![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা মাত্র গ্লাস, পুরনো কালশিটে দাগ । পানি খেতে গিয়ে নাক টা কুচকে গেল, অবশ্য আজ অনেকদিন কোন গন্ধ পাই না।তাই যেখানে ভুরু কুঁচকে যায় আর সবার সেখানে আমি বরাবরি নাক কুঁচকে ফেলি, অভ্যাস টা এখন আর নিয়ন্ত্রনে নেই।
তাকিয়ে থাকলাম এক দৃষ্টিতে গ্লাস টার দিকে,পরিস্কার পানি টলটল করছে।পিপাসা টা এখন আর অনুভব করছি না, গ্লাস টা নামিয়ে রাখলাম।সে বড় অসহায় ভাবে আশেপাশে তাকাল, কষ্টকে ছাপিয়ে ক্লান্তির দাগ।একবাটি চানাচুর আর অমীমাংসিত অপরাধ বোধ।
©somewhere in net ltd.
১|
২৬ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৫৭
হাসান মাহবুব বলেছেন: কী খবর আপনার?