![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জার্মান প্রবাসে'র পক্ষ থেকে গতকাল( ১৮/০৪/১৪) ফ্রাঙ্কফুর্ট বিমান বন্দরে নামা শিক্ষার্থীদের স্বাগতম জানিয়েছেন আমাদের জার্মান প্রবাসে টিম এর সাংগঠনিক সম্পাদক হোসাইন মোহাম্মাদ তালিবুল ইসলাম ভাই।
এটি শুধুই একটি সূচনা। ভবিষ্যতে আরো অনেক কিছু নিয়েই এগিয়ে আসছে "জার্মান প্রবাসে"! সাথেই থাকুন!
উচ্চশিক্ষার জন্য পরিবার-দেশ ছেড়ে আমরা সবাই পারি জমিয়েছি নতুন একটি দেশের উদ্দেশ্যে। দুরু দুরু বুকে প্লেন থেকে নেমে অজানা ভয়ে মন ভরে আসে নি, এমন খুব কমই হয়েছে। কিভাবে পৌঁছুবেন গন্তব্যে, কিভাবে খুঁজে পাবেন বাসা, কিভাবে/কোথায় কাটবেন ট্রেন/বাসের টিকেট, আর সম্পূর্ণ নতুন একটি ভাষার কথা না হয় না-ই বা বললাম।
বিভিন্ন কারণে আগে আমরা এই সার্ভিসটা দিতে পারি নি। কিন্তু বি এস এ জার্মানি আজ ঘোষনা দিতে চায়, জার্মানির বিভিন্ন এয়ারপোর্টে মাত্র ল্যান্ড করেছে এমন নতুন স্টুডেন্টদের স্বাগত জানানোর জন্য তারা কাজ করবে। বিদেশের মাটিতে প্রথম দিনটিতে কোন শিক্ষার্থী যেন অসহায় বোধ না করে সে প্রচেষ্টায় তারা বদ্ধ পরিকর।
ধন্যবাদ এবং আশা করি, সবাই মিলে আমরা গড়ে তুলতে পারব একটা অসাধারণ বন্ধন।
---------- ---------- ---------- ----------------------------------------
প্রশ্নঃ কিভাবে জানাবো আপনাদের কোথায়/কখন আসছি?
উত্তরঃ আমাদের পেইজে মেসেজ করতে হবে। বাকিটা আমরা আপনাকে ফিরতি মেসেজ এ জানিয়ে দিব। লিঙ্কঃ Click This Link
মেসেজে লিখবেনঃ-
· কোন এয়ারপোর্টে আসছেন তার নাম :
· কোন এয়ারলাইন্সে আসছেন তার নাম :
· কয় তারিখ আসছেন :
· কয়টা বাজে জার্মানিতে পোঁছাবেন :
· কোন ইউনিভার্সিটিতে পড়তে আসছেন তার নাম :
· কোন শহরে যাবেন তার নাম :
· আপনার নাম :
· বাংলাদেশে আপনার ঠিকানা :
· আপনার আত্মীয়-স্বজন বা বাবা-মা এর ফোন নাম্বার :
ধন্যবাদ এবং আশা করি, সবাই মিলে আমরা গড়ে তুলতে পারব একটা অসাধারণ বন্ধন।
আমাদের মেইন গ্রুপ লিঙ্কঃ https://www.facebook.com/groups/BSAAG/
ওয়েবসাইটঃ http://www.GermanProbashe.com
২| ১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:২৯
ক্যপ্রিসিয়াস বলেছেন: ভাই পরের বার আসার আগে আমাদের সাথে যোগাযোগ কইরেন , চেস্টা করব যতটা সম্ভব সাহায্য করার। আর হ্যা আমাদের এ উদ্যোগ কিন্তু নতুন স্টুডেন্টদের একটু সাহায্য করার জন্য ও।
©somewhere in net ltd.
১|
১৯ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৪:০৬
মৃন্ময় বলেছেন: ইশ আগে কয়লেন না কেন? কয়দিন আগেই শিমালেনবার্গ থেকে আসলাম।
সুন্দর উদ্যোগ, শুভকামনা।