![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিন সপ্তাহ ধরে আসছি। এখনো ওয়াচে আছি।
জানিনা কবে জেনারেল হবো।
এর মধ্যে দু একটা লিখছি, কেউই পড়ে নাই। দুই চার জন ঘুরে গেছে।
অথচ অনেক জনের পাতায় যাই। দেখি একটাও লেখে নাই।
খালি দেখার জন্য সাইন আপ করি নাই।
বলতে চাই, অন্যের টা পড়ে মন্তব্যও করতে চাই।
আমার এই সাদা পাতায় ওনারা কি দেখেন?
আমি তো এখানে চেহারাই দেই নাই।
মডারেটরদের চোখ কি দারুণ।
এক সপ্তাহের কথা বলে তিন সপ্তাহ পার আর কতদিন যে লাগবে বলা যায় না।
মডারেটররা নাকে তেল ঘুমায়া আছেন আর আমারে ওয়াচে রাখছেন।
মডুরা হচ্ছেন ঘুমন্ত পাহারাদার।
২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৭
দুরদেশী বালক বলেছেন: ডাকেন না ভাই । আর কোতোদিন?
২| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৩
হান্টার১ বলেছেন: অনতাতো ২মাস
২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২০
দুরদেশী বালক বলেছেন: দেখি কি করে।
৩| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৩
এন ইউ এমিল বলেছেন:
২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২১
দুরদেশী বালক বলেছেন: বুঝিনা কি কমু।
৪| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৬
দায়িত্ববান নাগরিক বলেছেন:
৫| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৭
কান্ডারি অথর্ব বলেছেন:
বেশী করে পোস্ট দিন আর পড়তে থাকুন অন্যের পোস্ট আশা করি সেফ হবেন।
২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৩
দুরদেশী বালক বলেছেন: জি জনাব। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ।
আপাতত দুই চাইর মাসের মতো ঘূমাই।
৬| ২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৩
আজ আমি কোথাও যাবো না বলেছেন: আমার দুমাস লাগসিলো। পোস্টান বেশী বেশী।
২৩ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৩
দুরদেশী বালক বলেছেন: কই পোস্টামু। নিজের লগেই বসবাস
৭| ০১ লা মে, ২০১৩ রাত ২:০২
বাউন্ডুলের গল্প বলেছেন: জনাব, শুধু পোষ্ট না দিয়ে এক কাজ করুন- মডারেশন স্ট্যাটাস উন্নতি করতে পোষ্ট এর বিষয় ও শিরোনাম টি এমনভাবে নির্বাচন করুন যাতে সবার আগ্রহের সৃষ্টি করে। পোষ্টের উপস্থাপনায় কিছুটা রম্য মিক্স করুন যাতে পাঠক মজা পান এবং আপনাকে অনুসরন তালিকায় রাখেন। প্রাতমিকভাবে পোস্ট এ বিতর্কের সৃষ্টি না করাই ভালো। প্রতি দিন একটি করে অন্তত পোষ্ট করুন। আপনার ছেলেবেলার মজার কোন ঘটনা নিয়ে লিখুন যাতে আপনার পোষ্ট এর ভিজিটর বাড়ে। মজার ঘটনার সঙ্গে আপনার জীবন থেকে নেয়া কিছু অভিজ্ঞতা ও শিক্ষার সংমিশ্রন ঘটাতে পারেন। বেবে দেখুন---- আমিও একবার আইডি তৈরী করেছিলাম কিন্তু আপনার মতন ই অবস্থা। অবশেষে নতুন করে আইডি করে খুব দ্রুতই সেফ স্ট্যাটাস পেয়ে যাই! ধন্যবাদ, ভালো থাকবেন।
৮| ০১ লা মে, ২০১৩ রাত ২:০৭
বাউন্ডুলের গল্প বলেছেন: আর এতেও যদি না হয় তাহলে আমার একান্ত নিজস্ব একটি ওয়েব সাইট আছে যার ডোমেইন ও হোষ্টিং আমার নিজস্ব মালিকানাধীন! আমি একাই লিখি! চলে আসেন ব্রাদার! www.baundulay.com
০১ লা মে, ২০১৩ সকাল ১০:১৮
দুরদেশী বালক বলেছেন: পরামর্শের জন্য ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৯
রেজা সিদ্দিক বলেছেন: শিরোনাম খারাপ হয় নাই।
ভালই।