নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই কত দিন, কত বছর, কত যুগ, কত শতাব্দী, কত সহস্রাব্দ থেকে ছুটছি আমি
আমি কখনো আফ্রিকার কালো নিগার,
কখনো যাযাবর কুর্দি, কখনো দিশেহারা ইহুদী,
কখনো বৌদ্ধ বা হিন্দু বা মুসলমান, আমি আদিবাসী, আমি রাইখ্যান!
আমার গায়ে কখনো লিখা ছিল না দেশের নাম
আমি বার বার না জেনে জন্মেছি জন্মভূমির দেশে!
জন্মভূমি! আহা! কে আমায় দিয়েছিল আশ্রয় তোমার বুকে
আমি জানি না।
আমি জানি না মরুভূমির মরূদ্যানে কে আমায় দিয়েছে জল
আমি জানি না আমার বেদুঈন মা কেন পথ চলে সীমানা-হীন তেপান্তরে
স্তেপের বিশাল আকাশ আর বিস্তীর্ণ তৃণভূমির বুকে
কেন আমি নিজেকে করেছিলাম আবিষ্কার আমি জানি না ।
আহা জন্মভূমি! তোমার পাহাড়ের বুক চিরে যে ছোট ঝর্ণাধারাটি
নেচে নেচে নেমে আসে আমাদের কুড়ে ঘরটির পাদদেশে
আকাশ তো বলেনি সে আমার নয়!
আকাশ তো বলেনি আকাশের বুকে ভেসে বেড়ানো গর্বিত বাজপাখি
আমার দেবতা নয়। যার পালকের মুকুট মাথায় আমি ঘোড়া ছুটিয়েছি আজীবন।
আমি জানি না ঘামে ভেজা আমার মায়ের আঁচলে কেন বাঁধা থাকে মাতৃভূমি!
সেই কত দিন, কত বছর, কত যুগ, কত শতাব্দী, কত সহস্রাব্দ থেকে ছুটছি আমি
হিংস্র হায়েনারা না হিংস্র মানুষেরা মদমত্ত হত্যার নেশায় তাড়া করে ফিরে বার বার
কিন্তু অরা জানে না
মায়ের আঁচলে বাঁধা মাতৃভূমি আর আকাশের সীমানা থেকে কিভাবে করবে পার!
©somewhere in net ltd.
১| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:৪৭
ফয়েজ উল্লাহ রবি বলেছেন:
অসাধারণ লিখেছেন শুভেচ্ছা শুভ কামনা রইল।