![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জার্মানির ইউনিগুলোতে যেখানে সেখানে নোটিশবোর্ড থাকে। সাধারন ছাত্রছাত্রী থেকে যে কেউ নির্দিষ্ট স্থানে বিজ্ঞাপন দিতে পারে। হরেক রকম বিজ্ঞাপনের বাহার দেখা যায়। টিউশনি, বাসা সাবলেট, এপার্টমেন্ট ভাড়া, ফার্নিচার বিক্রি, কম্পিউটার বা এমনটি গাড়ি বিক্রির বিজ্ঞাপনও দেখা যায়। তবে আমার দেখা সবচেয়ে মজার বিজ্ঞাপনটি হচ্ছে ‘গালফ্রেন্ড চাই’ বিজ্ঞাপন!
রেষ্টুরেন্টে একটি টেবিলে দুই জন বসে আছে এক ঘন্টারও বেশী সময় ধরে। প্রেমিক প্রেমিকা। টেবিলে শুধু একটি প্লেটে হাতেগোনা কয়েকটি আলুভাজির টুকরো, সেগুলোই খেয়ে শেষ করতে পারছে না এক ঘন্টা ধরে। ‘চক্ষুনষ্ট’ করা সুন্দরী দুগ্ধরাঙ্গা ঐ মেয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তার প্রিয়তম’র দিকে! আহা! কি প্রেম! কিন্তু আমার চক্ষু আর মস্তক নষ্ট হয়ে গেল ছেলেটাকে দেখে! একদম ১০০% কাল কুচকুচে পিউর আফ্রিকান ছেলে যার চোখের সাদা অংশ আর সামনের পাটির দাঁতগুলো ছাড়া আর কোন কিছুই দৃশ্যমান হবে না রাতের বেলায়! এমন ছেলেকে কিভাবে পছন্দ করল এই মিস ইউনিভার্স মার্কা মেয়েটি সেটা ভাবতেছিলাম, আর মনটা চরম দুর্বিষহ হয়ে খটমটে হয়ে উঠছিল বাঙ্গালী ললনাদের প্রতি!!
প্রবাসে বসেও শুধুমাত্র দেশের জন্য কিছু একটা করার প্রতিশ্রুতি নিয়ে বিনামূল্যে বাংলাদেশী ছাত্রছাত্রীদের সহায়তা প্রদানের লক্ষ্যে কাজ করে যাচ্ছে জার্মানিতে বসবাসরত বাংলাদেশী ছাত্রছাত্রী এবং কর্মজীবীদের সমন্বয়ে ২০১১ সালে প্রতিষ্ঠিত বিসাগ (বিএসএএজি - বাংলাদেশী স্টুডেন্ট & এলুম্নাই এসোসিয়েশন ইন জার্মানি) ।
লেখাটি বিসাগ এর নভেম্বর ডিসেম্বর নিউজ লেটার এ প্রকাশিত হায়রে জার্মানি আর্টিকেল এর কিছু অংশ । আর দুটি ঘটনা রয়েছে লেখাটিতে। জার্মানি ও জার্মানিতে বসবাসরত বাংলাদেশী স্টুডেন্ট দের দিনকাল ও জার্মানিতে পড়াশুনা ও আর অনেক কিছু জানতে পড়ুন বিসাক এর নভেম্বর ডিসেম্বর নিউজ লেটার- ২০১ ৩।
২| ২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৫৬
ক্যপ্রিসিয়াস বলেছেন: মন্ত্যবের জন্য ধন্যবাদ আপনাকেও ।
৩| ১২ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৪:৫৩
বেলা শেষে বলেছেন: কিন্তু আমার চক্ষু আর মস্তক নষ্ট হয়ে গেল ছেলেটাকে দেখে! একদম ১০০% কাল কুচকুচে পিউর আফ্রিকান ছেলে যার চোখের সাদা অংশ আর সামনের পাটির দাঁতগুলো ছাড়া আর কোন কিছুই দৃশ্যমান হবে না রাতের বেলায়! এমন ছেলেকে কিভাবে পছন্দ করল এই মিস ইউনিভার্স মার্কা মেয়েটি সেটা ভাবতেছিলাম, আর মনটা চরম দুর্বিষহ হয়ে খটমটে হয়ে উঠছিল বাঙ্গালী ললনাদের প্রতি!! Oh , that is very good - i am also very black- black then black.
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:৪০
আবদুল্লাহ্ আল্ মামুন বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।