![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রধানমন্ত্রী ফোন করেছেন বিরোধী নেত্রীকে- সংকট নিরসনে আলোচনায় বসার জন্য। হরতাল প্রত্যাহারের জন্য। কিন্তু এই সংলাপ সফল হবে না-
কারণ
এই সংলাপে নির্দলীয় সরকারের দাবী মানা হবে এমন কথা বলা হয় নি।
এই সংলাপে কেবল বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়- জামাতকে বা ১৮ দলকে নয়। অতএব জামাত ছাড়া বিএনপি সংলাপে যেতে পারে না।
এই সংলাপের আমন্ত্রণে সম্মানিত নাগরিকদের বিষয়ে সরকার কি করবে সে বিষয়ে কিছু বলেন নাই।- যে সব ওলামায়ে কেরাম এবং সম্মানিত নাগরিক জেলখানায় বন্দী আছেন এবং মৃত্যুদন্ডের রায় নিয়ে দিন গুণছেন- তাদের মুক্তি ছাড়া সংলাপ হতে পারে না।
আর হরতাল ডেকেছে ১৮ দল। বিরোধী নেত্রী একা কি এই হরতাল ইউথড্র করতে পারে? সম্ভব না। বিশেষত সভার সামনে যে তৌহিদী তরুণদের সন্তুষ্ট করার জন্য হরতাল দেওয়া হলো- সেই তৌহিদী ও লড়াকু তরুণদের হৃদয় ভেঙ্গে হরতাল প্রত্যাহার কার সম্ভব নয়।
আর সেই সজন্য এই সংলাপ সফল হবে না বরং এটা হবে একটি প্রতারণামূলত সময়ক্ষেপন কৌশল।
এই দুই দলের কাছে এর চেয়ে বেশি প্রত্যাশা মানুষের নেই।
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:০২
দুরদেশী বালক বলেছেন: অতএব আমার ধারণা সত্য গওয়া সময়ের ব্যাপার
২| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:২৬
রানার ব্লগ বলেছেন:
যে সব ওলামায়ে কেরাম এবং সম্মানিত নাগরিক জেলখানায় বন্দী আছেন এবং মৃত্যুদন্ডের রায় নিয়ে দিন গুণছেন- তাদের মুক্তি ছাড়া সংলাপ হতে পারে না।
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৩১
দুরদেশী বালক বলেছেন: আপনার কি মনে হয়? হবে? ইতোমধ্যে তো এমন মন্তব্য এসেছে ১৮ দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপি কে সিদ্ধান্ত নেবে ১৮ দল?
৩| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪১
রাজ্জাক রাজ বলেছেন: আম্লিগ ধর বস্তায় ভর।
Typed with Panini Keypad
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৯
দুরদেশী বালক বলেছেন: হ্যা- এটাই এখনকার আওয়াজ। ইমপ্লাইড নয়- না হলে হরতাল ঘোষণা হতে না্ হতেই আগুণ টাগুণ।
শুকর শাবকরা আর করবেই বা কি?
৪| ২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৭
চাদের জোসনা বলেছেন: সব বকওয়াজ। ডাইনি কোন সময় ভাল কথা বললেও বুঝতে হবে এর পেছনে অজানা কোন দূরভিসন্ধি কাজ করছে। একান্তই টাইম কিলিং
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:১৯
দুরদেশী বালক বলেছেন: কে যে ডা্ইনি তা বলা মুশকিল
৫| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:২৪
ঠোঁটকাটা০০০৭ বলেছেন: সংলাপ মানবে না- বিএনপি। বিচার মানি তাল গাছ আমার। তাছাড়া সরকার যদি অভেধ হয় তাহলে সংলাপ কার সাথে। বিন্ইপ কি ধরা খাবে?
২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৩
দুরদেশী বালক বলেছেন: না সংলাপ তো হনে না। এতো চিন্তার কি?
৬| ২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪১
পটাশিয়াম নাইট্রেট বলেছেন: তিনি কিন্তু নিজ হাতে রান্না করে খাওয়াবেন বলেছেন! আহা! দিলে কি মহব্বত! ঐ ডাইনি টা যে কতবড় শয়তান তা বোঝার জন্য এটাই যথেষ্ট।
২৭ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০২
দুরদেশী বালক বলেছেন: তা ঠিক। যিনি তাকে খুন করার জন্য গ্রেনেড মেরেছিলেন- তাকে দাওয়াত করে খাওয়ানো- এটা অবিশ্বাস্য। আসলেই এগুলো সব ভনিতা।
৭| ২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:১৫
সাংবাদিক মানেই সাংঘাতিক বলেছেন: খালেদা জিয়ার বক্তৃতা লিখে দেন আরেকজন। সাংবাদিকরা কোন প্রশ্ন করলে এন্সার করতে পারেন না। তিনি সংলাপে কী আলোচনা করবেন আর কী সিদ্ধান্তে পৌছাবেন ????
৩১ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪৮
দুরদেশী বালক বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১|
২৬ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৮
আখিলিস বলেছেন: "জামাত ছাড়া বিএনপি সংলাপে যেতে পারে না" সহমত; কারন বিএনপি এখন জামাতের বি'টিম ।