![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রকাশিত হল "জার্মান প্রবাসে - মে ২০১৪" - মা দিবস বিশেষ সংখ্যা
------------------------------------------------------------------------
ডাউনলোডঃ http://goo.gl/ZFFpQp
মা'কে বলা হয় সর্বংসহা। নিরতিশয় আনন্দ-বেদনাক্লিষ্ট হয়ে একজন মা তাঁর সন্তানকে বুকে পিঠে করে মানুষ করেন। সেই মাকে নিয়ে কলম ধরা অবশ্যই সহজ কাজ নয়। আমাদের মে মাসের ম্যাগাজিনের জন্য এই কাজটি অনেকেই করেছেন। প্রতিটি লেখা পরম মমতায় তাঁরা লিখেছেন। সবাইকে এই লেখাগুলো আপ্লুত করবে এটাই আমাদের বিশ্বাস।
ম্যাগাজিন ডাউনলোড/দেখতে ক্লিক করুনঃ http://goo.gl/ZFFpQp
এবারের ম্যাগাজিনে রয়েছে-
=একজন মায়ের চোখ দিয়েই মাকে আবার ফিরে দেখার কথা রয়েছে সদ্য মা হওয়া মল্লিকা পারভীনের "মধুর আমার মায়ের হাসি লেখাটিতে।
=স্বনামখ্যাত সাহিত্যক মাকে নিয়ে লিখেছেন সরোয়ার ইনাম অভী "আমার মা আমার গর্ব"।
=জার্মানবাসী আহাদ আহমেদ চৌধুরী, শরিফুল ইসলাম, আজমেরী হাসনাত মুন্নী এবং মেহেদি হাসান জানিয়েছেন প্রবাসে মনে পড়তে থাকা মায়ের অপত্য স্নেহ-মমতার গল্প।
=বাংলাদেশ থেকে প্রভাষিকা ইন্দিরা ঘোষের "আজ মা দিবস" লেখাটিতে রইল সন্তানের অপেক্ষায় থাকা মায়ের একাকী জীবনের চিত্র।
=তানজিয়া ইসলামের সিরিজ লেখা 'রোলিংস্টোন-পর্ব ৩' এ জার্মানিতে এসে একজন মা পাওয়ার কাহিনি লিখেছেন তিনি।
=জাহিদ কবীর হিমন ছোটবেলায় তাঁর মাকে নিয়ে নানান কৌতুকপ্রদ ঘটনা লিখেছেন "এর নাম প্রাগৈতিহাসিক" এ।
=কানাডা থেকে প্রকৌশলী ভুঁইয়া মাহবুব লতিফ তাঁর শিশুকালের করুণ কাহিনি বর্ণনা করেছেন "মায়ের সঙ্গে লুকোচুরিতে" তে
= মালয়েশিয়া থেকে সুবীর মোদক এবং জার্মানির ডার্মস্টাড থেকে দেবাশীষ রায়ের কবিতা নিয়ে সাজানো এবারের কবিতার ঝাঁপি।
আর সাথে কুইজ তো রইলই।
বাড়তি হিসেবে থাকল জার্মানির বিভিন্ন শহরে বৈশাখী অনুষ্ঠানের ছবি নিয়ে এলবাম "বিদেশে বৈশাখ"।
এছাড়া দেবরাজ করের তোলা মা ও সন্তানের বিশেষ মুহুর্তের অসাধারণ কিছু ছবি নিয়ে "মায়ের কোলে শৈশব"।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
ডাউনলোডঃ http://goo.gl/ZFFpQp
©somewhere in net ltd.