নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আধাঁর শেষে আলো আসবেই

চাঙ্কু

অদ্ভুত আঁধার এক এসেছে এ পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা;যাদের হৃদয়ে কোনো প্রেম নেই-প্রীতি নেই-করুনার আলোড়ন নেই পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া।যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি,এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয়মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনাশকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। [অদ্ভুত আঁধার এক/জীবনানন্দ দাশ]

চাঙ্কু › বিস্তারিত পোস্টঃ

আফসুসিত কপিজ্ঞতা

১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৯



কপিজ্ঞতা-১
গতবার ঢাকায় গিয়ে এয়ারপোর্টে নেমে উবার কল করলাম। যেই গাড়ীটা এসেছে, সেটা ভালোই কিন্ত পেসেঞ্জার সিটে বসতে গিয়ে আমার চোখ ছানাবড়া! ড্রাইবার সিটবেল্ট লক করে রেখেছে। আনলক করার কথা বলতেই বলল- ঢাকা শহরে কেউ সিটবেল্ট ব্যাবহার করে না, কিছু হবে না ব্লা ব্লা ব্লা। আমাকে বলল- ভাই, আন্নে কুন হাগলনি? জীপনে দেখছেন কোনদিন কেউ ইচ্ছা করে ফাঁস লাগায়? আপনি ইচ্ছা করে ফাঁস লাগিয়ে হাসঁ-ফাঁস করতে চান কেন? যখন এক্সিডেন্টের কথা বললাম, তখন সে ইচ্ছা না থাকা সত্বেও সিটবেল্ট খুলে দিল। মজা পেলাম যখন ট্রাফিক পুলিশ গাড়ী থামিয়ে কাগজ-পত্র চেক করার সময়ও ড্রাইভারের সিটবেল্ট ব্যাবহার না করা নিয়ে কিছু বলে নাই।

কপিজ্ঞতা-২
আমার এক তেধড় ইন্টার্ন সবকিছুতে বেশ শার্প কিন্তু গাড়ির পেসেঞ্জার সিটে বসলে তার কেন জানি সিটবেল্ট বাধতে বিরাট অনিহা বিশেষ স্বল্প দুরত্বের ড্রাইভ হলে। ড্রাইভ করার সময় কিন্তু সে ঠিকই সিলবেল্ট বাধে। জিজ্ঞাসা করলে বলে সিটবেল্ট নাকি তার কাছে ফাঁসের মত মনে হয়। আজকে লাঞ্ছ করতে গেছি অফিস ৭/৮ মিনিট দুরত্বের একটা রেষ্টুরেন্টে। আমি ড্রাইভ করতেছি আর সে যথারীতি সিটবেল্ট না বেধেঁ কাবুম কাবুম স্টাইলে গেমস খেলতেছে। কয়েক মিনিট যাওয়ার পরেই আমাদের গাড়ির পিছনেই শুনি পুলিশের জ্বালাময়ী ভাষন থুক্কু সাইরেন। রাস্তার পাশে গাড়ি দাঁড় করাতেই কয়েকটা প্রশ্ন জিজ্ঞাসা করে পুলিশ হাতে হারিকেন ধরিয়ে দিছে। তাকিয়ে দেখি হারিকেনের দাম মাত্র ১২৫ ডলার জরিমানা। দেশে থাকলে লোডশেডিং মোকাবিলা, ও লাল্লা করার জন্য এই টাকা দিয়ে বেশ কয়েকদিনের কেরোসিন কিনা যেত :)

মর‍্যাল অফ দ্যা হিস্টোরি হল- যেমন খুশি তেমন সাজের মত ঢাকার রাস্তায়ও যেমন খুশি তেমন ড্রাইভ করা যায় আর ইহুদি-নাসারাদের দেশে খুশি মনে রাস্তায়ই নামা যায় না!! আফসুস!

মন্তব্য ১৬২ টি রেটিং +৭/-০

মন্তব্য (১৬২) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৫

আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: আঈন যারা মানতে বাধ্য করার কথা। তারাই মানে না ।। আবার আমরাও জানিনা। জানিনা মানিও না। চক্রাকার প্রবাহ

১৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৫

চাঙ্কু বলেছেন: আইন প্রনেতেরা আইন মানে না সেটা ঠিক তবে দোষ আমাদেরও কম না। রাস্তায় আইন না মানাটা আমাদের জাতিগত অভ্যাসে পরিণত হয়েছে

২| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৫

সনেট কবি বলেছেন: এখানে অনিয়মটাই নিয়ম।

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩১

চাঙ্কু বলেছেন: সেটাই। এটার পরিবর্তন হওয়া দরকার!

৩| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: যেমন খুশি তেমন সাজের মত ঢাকার রাস্তায়ও যেমন খুশি তেমন ড্রাইভ করা যায়
ইহুদি বলে কি লাভ ?
আপনা ধর্ম আচরি,
আইন সকলের তরে তবে,
চোরা না শুনে ধর্মের কাহানী

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৯

চাঙ্কু বলেছেন: এত সিরকাস হলে কেমনে কি!! সহনশীলতা একটু বাড়ানো যায় না?
এইটা জাস্ট ব্যঙ্গাত্মক অর্থে ব্যাবহার করেছি।

আইন সকলের তরে তবে

এইডা শুধু সংবিধান নামক এক মিস্টিরিয়াস বইতে ঘুমায়ে আছে, প্রয়োগ নাই।

৪| ১৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫৪

রাজীব নুর বলেছেন: আমাদের দেশে অনিয়মটাই নিয়ম।
সব শালা ধান্দাবাজ। এই শহরে আমার এক মুহুর্ত থাকতে ইচ্ছা করে না।

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৫

চাঙ্কু বলেছেন: যেইরকম জনগণ, তারা সেইরকমই নেতা পায়। এইজন্য এই অনিয়মের দায় আমরাও এড়াতে পারি না।
সিটবেল্টের মত বেসিক জিনিস নিজের সেইফটির জন্য মেনে চলা উচিত, আইনের কথা পরে।
প্রতিদিন সকালে আর রাতে যেমন করে দুইবেলা কেউ না বললেও দাঁত ব্রাশ করেন, সেইরকম আইনের কথা চিন্তা না করে গাড়িতে উঠেই সিটবেল্ট বাধা উচিত।

৫| ১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৪

মনিরা সুলতানা বলেছেন: মর‍্যাল অফ দ্যা হিস্টোরি পছন্দ হইছে :)

১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৬

চাঙ্কু বলেছেন: অনেক বন্যবাদ, কুবি। আপনাকে কখনও বলা হয়নি, আপনার প্রোপাইলের ছবিটা দেখলেই মনটা ভরে যায়!

৬| ১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:২৩

শায়মা বলেছেন: বুঝেছি তুমি ঢাকায় এসেছো এটা আমাদেরকে জানাচ্ছো ! ওয়েলকাম ওয়েলকাম স্বাগতম স্বাগতম!!


কিন্তু শয়তান ট্রাফিক আমাকেই শুধু ধরে-

বলে আফা আপনারা শিক্ষিত মানুষ হইয়া যদি বেল্ট না বাঁধেন তাইলে কেমনে হয়!!! এমন রাগটা লাগে!

একদিন বলে, আপা স্যরি আপনার নামে ছুট্ট একটা মামলা হবে!!


মামলা!!!!!!! শুনেই তো আমি আকাশ থেকে পাতালে!!! বলে কি!! কাউকে মারি নাই ধরি নাই। এমনকি কাউকে ধাক্কা পর্যন্ত দেই নাই। রিক্সাওয়ালা সামনে আসলেও আমি বলি ভাই আপনি আগে চলে যান তবুও তবুও আমার শান্তি হরণ করিবেন না....

আর এই আমাকে বলে মামলা!!!!!!!!

সেই মামলার নাকি ১০০০ টাকা জরিমানা !

আমি তো ভাবি বাবা তুই ২০০০ নে তবুও মামলা!!!!!!!!

আমার পাশেই ছিলো আমাদের ড্রাইভার বলে - ঐ মিয়া আপনে সার্জেন আনেন! আপনি মামলা দেবার কে হে!!

ট্রাফিক বলে - ঐ বেটা তুই গাড়ি থিক্কা নাম। তুই চাকরী নিয়া বাবু হইয়া এই সিটে বইয়া রইসস কেন??

ড্রাইভারকে মনে হলো ট্রাফিকের বড় ভাই। বলে আপা আপনি গাড়ি টান দেন আমি দেখবো নে পরে! সেই কথা শুনে আমি চোখ বুঁজে সা!!!!!!!!!!!!! মিঃ বিনের কথাই শুধু তখন মনে পড়ছিলো সেই বিপদে।

সেইদিন থেকে ড্রাইভারের সাহসিকতায় আমি বিশাল মুগ্ধ।

তবে সিটবেল্টোখানা না বাঁধাই আমার অপরাধ ছিলো!


আরে ছোটবেলা থেকে তো এই অভ্যাস করিনি হঠাৎ বললে কি মনে থাকবে বলো!!!!! :(

তবে জানোই একবার শিক্ষা পেলে আমি জীবনে ভুলিনা ...... :(

২০ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪০

চাঙ্কু বলেছেন: ওয়েলকাম ওয়েলকাম স্বাগতম স্বাগতম!! - এর জন্য তোমারে বন্যবাদ। এয়ারপোর্টে তোমার জন্য ২ ঘন্টা দাড়িয়ে ছিলাম। ভেবেছিলাম লাল কার্পেট না হলেও অন্তুত শায়মা লাল একটা প্লাস্টিক নিয়ে আসপে কিন্তু আফসুস সে আসল না। তুমারে ভূতে খাক! :P

তোমার ড্রাইভার দেখি সেইরাম আছে!! ছোট করে মামলা আবার কি জিনিস? হাহা হাহাহ B-))
পুলিশের ঘুষের কারনে আমাদের আইন না মানার প্রবনতার কারনে আমারদের রাস্তাতে এত মানুষ মরে :(

জোক্স এসাইড, সিটবেল্টটা নিয়মিত পড় বলে ভাল লাগছে। আর নিজে ড্রাইভ কর আর ড্রাইভার ড্রাইভ করুক, ট্রাফিক আইন মেনের চলার চেষ্টা কর। এইগুলা আমাদের নিজের নিরাপত্তার জন্যই দরকারি। সরি, একটা লেকচার দিয়ে ফেললাম।

৭| ১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৬

শিখা রহমান বলেছেন: মরাল অব দ্যা হিস্টোরির সাথে একমত। :) আমার হিস্টোরি থেকে এমন শিক্ষাই হয়েছে। :(

শুভকামনা।

২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

চাঙ্কু বলেছেন: আপনার শিক্ষাটা নিয়ে লেখে ফেলেন, পিলিজ!

কুবি কইছেন- ম্যান/ উইম্যান আর মর্ঠাল মানে মানুষ হিস্টোরি থেকেই শিক্ষা গ্রহন করে :)

ভালো থাকবেন।

৮| ১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৮

রাকু হাসান বলেছেন:


জেডা স্বাগতমমমমমমম ;) B-)) । আগে কইবেন না ,জানলে তো আমি ফুলের ঢালি লিয়া হাজির হইতুম :P =p~

শায়মা বলেছেন: বুঝেছি তুমি ঢাকায় এসেছো এটা আমাদেরকে জানাচ্ছো ! ওয়েলকাম ওয়েলকাম স্বাগতম স্বাগতম!!
হাহাহা শায়মা আপু এটা কি কও তুমি B:-) ।জেডা পোস্ট করার জন্য সেই ছোট সাল থেকে অনুরোধ করতাছি :P আর তুমি X((
জেডা অলস প্রতিযোগিতায় নাকি অপরাজিত চ্যাম্পিয়ন B-))
অভিনন্দন জেডা নতুন পোস্টে ।
নতুন করে পোস্টানোর জন্য অনেক ভালুবাসা জেডা B-)) :P । নতুন শব্দ শিখলাম কাবুম কাবুম =p~ B-)
আমার বদলাবো কবে জানি না :( । সিট বেল্ট বাঁধার অভ্যাসটা প্রথম থেকে থাকলে বা গার্ডিয়ানরা ছোট থেকেই শেখালে এমনটা হবে না ।

২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:২৯

চাঙ্কু বলেছেন:
আমি ভেবেছিলাম তুমি আর শায়মা অন্তত লাল লাল প্লাস্টিক বা লাল বস্তার নিয়ে হলেও শুভেচ্ছা জানাইতে থাকপা কিন্তু তোমার কেউ এয়ারপোর্টে আসলা না। আফসুস।

আর অপরাজিত চ্যাম্পিয়ন কি জিনিস? আমি হলাম অপরাজিত অলস্প্যিয়ান। তোমার জ্বালায় নয়া পোষ্ট না দিয়ে পারলাম না। এখন আমি এখন অলস্প্যিয়ান খেতাটা থুক্কু খেতাবটা খোয়াতে বসেছি। তোমারে জ্বীনে ধুরুক :P

আমি পোষ্ট লেখতে বসলেই আমার মাথায় উল্টা-পাল্টা শব্দরা উড়ে উড়ে আসে। বাংলা ভাষার মনে হয় আমিও কম বারোটা বাজাচ্ছি না। আফসুস।

সিট বেল্ট না বাঁধার ব্যাপারটা আমার কালচারাল সমস্যা। তবে বদলাতে সময় লাগবে। অর্থনৈতিক উন্নতি হলে মানুষের সাধারনত অভ্যসগত উন্নতিও হয়।

৯| ১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০২

নতুন বলেছেন: জেডা দেশে গেলা.... জেডী কই??? :)

২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৩২

চাঙ্কু বলেছেন: জেডী বলে কিছু নাই, জেডা। সব গুজব ;)

১০| ১৯ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:২৩

কথার ফুলঝুরি! বলেছেন: আমদের বাঙ্গালীদের জন্য নিয়ম না মানাই হচ্ছে নিয়ম । বড়ই অদ্ভুত জাতি আমরা । আপসুস আপসুস :|

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৬

চাঙ্কু বলেছেন: আমরা আসলেই অদ্ভুত জাতি। সভ্য দুনিয়ার কিছু বেসিক আইন-কানুনও আমরা মানি না :(

১১| ১৯ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫৮

আরোগ্য বলেছেন: কাকু, আপনার পোস্ট দেইখ্যা ভাবলুম দীর্ঘ মজা হইবে। তাই দুপুরের খাবার খাইয়া পড়তে বসলুম।একি এক নিশ্বাসে পিনিস।তা বাংলাদেশ যদি নিয়ম মানে তয় ভাঙতু কোন দেশ ?
ভিটা মাটিতে ভেলকাম।

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৫৮

চাঙ্কু বলেছেন: ওরে জেডা, এই পোষ্টে আসলে মজারু কিছু নাই। শুধু কপিজ্ঞতা শেয়ার করতে চেয়েছিলাম তাও তুমি দুপুরের খাবার খেয়েই পড়ে ফেলেছ শুনে খুব বালো লাগল।

বাংলাদেশ যদি নিয়ম মানে তয় ভাঙতু কোন দেশ ? - আমার মনের কথাডাঈ বলে দিছ।

ভালো থেকো জেডা। কষ্ট করে পড়ার জন্য আবারও বন্যবাদ।

১২| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০০

অন্তরন্তর বলেছেন: ওরে জেডা দেশে গেছ তাইলে। আমি হিংসিত। যে কেও দেশে গেলেই আমি হিংসিত হই। তুমার দেশের থাকা নিরাপদ হউক।
তাইলে তুমি পোস্ট একটা দিয়াই দিলা কি কউ। আমি সিট বেল্ট বাঁধার কখনও ভুল করি নাইক্কা। আমাদের দেশে সব ফ্রি মাইনে হইল ডাইল বি ফ্রি। কোন ব্যাপার না। সব জাস্ট অসাম। এঞ্জয় কর জেডা মায়ের ভুমি। আহারে মাতৃভূমি। শুভ কামনা।

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩১

চাঙ্কু বলেছেন: আমি দেশে গিয়ে আবার চলেও এসেছি, জেডা। পারলে দেশ থেকে ঘুরে আস :)

রাকু নামের এক কুবির জ্বালায় পোষ্ট দেওয়াই লাগল। আমিতো পোষ্ট দিয়াই দিলাম, এখন তুমি কও তুমি কপে পোষ্ট দিবা? ;)
দেশে যারা সিট বেল্ট এর ধার ধারে না, তাদেরকেও দেখেছি বিদেশে কি সুন্দর করে সিট বেল্ট বাধে। এইটা আসলে অভ্যাসের ব্যাপার।

ভালো থেকো জেডা।

১৩| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:০৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কিতা একটা পোস্ট ? আমার কবিতায়
দেইখ্যা ভাবলুম দীর্ঘ মজা হইবে।
ওমা ফকফকা !
পোস্ট কিতা হইলে ভ্যানিস করা যায়
তাই তো জানি না ?

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩১

চাঙ্কু বলেছেন: এইডা একটা আফসুসিত পোষ্ট :)
আমার পোষ্টটা যাদু দিয়ে ভ্যানিশ করে দাও ;)

১৪| ১৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:০৪

করুণাধারা বলেছেন: sb] মর‍্যাল অফ দ্যা হিস্টোরি হল- যেমন খুশি তেমন সাজের মত ঢাকার রাস্তায়ও যেমন খুশি তেমন ড্রাইভ করা যায়।

তা আর বলতে! অনেকে তো দেখলাম ঢাকার রাস্তায় ড্রাইভিং করতে করতেই ড্রাইভিং শেখে! অনেকে রং সাইড দিয়ে ড্রাইভিং করে,অনেকে ফুটপাতের উপর দিয়ে ড্রাইভিং করে। কত রকম যে আছে!

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৪

চাঙ্কু বলেছেন: রোড সেইফটির জন্য আমাদের আসলে প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচারই নাই। ড্রাইভিং শিখার জন্য ঢাকার বাইরে ড্রাইভিং স্কুল মনে হয় হাতে-গোনা। এমনকি ঢাকাতেও খুব বেশী নাই। এই জন্যই হেল্পারেরা হেল্প করতে করতে চালানো শুরু করে অথচ এইটা হওয়ার কথা না।

১৫| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৯

শায়মা বলেছেন: হায় হায় লাল কার্পেট আনতে চেয়েছিলাম নাকি!!!!!

তো তোমারই দোষ আসার আগে জানাওনি! :(

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৫

চাঙ্কু বলেছেন: তাও ঠিক। নিজের দোষে লাল প্ল্যাস্টিক পেলাম না। আফসুস

১৬| ২০ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৩

শায়মা বলেছেন: রাকুভাইয়ুর মন্তব্য পড়ে হাসছি!!! :P



করুণাধারা বলেছেন: অনেকে তো দেখলাম ঢাকার রাস্তায় ড্রাইভিং করতে করতেই ড্রাইভিং শেখে! <<<<<<<<<<<< একদম সাচা কথা!!!!!!! আমাদের ড্রাইভারও আমাকে বলেছিলো- আরে রাস্তায় না উইঠা খোলা মাঠে সারাদিন চালাইলে আপনি জেবনে কুনোদিন হিকবেন নি!!!


উঠেন উঠেন...... ৮০ এর নীচে চালাইবে না!!! নাইলে পিছ থেইকা বাস আইসা আপনারে ১৬০ এ নিয়া যাইবো!!!

আর বিশ্বরোডে উঠে আমার সে কি কাঁপাকাঁপি....বিড় বিড় করিয়া আমি আমার অন্তর্যামীর সাথে কথা বলিতেছিলাম!!!!!!!! :(

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৭

চাঙ্কু বলেছেন: তোমার ড্রাইভার সরস আছে। কথাতো হাচা- মাঠে চালাইলেতো জেবনে কুনোদিন ড্রাইভিং হিকবেন না ;)

বিশ্বরোডে উঠলে মাঝে মাঝে মনে হয় আমি রেসিং ট্র্যাকে আছি।

১৭| ২০ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

মেহবুবা বলেছেন: দেশে নিয়ম করে নিয়ম মানলে কি বীরত্ব দেখানো যায়?

জেব্রা ক্রসিং বলে একটা বিষয় আছে সেটা ঢাকার চালকেরা মনে হয় জানে না তাই সাহস করে পথচারী গাড়ীর সামনে না এগিয়ে এলে চলে না। অদ্ভূত ।
সারাক্ষণ বলে দেবার পরও নতুন জন একই কাজ করছে।

২০ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৪২

চাঙ্কু বলেছেন: আপু, আমার রোড সেইফটির পুরো কালচারটাই পরিবর্তন করতে হবে। ড্রাইভিং লাইসেন্স নেওয়ার প্রক্রিয়াটা চরম কঠিন করা উচিত কিন্তু পরিবহননেতা মন্ত্রীগুলার জন্য সেইটা প্রায় বেসম্ভব।

ঢাকার চালকেরা জানে না যে, মানুষের জন্য গাড়ী, গাড়ীর জন্য মানুষ না।

ভালো থাকবেন, আপু।

১৮| ২১ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৪

রাকু হাসান বলেছেন:

কি খবর জেডা !!!ছুটি কেমন কাটছে ;) । জেডী কেমন আছে :P

২১ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:১১

চাঙ্কু বলেছেন: খবরতো পেপারে, টিভিতে, রেডিওতে বা নেটে :P

ছুটিতে অলস সময় কাডাই। আর তুমি কি আমার জেডীর কথা কও? সেইডাতো তুমিই ভালো জানার কথা! :P

১৯| ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫০

স্রাঞ্জি সে বলেছেন:

পাঙ্কু ভাইয়ু জব্বার কপিজ্ঞতা হুনাইলেন আমগোরে...... :-P

২২ শে অক্টোবর, ২০১৮ রাত ১:০৩

চাঙ্কু বলেছেন: তুমি বিছিষ্ট কীবোর্ড মন্ত্রীর নামের আগে স্যার ব্যাবহার কর নাই দেখে স্যার কিন্তু মাইন্ড খাইতে পারে ;)

পড়ার জন্য ধইন্যা!

২০| ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩২

রাকু হাসান বলেছেন:

হেইডা জেডা ভালো জানার কথা । বাস্তব জেডীর কথা কই :P
জেডা আছেন কেমন ,আমি বেশ জিতে ফুরাফুরা অব্স্থায় আছি । ;)

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২২

চাঙ্কু বলেছেন: ট্যা-টু টীমের সাথে জিতলে এখন আর আগের মত আনন্দ লাগে না। নিয়মিত জয়ে অভ্যস্ত হয়ে গেছি :)
তুমার কি অবস্থা?

২১| ২৫ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৪০

বিজন রয় বলেছেন: কিরাম আছুইন?

একখান কবতে পোস্টাইলে ধইন্না হইতাম।

২৫ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৬

চাঙ্কু বলেছেন: ভালা আছিতো, জেডা। তুমার খিপর কিতা?

কোবতে? নাউজিবুল্লাহ!! #:-S
এইডা কিতা কও? যতটুকু মনে পড়ে তুমি আমার কাছে কুন টেকা-টুকা পাও না। তাইলে কোবতে লেখতে কও কেনু? কেনু? কেনু? তুমারে বন্ধু মনে করতাম কিন্তু এখন তুমি কুবিতে পরিণত হইলা! আফসুস

২২| ২৬ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৩৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: এই শহরে সড়কের কোনো কঠোর আইন আছে বলে আমার মনে হয় না। সবই ধান্দা।

২৮ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:৩২

চাঙ্কু বলেছেন: আইন আছে কিন্তু কেউ মানি না আর পুলিশও ঘুষ পেলে আইনের প্রয়োগ করে না :(

ভাল থাকবেন।

২৩| ২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
খুশি মনে যা করার সব বাংলায় সম্ভব! আপনি খোঁজ নিয়ে দেখুন, আমাগো উলসরা যা মুখস্থ করেছিলেন তা হয়ত এ ক'দিনের বৈধ অবৈধ গলধকরনের হাঙামায় গিলে খেয়েছেন! সুতরাং আমপাব্লিক এখন যা ইচ্ছে তা করে জামপাব্লিক হতে পারে ;)

২৮ শে অক্টোবর, ২০১৮ ভোর ৫:৩৩

চাঙ্কু বলেছেন: খুশি মনে যা করার সব বাংলায় সম্ভব! - টাকা আর ক্ষমতা থাকলে দেশে সব কিছু করতে পারবেন। আমাদের দূর্ভাগ্য!

২৪| ৩১ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৫

আখেনাটেন বলেছেন: জেডা, কপিজ্ঞতার বয়ান ও মোরাল পড়ে খালি গা চুলকায় ক্যান? :P

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:৩২

চাঙ্কু বলেছেন: গা চুলকায়!! তাইলেতো মনে হয় তুমার একজন ডার্মাটোলসিষ্টের সাথে কথা বলা লাগপে!! :P

২৫| ০২ রা নভেম্বর, ২০১৮ ভোর ৪:১৮

অন্তরন্তর বলেছেন: জানুয়ারিতে দেশে গিয়ে ২ মাস থেকে আসলাম জেডা। তুমি আবার যাইতে কও। তুমি আর আমার কষ্ট বাড়াইও না। আমার তো সবসময় দেশে থাকতেই মনে চায়। কিন্তু আফসুস সেটা সম্ভব না। তুমি ভাল থাক সর্বদা।

০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৩

চাঙ্কু বলেছেন: ২ মাস? এই জীপনে মনে হয় আর ২ মাস ছুটি পামু না। আফসুস।
পারলে আমিও দেশেই থাকতাম :(

যেইখানেই থাক, ভালো থেকো, সুখে থেকো জেডা!

২৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৭

রাকু হাসান বলেছেন:


অবশেষে ঘেরাও করিলাম জেঠার ব্লগ । পালানোর চেষ্টা করলে মেরে দিমু X((

০৫ ই নভেম্বর, ২০১৮ ভোর ৪:২৫

চাঙ্কু বলেছেন: খাইছে!! ভুই পাইছি!! আমার মত নাদানের ব্লগ ঘেরাও করলে কেমনে হপে তবে ঘেরাওকারী সপ কুরিয়ান কেন? হেরা কি বাংলা বুঝপে ;)

কিরাম আছ, জেডা?

২৭| ০৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৬

রাকু হাসান বলেছেন:
বাংলা বুঝপে ,প্রয়োজনে গুগল ট্রান্সলেট ব্যবহার করবে ;)
হ জেডা ভালো আছি । ভাবছি জেডা’র গোপন তথ্য ফাঁস করে দিব সব =p~

০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৮:০৮

চাঙ্কু বলেছেন: তাইতো!! মাঝে মাঝে ভুলে যাই যে ভাষা এখন কুন ব্যাপার না।

গুপন কথা গুপনই থাক না!! ;)

২৮| ০৭ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৫৮

ফারিহা হোসেন প্রভা বলেছেন: কি খবর চাঙ্কু দাদা? অনেক দিন ধরে নিউ পোষ্ট দিচ্ছেন না।

০৮ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৩৮

চাঙ্কু বলেছেন: চিন্তার কুন কারন নাই জেডী। আগামী কয়েক বছরের মধ্যে একটা পোষ্ট অবশ্যই দিব। মাত্রতো ২ সপ্তাহ হল :)

এমনে খবর ভালা। তুমার খবর কিতা?

২৯| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৭

অপু দ্যা গ্রেট বলেছেন:

আসল ব্যাপার হচ্ছে একজন মানলে তিন জন মানে না । তখন যে মানে তারও অনিহা এসেছে যায় । আমি বাইক রাইড করি । আজ পর্যন্ত জেব্রা ক্রসিং বা ফুটপাতে বাইক উঠাই নাই । নিজের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি ।

গালিও কম খাই না ।

০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫৭

চাঙ্কু বলেছেন: এইটা আসলে আমাদের একটা কালচারে পরিনত হয়েছে। নিজের নিরাপত্তার জন্য ট্রাফিক আইন মেনে চলা উচিত। আপনি জেব্রা ক্রসিং বা ফুটপাতে বাইক উঠাই নাই দেখে খুব ভালো লাগল। আপনাকে দেখেই অনেকে শিখবে!!

সুন্দর একটা মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ, অপু।
ভালো থাকবেন।

৩০| ১০ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৪০

রাকু হাসান বলেছেন:


@প্রভা চাঙ্কু জেডা দুইন্নার অলসাকান্ত ;) B-) । হ নতুন পোস্ট আমিও চাই জেডা ,নতুন পোস্ট না দিলে এখন ঘেরাও না খালি বোমা মেরে উড়ায় দিব ব্লগ ট্গ X(( X((

গোপন কথা গোপন রাখিলাম বিশেষ অনুরোধে B-)) তবে তোমার জন্য ১০ নম্বর বিপদ সংকেত লোডিং ;) :P সাবধান /:)

১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬

চাঙ্কু বলেছেন: নতুন পোষ্ট দিবতো। শুধু কয়েক-বছর কষ্ট করে অপেক্ষা করে!! আগামী কয়েক বছরের মধ্যে পোষ্ট একটা দিয়েই ছাড়ব B-)

খালি ১০নং? আমিতো ভাবছিলাম ১বিলিয়ন নং বিপদ সংকেত!! :P

৩১| ১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৬

অন্তরন্তর বলেছেন: জেডা কি কর? ভাল আছ নিশ্চয়ই। শরীর ভাল থাকা হল সৃষ্টিকর্তার সবচেয়ে বড় নেয়ামত। আমি ভাল আছি যদিও জিপি, হসপিটাল নিয়মিত সাথে একগাদা ঔষধ ৩ বেলা ভাতের মত খাচ্ছি। তাতেও কষ্ট নেই যে বেঁচে আছি আল্লাহ পাকের অশেষ কৃপায়। নতুন পোস্ট দাও গেজামুনে। পুরানো পোস্টে আর কত? শুভ কামনা।

১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৭:০৪

চাঙ্কু বলেছেন: পুরাই হাচা কথা- শরীর ভাল থাকা আসলেই সৃষ্টিকর্তার সবচেয়ে বড় নেয়ামত।
একটা বয়সের পরে আসলেও ঔষধের উপরেই থাকা লাগা। আমার বাবা-মাও একই অবস্থা!! তোমাগো হেলথ কেয়ার কি ফ্রি?

সময় পাচ্ছি না জেডা। এইজন্য নয়া পোষ্ট দেওয়া হয় না। আর এখন গেজানোর অত ব্লগে খুব বেশী লোক পাই না। এই জন্য পোষ্ট দেওয়ারও আগ্রহ পাই না!

৩২| ১৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০০

অন্তরন্তর বলেছেন: হেলথ কেয়ার ফ্রি। আসলেই এখন সেইরকম গেঁজানোর ব্লগার নেই।

১৯ শে নভেম্বর, ২০১৮ ভোর ৫:৪৮

চাঙ্কু বলেছেন: হ জেডা, এখন এই জন্যই ব্লগ আর আগের মত টানে না!!

ভালো থেকো জেডা। তুমি একটা পোষ্ট দেও না কেন? ;)

৩৩| ২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:৫৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আসেন এভার নমিনেশন কিনি! কেউ যদি না বিক্রি করে তবে হিরো আলমের হারিয়ে যাওয়াটার পাত্তা লাগাই! ;) বেসাধারণ আরো কিছু কপিজ্ঞতা অর্জিত হবে! ;) ;)

২১ শে নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৯

চাঙ্কু বলেছেন: নমিনেশনটা আসলে কিনতে প্রথমেই ইচ্চা করছিল পরে চিন্তা করলাম ৩০ হাজার টাকা পানিতে ফেলার কুন মানে নাই!! :D
বেসাধারণ কিছু কপিজ্ঞতা যে হবে তাতে কুন সন্দেহ নাই কিনুত সাথে পোলাপাইন যে ট্রল করাও শুরু করবে সেইটাও খেয়াল রাইখেন ;)

৩৪| ২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:১৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আপনার থেকে কপিজ্ঞতার বর্ননা শুনে শুনে আমার মাঝে নিজ কপিজ্ঞতা বর্ননার খুব ইচ্ছে জাগলো, তাই আপনাকে উৎসর্গ করে নিজ অদক্ষতার সারর্টিফিকেট নিয়ে লেখে ফেললাম, আদর্শিক কপিজ্ঞতা


হাসবেন না বলে দিলাম ;)

২৮ শে নভেম্বর, ২০১৮ সকাল ৭:২৪

চাঙ্কু বলেছেন: আপনার কপিজ্ঞতাতো সেইরাম!! হাসতে হাসতে শেষ। কডিন মুখ নিয়ে হাসব না বলে আপনার পোষ্ট পড়া শুরু করেছিলাম কিনুত পরে না হেসে পারলাম না। আফসুস

৩৫| ৩০ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:২৪

খায়রুল আহসান বলেছেন: মরাল অব দ্যা হিস্টোরির সাথে পুরোপুরি একমত।
এখানে অনিয়মটাই নিয়ম (২ নং মন্তব্য) - আসুন আমরা প্রথমে নিজেকে দিয়েই এই অনিয়মটা ভাঙা শুরু করি। আমি কখনো সীট বেল্ট না বেঁধে গাড়ী গ্যারেজ থেকে বের করিনা। আমি গাড়ীতে বসা থাকলে চালককে কখনোই কোন অনিয়ম করতে দেই না। অনিয়মের চেষ্টা করলে পুলিশ ধরার আগে আমাকে জবাবদিহি করতে করতেই বেচারার ত্রাহি রব ওঠে!

০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩০

চাঙ্কু বলেছেন: সুনাগরিক হিসাবে সবাই এগিয়ে আসলে এই এই অনিয়মটা ভাঙা কোন ব্যাপার না। সিটবেল্টের জন্য শুধু অভ্যাসটা পরিবর্তন করলেই হয়!!

অনেক ধন্যবাদ খায়রুল আহসান ভাই। আপনার ড্রাইভারকেও অনেক ধন্যবাদ।

৩৬| ০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ১২:০০

রাকু হাসান বলেছেন:

জেডা শীতে কি কাবু হয়ে গেলিন ;)

০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩১

চাঙ্কু বলেছেন: শীতে আমারও চুল কাঁপা শুরু হয়ে গেল জেডা। আফসুস
তুমার কি খবর? শইলডা কি এখন ঠিক হইছে?

৩৭| ০১ লা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬

রাকু হাসান বলেছেন:


হ জেডা ,পুরাাই ফুড়ফুড়া আছি ,মাত্র কড়া চা খাইয়া চাঙ্গা আছি ;) । তাহলে জেডার এখানেও এখন শীত !!

০১ লা ডিসেম্বর, ২০১৮ রাত ৮:২২

চাঙ্কু বলেছেন: খালি শীত না, একেবারে হাড়-কাপানো শীত!!

চা খাইয়া চাঙ্গা আছ; তালি পরে নয়া পোষ্ট কবে দিচ্ছ? ;)

৩৮| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৩৮

অন্তরন্তর বলেছেন: জেডা হাজিরা দিয়া গেলাম।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:০৮

চাঙ্কু বলেছেন: কোন পোষ্ট না দিয়া খালি হাজিরা দিয়ে গেলে কি হপে জেডা? ;)

৩৯| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:১৩

কলাবাগান১ বলেছেন: ঢাকায় আমাদের ড্রাইভারকে কেন সিট বেল্ট পরেন না জিজ্ঞেস করায় বলল যে সীট বেল্ট বাধা থাকলে পুলিশে ধরলে দৌড়ে পালাতে দেরী হয়ে যাবে

০৩ রা ডিসেম্বর, ২০১৮ ভোর ৪:৩৫

চাঙ্কু বলেছেন: হাহা হাহা। আপনার কমেন্ট পড়ে হাসতে হাসতে শেষ তবে দুঃখও লাগল এই কারনে যে পুলিশের উপরে মানুষের নূন্যতম আস্তা নাই! :(

৪০| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ ভোর ৬:৩৬

বলেছেন: অনিয়ম যেখানে নিয়ম --

যেমন খুশি তেমন সাজো -- উগান্ডা তে হয় না মাগার বাংলাদেশে চলে।



সুন্দর লেখা
অনেকদিন পর পোস্ট করেন কেন?
আপনি আরো বেশি করে লেখেন আমরা কপিজ্ঞতাগুলো জানি।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:০০

চাঙ্কু বলেছেন: অনিয়ম যেখানে নিয়ম --
যেমন খুশি তেমন সাজো -- উগান্ডা তে হয় না মাগার বাংলাদেশে চলে।
- আমাদের দূরভাগ্য আরকি!! তবে অনিয়মকে নিয়ম বানানোর জন্য আমরা নিজেরাও কম দায়ী না।

আমার আসলে লেখতেই ইচ্ছা করে না। আমি ব্লগে আসি মূলত পড়ার জন্য। লেখা আমার জন্য না।

কষ্ট করে পড়ার জন্য অনেক ধন্যবাদ, ল।
ভাল থাকবেন।

৪১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৪৬

রাকু হাসান বলেছেন:

তালিপরে পোস্টাইয়া ফেলিলাম ,
জেডার দেখা নাহি পাহিলাম

বাব্বাহ দারুণ ছন্দ বল্লাম । ভবিষ্যৎ উজ্জল আমার :P B-))

০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৫০

চাঙ্কু বলেছেন: তালিপরের আর কিছু পাই বা না-পাই,
রাকু জেডার কুবিতা খাই থুক্কু চাই!!

তোমার কুবি হওয়া মনে হচ্ছে আর ঠেকাই রাখা গেল না ;)
তোমার পোষ্ট গত কালকেই পড়েছিলাম কিন্তু সময়ের জন্য কমেন্টাইতে পারি না। আফসুস

৪২| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৮:৪২

আর্কিওপটেরিক্স বলেছেন: নূতন জিনিস চাই B-))

১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১০

চাঙ্কু বলেছেন: নতুন জিনিসতো বাজার/শপিং মলে গেলে কুটি কুটি পাইবেন :-*

৪৩| ১১ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: ধুর ছাইইইই.. X((

নূতন পুস্টের কতা কচ্চি B-))

১২ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:৩৮

চাঙ্কু বলেছেন: ছাই কুথায়? দেখি নাতো :-*

আমার মত অলস্যাস্পিয়ান লেখপে নয়া পোষ্ট? :((
তাও যখন কইতাছ, ২০১৯ এর মধ্যে একটা পোষ্ট দেওয়ার ট্রাই দিমু ;)

৪৪| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:০৭

আর্কিওপটেরিক্স বলেছেন: উক্কে ;)

১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১০

চাঙ্কু বলেছেন: :D

৪৫| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪০

রাকু হাসান বলেছেন:


ও জেডা আছেন কিরাম ;) । জেডার কোনো খোঁজ নেই । আপফসুস :(

১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১২

চাঙ্কু বলেছেন: ব্যস্ত জেডা। গত দুই সপ্তাহ ধরে পুরাই দৌড়ের উপড়ে আছি। আফসুস!
তোমার খবর কিতা?

৪৬| ১৪ ই ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৩

রাকু হাসান বলেছেন:



তোমার কুবি হওয়া মনে হচ্ছে আর ঠেকাই রাখা গেল না --হহাহাহা জেডার ভাব সাব দেখে মনে হচ্ছে কুবি হতে গেলে হরতাল ,অবরোধ মারবেন :( । আফসুস মনুষ কবি হতে গেলেও ,,,,,,,,,,,,,

১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৯:১৩

চাঙ্কু বলেছেন: হাহা হাহা
না, না, কুবি হও। কবিতা না বুঝতে পারি কিন্তু কুবিদের সব সময় ভালো পাই ;)

৪৭| ১৫ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১৬

রাকু হাসান বলেছেন:


জেডা আমিও ব্যস্ত খুব । দৌঁড়ের উপর । সামনে ব্যস্ততা আরও বাড়বে । দোয়া রাখবেন :)

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৩:৪৯

চাঙ্কু বলেছেন: তোমার জন্য সবসময় দোয়া আর শুভকামনা থাকপে। ব্যস্ততা থাকলেও মাঝে মাঝে এসে হেলতে বলে যেও ;)

৪৮| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:১৫

ইসিয়াক বলেছেন: হা হা হা ..

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৩

চাঙ্কু বলেছেন: ওরে জেডা হাস কিল্লাই? এইডাতো আফসুসিত কাহিনী!!

৪৯| ১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৫৮

ইসিয়াক বলেছেন: আমি তো এমনি এমনি হাসি..।হাসির রোগ আছে যে...

১৬ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:১১

চাঙ্কু বলেছেন: তালিপরে ঠিক আছে! হাসিখুশি লোকজন আমার পছন্দের! এত কষ্ট করে পোষ্টটা পড়ার জন্য সিঙ্গারা খাও
[link|

৫০| ১৭ ই ডিসেম্বর, ২০১৮ রাত ৯:৪৪

পুলক ঢালী বলেছেন: হা হা হা কপিজ্ঞটার ঝোয়াড়ে ভাইস্যা যাইতাছি। নিয়মরে অনিয়ম কইলে ক্যামনে ছলভে ? হা হা হা ১২৫ বেয়াফুক! নিশ্চয়ই বন্দুর ঘাঢ় ক্যাক কইরা ধরসেন ! না ধরলে কি আর কমু হাতেম তাই । ;)

১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:০৬

চাঙ্কু বলেছেন: কপিজ্ঞটার ঝোয়াড়ে পুড়াই বেসে ঘেলাম!! কেউ কপিখেতে কপিজ্ঞতা অর্জন করে, কেউ আলুক্ষেতে কপিজ্ঞতা অর্জন করে আর আমি কপিজ্ঞতা অর্জন করলাম রাস্তায়, তাও আবার ফুলিশের সাথে ;)

তাইতো!! অনিয়মতো একপ্রকার নিয়মই। এইডা যে কেনু মাথায় আসল না!! আফসুস

১২৫ ডলার আমার জন্য মেলা টেকা!! বন্দুর ঘাঢ় কালি ক্যাক কইরা ধরি নাই, পুরা মটকাই দিছি B-)

৫১| ১৮ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৩৬

পুলক ঢালী বলেছেন: আ আ আ ছুদুঈ ভিণূধূণ আড় ভিনুধুন। ভিয়াফখ মঝা ফাঈলাম। কুব কুষি অঈলাম ভন্দুর গার মঠখাঈভাঢ় খতা ষূণে।মঝা আড় ষদুই মঝা। বালো ঠাকুণ। :D হা হা হা। =p~

২০ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

চাঙ্কু বলেছেন: আপনার লেখা দেখে কাগুর কথা মনে পড়ে গেল!! উনার লেখা পড়তে গিয়ে কতবার আমার দাঁত ভেঙ্গে গেল। তবে কাগুর সিঙ্গারা খেতে ভালু আঁচিল। কাগু এখন কোথায় হারিয়ে গেল। আফসুস

আন্নেও বালো ঠাকুণ :D

৫২| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৩৯

কালীদাস বলেছেন: ঢাকায় অনেক ড্রাইভারকে দেখেছি, পাশের সিটের সিটবেল্ট বাই-ডিফল্ট সবসময় লক করে রাখে। এটা শুধু ড্রাইভারের দোষ না, এটা ইন্ডিকেট করে প্যাসেন্জাররাও অসচেনতন আইন এবং সেফটি নিয়ে।

আশা করি জরিমানা সঠিক সময়ে পরিশোধ করে দোজাহানের অশেষ নেকি অর্জন করেছেন B-))

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২১

চাঙ্কু বলেছেন: পাশের সিটের সিটবেল্ট বাই-ডিফল্ট ওকে করে রাখার ব্যাপারটা পেইন। আমি যখনই দেখি লক, তখন আনলক করে সিটবেল্ট লাগালে, সিটবেল্ট এর ধুলাবালি সব শার্টে লাগে।

দোজাহানের অশেষ নেকি অর্জন না করলেতো দোজাহান আমার উপর নেবে আসবে :((
অবশ্য জরিমানাটা আমাকে দেওয়া লাগে নাই ;)

৫৩| ২৬ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৩৪

মাহের ইসলাম বলেছেন: দেশে নামার পর পরই পুলিশ আপনাদের গাড়ী চেক করল?
আপনি বিরাট কপাল নিয়ে এসেছেন, দেখা যাচ্ছে !

২৮ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪

চাঙ্কু বলেছেন: আর বইলেন না ভাই! দুনিয়ার সব পুলিশের সাথে মনে হয় আমার আফসুসিত সম্পর্ক আছে। যেই দেশেই যাই না কেন, পুলিশ কেমনে কেমনে যেন আমারেই তাদের বিশেষ আশীর্বাদ দেয় :(

৫৪| ০১ লা জানুয়ারি, ২০১৯ ভোর ৪:২৩

অন্তরন্তর বলেছেন: জেডা তুমাকে এত্তগুলি হ্যাপি নিউ ইয়ার।

০১ লা জানুয়ারি, ২০১৯ সকাল ৮:০৯

চাঙ্কু বলেছেন: তুমারেও মেলাগুলা হ্যাপি নিউ ইয়ার জেডা। সার্বিয়ান এক দুস্ত তোমাগো টেমসের পাড়ের বড় বড় তারা বাতির ভিডু পাডাইলো। দেখেতো মনে হল সেইরাম ননাফসুসিত বাত্তির খেলা!!

৫৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১২

আর্কিওপটেরিক্স বলেছেন: ইবার কিন্তুক এককান পুস্ট দিতিই হবি B-))

অষ্টাদশী অহন উনিচ ;)

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩১

চাঙ্কু বলেছেন: পোষ্ট একখানতো আমার লেখপার ইচ্ছা করে, কিন্তু ঘ্যাটনা হল গিয়ে লেখতে বসলেই আমার চুলে ব্যাথা শুরু হয়ে যায়। কি করপ কঞ্চান দেহি!! :((

অষ্টাদশী তালি পরে কুড়ি হোক :P

৫৬| ০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫২

রাকু হাসান বলেছেন:

জেডার জন্য কুয়িজ ;) এখানে মেঘ বালিকা কেডা খোঁজে নিতে অইবে =p~ । তালি পরে জেডার জীবনে প্রেম আসিলো B-))

০৮ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:২১

চাঙ্কু বলেছেন: কুবি কইছেন - পেম বলে কিছু নাই :P

কুইজ কুইজ খেলা খেলুম না। একেবারে ফাইনাল পরীক্ষাই দিমু :)

৫৭| ০৯ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৯

আর্কিওপটেরিক্স বলেছেন: মামু যে কুলিতেই বুলি বানায়া দিলা B-))

১০ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪৯

চাঙ্কু বলেছেন: সরকারতো কয় - কুলিতে কেউ বুলি হয় না!! আমার কুন দোষ নাই :-/

৫৮| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৫০

রাকু হাসান বলেছেন:

জেডা কোবতে পোস্ট চাই ;) ,কোবতে পোস্ট দিলে ব্লগে মিষ্টির বন্যা হয়ে যাবে । জাস্ট পোস্ট কোবতে ;) :P
আছেন কিরাম জেডা :)

১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৯

চাঙ্কু বলেছেন: কোবতে পোষ্ট দিমু আমি? #:-S
কোবতে লেখতে হলে ব্লগের সেরা কুবির শিষ্যত্ব গ্রহণ করা লাগপে!! :)

আছি ভালাই। তুমার কি খপর?

৫৯| ১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৬

রাকু হাসান বলেছেন:

ইয়ে ইয়ে কোবতে জেডা ,প্রমিত বাংলায় কোবতে পোস্ট পিলিস ;) ,ব্লগে কুবির তো অভাব নেই ।একজনের নিলেই হলো B-)
জেডা বুঝি না ,এসব গানগুলো এত ভালো লাগে কেন আমার । শুনি ততই ভালো লাগে । অদ্ভুদ । B:-)

হুম ভালো আছি জেডা । সবকিছু ওকে । ব্লগে পোস্টাই না অনেক দিন অবশ্য সুন্দর টপিক আছে । সময় পাচ্ছি না । :( নতুন পোস্ট হোক আপনার জেডা ;)

২৯ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:০০

চাঙ্কু বলেছেন: প্রমিত বাংলায় কোবতে? খেলুম না। প্রমিত বাংলায় কোবতে কিভাবে লেখে? #:-S

রবিদার গানের শক্তি অফুরান। গানের কথা শুনলেই কিরাম কিরাম লাগে।
জানি এই কথা বললে অনেকেই আমাকে মারতে আসপে - কিন্তু রবিদার গানের কথায় নজরুল সুর বসালে সেইরাম হত কিন্তু হয়নি। আফসুস

আমিও পোষ্টামু পোষ্টামু করে কোন কিছু পোষ্ট করছিনা। আফসুস

ননাফসুসিত ভালো থেকো।

৬০| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৬

রাকু হাসান বলেছেন:


ও জেডা :( ,কনে আছেন? :|| মিছাইতেছি ;)
প্রমিত বাংলায় কোবতে? খেলুম না। প্রমিত বাংলায় কোবতে কিভাবে লেখে? #:-S

হাহহা B-)
জেডা ...কিন্তু রবিদার গানের কথায় নজরুল সুর বসালে সেইরাম হত কিন্তু হয়নি। আফসুস ---এটা স্বয়ং রবীন্দ্রনাথ স্বীকার করে গেছেন । সেই সময়ে নজরুলের মতো সুরকার একজনও ছিলো না ।অনন্ত সুরের দিক থেকে নজরুল কাছেও কেউ নেই । আর এখন কেউ আছে? কই আমি পাই না ।
এটা সত্য যে রবীন্দ্রনাথ সত্য স্বীকার করে স্বীকৃতি দিয়ে গেলেও আমরা আম জনতা পিঠের চামড়া রাখবো না যদি এ কথা শুনি ।
দারুণ কথা বলেছেন

শীত গেলো এইবার বের হোন জেডা , ;) =p~

৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:৩৬

চাঙ্কু বলেছেন: নজরুলের সময় বাংলা গানের সুরারোপে উনি সেরা ছিলেন কিন্তু উনার জীবনী পড়লেই উনার কষ্টের কথা শুনে মন খারাপ হয়ে যায় :(

হ, শীত প্রায় শেষ। এই জন্য উকি-ঝুকি দিয়ে দেখতেছি ঘর থেকে আর কে কে বাইর হইছে ;)

এখন যাই নজরুলে নিয়ে তোমার পোষ্টটা পড়ে আসি :)

৬১| ৩০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৪

অন্তরন্তর বলেছেন: জেডা ভালানি? বছরের শেষটা এবং নতুন বছরের প্রথম সপ্তাহটা তুমার ভাষায় খুব আফসুসিত কাটছে। প্রথমে আমার ঠাণ্ডা,জ্বর তারপর সকলে একসাথে আফসুসিত অবস্থায় বিছানায় পরে ছিলাম। এমন বাজে ভাইরাস এটাক ছিল। এখন অনেকটা ভাল।
শীত শেষ কে কয়? শীত তো সবে শুরু হইল আমাগো তাই না জেডা?

৩০ শে জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪০

চাঙ্কু বলেছেন: জেডা ভালাতো। আমি তোমার ব্লগে থেকে ঘুরে আসলাম কিন্তু তুমি এখনও কোন পোষ্ট দিলা না। আফসুস।

তুমি দেখতাছি সিজনাল ফ্লু-তে ব্যাক্ত্রান্ত হয়েছ। আমারও মাঝে কিছুদিন গলা ব্যাথা ছিল। ঠ্যান্ডা সবকিছু এড়িয়ে চল। আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে একটা পোষ্ট দিয়া দিবা!! ;)

তাও আমাগো শীত এখনও শেষ না তবে দেশে কিনুত শীত প্রায় শেষ।

শুভ কামনা। তাড়াতাড়ি ননাফসুসিত হয়ে উঠ।

৬২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:২৪

রাকু হাসান বলেছেন:
জেডু অনলি ফর জেডা ,মিড নাইট স্পেশাল :P

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:২৩

চাঙ্কু বলেছেন: বন্যবাদ জেডা। রাজশাহীর গান খুব বেশী শোনা হয় নাই।

৬৩| ০২ রা মে, ২০১৯ রাত ১১:৩৪

রাকু হাসান বলেছেন:

জেডা পলাইবেন না X(( । জেডার ব্লগে বোমা হামলা X(

X( X(( X( /:)

১০ ই মে, ২০১৯ রাত ১১:৩৯

চাঙ্কু বলেছেন: একি!! ভয়েতো আমার হাত-পা উড়ে গেল!! কি দুনিয়া আসল ব্লগে কাবুম-কাবুম বুম-বুম হয়!! আফসুস

পলাই নাইতো। চুপি-চুপি এসে আবার চলে যাই ;)

৬৪| ০২ রা মে, ২০১৯ রাত ১১:৩৬

আর্কিওপটেরিক্স বলেছেন: উপ্রে এইডা কি দেখলাম :D :|| B:-) X((

১০ ই মে, ২০১৯ রাত ১১:৪১

চাঙ্কু বলেছেন: কইতারিনা জেডা!! রাকুরে মনে ভূতে ধরছে, ভূততো নয় যেন আগুনেরই গোলা !! B-)

৬৫| ১৫ ই মে, ২০১৯ দুপুর ১২:৩০

আখেনাটেন বলেছেন: কি জেডা, মাঝে মাঝে উঁকিঝুঁকি মারা দেহি; কাহুর ভূত তাড়ানোর জন্য ব্লগেও একটু আধটু সময় টময় দিন। ;)

'কতদিন, কতদিন, দেখি না জেডায়, মনে পড়ে যায়, হায়, সেই'''''''''' :-P

১৬ ই মে, ২০১৯ রাত ১২:৫২

চাঙ্কু বলেছেন: ব্লগে আসিতো তবে তেমন মন্তব্য করা হয় না। খালি পড়ে যাই। আপনার মিশর ভরমন দেখি সেইরাম হইছে।
কুবি কইছেন-
পড়ার কোন শেষ নাই,
মন্তব্য করার সময় নাই :P


কতদিন, কতদিন, দেখি না জেডায়, মনে পড়ে যায়, হায়, সেই' -- =p~
আহ!! প্রিয় একটা গান!!

৬৬| ১৭ ই মে, ২০১৯ রাত ৯:২১

আর্কিওপটেরিক্স বলেছেন: কুনো পুস্ট নাই ক্যা X((

১৯ যে ২০ হইতে চলিল... /:)

১৭ ই মে, ২০১৯ রাত ১১:৪৩

চাঙ্কু বলেছেন: ১৯ এর এখনতো অর্ধেকও যায় নাই :-*

পোষ্ট একটা দিমু সহসা!! হক মাওলা!!

৬৭| ১৭ ই মে, ২০১৯ রাত ১১:৪৪

আর্কিওপটেরিক্স বলেছেন: সহসা বা আকস্মিক চাহি না পোস্ট চাই শীঘ্রই :-/

১৮ ই মে, ২০১৯ রাত ১২:১৫

চাঙ্কু বলেছেন: ঠিক আছে, জেডা। তুমি যখন কইতাছ, তখন পোষ্ট দেওয়ার জন্য একটা ভিশন ঠিক করলাম। ভিশন-২০২০ ফর পোষ্টানো B-))

৬৮| ১৮ ই মে, ২০১৯ রাত ১২:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: হায় হায় ! ভিশন মে-জুন করা যায় না B-))

১৮ ই মে, ২০১৯ রাত ১২:২৮

চাঙ্কু বলেছেন: ঠিক আছে, ভিশন-জুন, ২০২০ B-))

৬৯| ৩০ শে মে, ২০১৯ রাত ৯:১৮

আর্কিওপটেরিক্স বলেছেন: একশোটা বালিশ দিলাম পুস্ট চাই B-))

৩১ শে মে, ২০১৯ রাত ২:০২

চাঙ্কু বলেছেন: বালিশ চাই না, রূপপুরে বালিশ উঠানোর চাকরিটা ম্যানেজ করে দাও। চাকরি পাওয়ার পরের দিনই পোষ্ট দিমু B-)

৭০| ৩১ শে মে, ২০১৯ সকাল ৭:১১

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
নিয়ম মেনে চলা সভ্যতার অন্যতম শর্ত।

৩১ শে মে, ২০১৯ সকাল ৮:০৮

চাঙ্কু বলেছেন: সেটাই!! কিন্তু আমরা নিয়ম ভাংতে পটু!

৭১| ০৪ ঠা জুন, ২০১৯ দুপুর ১২:১৮

অন্তরন্তর বলেছেন: ঈদ মুবারক জেডা।

০৭ ই জুন, ২০১৯ সকাল ৮:০৩

চাঙ্কু বলেছেন: তুমারেও ঈদ মুবারক, জেডা!!

৭২| ২২ শে জুন, ২০১৯ রাত ১:১৮

রাকু হাসান বলেছেন:


ও জেডা , :(
কবিতাটি বেশ লাগছে এই মধ্য রাতে
ক্লিক

০৬ ই জুলাই, ২০১৯ রাত ২:১৭

চাঙ্কু বলেছেন: জয়ন্তী গাঙ্গুলীর আবৃত্তিগুলো আসলে খুব সুন্দর!! জেডীর কণ্ঠটা সেইরাম!!

শেয়ারের জন্য অনেক বন্যবাদ, জেডা!

৭৩| ০৮ ই জুলাই, ২০১৯ রাত ১:০১

রাকু হাসান বলেছেন:
জেডা কি খবর আপনার । দেখাই পাই না :( । এটা মানা যাইবো না । অনেক দিন হয়ে গেলো পোস্টাও না জেডা । হাত পা নাড়াতে হইবে :P

২০ শে জুলাই, ২০১৯ সকাল ৭:৩১

চাঙ্কু বলেছেন: এখন সামার এর কারনে ব্লগে তেমন আসা হয়। যা সময় পাই, তা ঘরের চেয়ে বাইরেই বেশী কাটাই। তুমার খপর কিতা?
হ, হাত-পা নাড়ানো দরকার। দেখি সময় করে কিছু একটা পোষ্টামুনে!

৭৪| ২৮ শে জুলাই, ২০১৯ রাত ১০:২৩

বিজন রয় বলেছেন: খিক খিক খিকজ?
???
!!!!!

০৩ রা আগস্ট, ২০১৯ সকাল ৮:২৬

চাঙ্কু বলেছেন: :) :D

৭৫| ২৩ শে আগস্ট, ২০১৯ রাত ১২:৪৮

রাকু হাসান বলেছেন:

জেডা কি কূটনামীর প্রশিক্ষণ লিয়া ব্যস্ত ;) ? জেডীরে মিস করছি জেডা । :(
খবর কি ?

২৩ শে আগস্ট, ২০১৯ সকাল ৮:০১

চাঙ্কু বলেছেন: কূটনামীর শিখার জেডীরে খোঁজ দ্যা সার্চ দিয়ে খুজতেছি কিন্তু পাচ্ছি না। আফসুস
খবরতো টিভিতে :-/
এইতো চলতেছে। একটা পোষ্ট দিব দিব করে অলসতার জন্য লেখা হচ্ছে না। আফসুস

৭৬| ৩০ শে আগস্ট, ২০১৯ সকাল ১০:৩৯

অন্তরন্তর বলেছেন: জেডা আছ নি?

০২ রা সেপ্টেম্বর, ২০১৯ রাত ১:৩০

চাঙ্কু বলেছেন: জেডা আছিতো। তোমার কি খপর? দিন-কাল কিরাম যায়?

৭৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ রাত ২:০৪

রাকু হাসান বলেছেন:

জেডা :( ,জেডীকে মিস করছি । কি খবর আপনার ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৯ সকাল ৯:২২

চাঙ্কু বলেছেন: একটু ব্যস্ত জেডা। তোমার কি খপর?

৭৮| ৩০ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৫০

শায়মা বলেছেন: ঠিক ঠিক এক বছর আগের এই লেখা চাঙ্কুপাঙ্কু!!!!!!!

কই থেকে আসলে আজ?

৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ২:১৮

চাঙ্কু বলেছেন: এক বছর হয়ে গেছে? বর্ষপূর্তির ছুভেচ্ছা জানাইলা না। আফসুস

কই থাকে আসলাম? মাত্র চা দুকান থেকে আসলাম তবে জঘন্য চা। এইজন্য ব্লগে আসলাম হতাশা কাঁটাতে :-*
তোমার খবর কিতা?

৭৯| ১৮ ই এপ্রিল, ২০২০ সকাল ১০:০১

মেহবুবা বলেছেন: কোথায় আছো কেমন আছো ভাল থেকো।

২০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৪১

চাঙ্কু বলেছেন: আপু আছি ভালোই, ১৫ দিন পর পর একবার বাসা থেকে বের হই বাজার করার জন্য। তুমি কেমন আছ? আশা করি এই ক্রাইসিসের মধ্যে নিরাপদ আছ!

৮০| ২০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৪৩

মেহবুবা বলেছেন: ভাল আছি আমরা আলহামদুলিল্লাহ্ ।

২০ শে এপ্রিল, ২০২০ রাত ১১:৫৫

চাঙ্কু বলেছেন: শুনে ভাল লাগছে, আপু। ভালো থেকো।

৮১| ২১ শে এপ্রিল, ২০২০ রাত ১২:০৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হঠাৎ প্রথম পাতায় আপনার একটা কমেন্ট দেখে এখানে এলুম। আপনি আবার কবে ব্লগে আসবেন জানি না, তবে, আপনার এ পোস্ট পড়ে গেলাম, সেটা জাইন্না রাখেন

সিট বেল্ট পরার কালচার আমাদের দেশে গড়ে ওঠে নি, অথচ দেশের বাইরে গেলে কারে ওঠার পর প্রথম কাজটাই হলো সিটবেল্ট বাঁধা। কারণ, ওখানে এটা না করলে হাতে হারিকেন ধরাইয়াব দিবে, আমাদের এখানে উনারা অনেকেই হয়ত জানেনই যে, গাড়িতে চড়ে সিটবেল্ট বাঁধতে হয়, তাই চেক করার কথা মনে আসে না

২১ শে এপ্রিল, ২০২০ রাত ১২:২৭

চাঙ্কু বলেছেন: ব্লগে আসলে মাঝে মাঝে আসি তবে বেশীরভাগ সময় শুধু পড়ার জন্য। এত পুরান পোস্টে এসে মন্তব্য করে গেছেন দেখে অনেক ভালো লাগল। কৃতজ্ঞতা!!

রাতে আর সকালে আমরা যেমন দাঁত ব্রাশ করি, গাড়িতে চড়ার ক্ষেত্রে সিট বেল্ট পরাটাও সেই রকম কিন্তু দুর্ভাগ্যবশত আমরা নিজেরাই নিজের জীবনের পরোয়া করি না বা করতে চাই না। তবে ঢাকাতে অন্তত মনে হয় কালচারটা চেঞ্জ হচ্ছে।

অনেক ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.