাকেই আমরা স্বাভাবিক ধরেনেই তাই মন্দটার সমালোচনা করি। আপনার মতামতের জন্য ধন্যবাদ :)

১২| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১৬

ইখতামিন বলেছেন:
হায় হায়, এসব কী দেখছি আমি ....... #:-S :P +++

১৩| ০৮ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:২২

ইখতামিন বলেছেন:
সবাই এক রকম হয় না। সকল পুরুষ যেমন মন্দ নয়.. তেমনি সকল নারীও ভালোর দলে পড়ে না.. ভালো - খারাপ সবখানেই আছে ;)

১১ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৫

ফাতেমা-তুজ-জোহরা বলেছেন: ধন্যবাদ। ১০ নম্বর কমেন্টের উত্তর দ্রষ্টব্য :)

১৪| ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:১৯

মাহবু১৫৪ বলেছেন: :-* :-*

২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৪

ফাতেমা-তুজ-জোহরা বলেছেন: ???

১৫| ১৪ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:১১

দুঃস্বপ্০০৭ বলেছেন: ;) :P :) :D

২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৪

ফাতেমা-তুজ-জোহরা বলেছেন: ;)

১৬| ২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:৪৭

ইলুসন বলেছেন: মাইনাচ!

২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:০৫

ফাতেমা-তুজ-জোহরা বলেছেন: ধন্যবাদ

১৭| ২২ শে নভেম্বর, ২০১৩ দুপুর ২:১৯

নিঃশব্দ শিশির! বলেছেন: আপনার কাজ কর্ম নাই বা থকেলেও তাতে ফাকি মারছেন। কাজে মন দিন। তাতে সবার মঙ্গল হবে। এই সব অজাইরা জ্ঞান বিতরন না করলেও চলবে।।

২৩ শে নভেম্বর, ২০১৩ সকাল ১১:২৯

ফাতেমা-তুজ-জোহরা বলেছেন: আপনার কাজ কর্ম নাই বা থাকলেও তাতে ফাঁকি মারছেন, ব্লগে ঘোরাঘুরি করছেন, অন্যের ব্লগে ঢুঁ মারছেন। কাজে মন দিন। আমার প্রোফাইলে না আসলেও চলবে। তাতে সবার মঙ্গল হবে।

১৮| ২৩ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৫৪

জেনারেশন সুপারস্টার বলেছেন: হাসলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.