নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্যপ্রিসিয়াস

মানুষ তার স্বপ্নের সমান বড়। তাই স্বপ্ন দেখি বড় কিছু করার। অন্যের উপকার করতে ভাল লাগে তা যত নুন্যতমই হোক না কেন ।\n\nভাল লাগে বিধাতার গড়া অপরুপ সৌন্দর্যের মাঝে ঘুরে বেড়াতে।\n\nফেসবুকে এই আমি https://www.facebook.com/capricious.based

ক্যপ্রিসিয়াস › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকে বসে বেসিক জার্মান ভাষা শেখা- ৩ (দিনের বিভিন্ন সময়)

১৯ শে মে, ২০১৪ রাত ৮:৫৬

ফেসবুকে বসে প্রতি দিন আমরা ঘন্টার পর ঘন্টা সময় ব্যায় করি স্ট্যাটাস আর চ্যাট করে। কিছুটা সময় ব্যায় করে আপনি নতুন একটি ভা্ষার ব্যাসিক জিনিসগুলো শিখে নিতে পারেন।ফেসবুকে বেসিক জার্মান ভাষা শেখা আমাদের এ গ্রুপের উদ্দেশ্য। ঘরে বসে বেসিক জার্মান ভাষা ও শব্দ শেখার জন্য এখনই জয়েন করুন আমাদের গ্রুপে

----------------------------------------------------

ফেসবুকে বসেই জার্মান ভাষা শিখতে চাইলে, গ্রুপ : https://www.facebook.com/groups/657120964325851

----------------------------------------------------

আজ আমরা দিনের বিভিন্ন সময় আর তাদের সাথে সম্পর্কিত কিছু জিনিস শিখব





Der Morgern -(সকাল) ভোর ৪.৩০/৫টা-সকাল ১০ টা পর্যন্ত সময়কে সাধারণত ডেয়ার মর্গেন বলে। আর এই সময় এর Greeting হিসাবে সবাই Guten Morgen গুটেন মর্গেন বা ছোট করে শুধু Morgen বলে... আর তার উত্তর এ ও একই কথা বলে।



Der Vormittag- সকাল আর দুপুর এর মাঝামাঝি মানে সকাল ১০টা টু ১২ টা এই সময় টাকে ফর মিটটাগ বলে। এই সময়ের Greeting হিসাবে সবাই Guten Morgen গুটেন মর্গেন বা ছোট করে শুধু Morgen বলে... আর তার উত্তর এ ও একই কথা বলে। কেউ কেউ আবার এই সময়েই শুভ দুপুর মানে গুটেন টাগ বলা শুরু করে।



Der Nachmittag.(দুপুর) দুপুর ১২ টা থেকে ৫.৩০ বা ৬ টা এই সময়টাকে ফর মিটটাগ বলে। এই সময়ের Greeting হিসাবে সবাই Guten Tag গুটেন টাগ বা ছোট করে শুধু Tag বলে... আর তার উত্তর এ ও একই কথা বলে।



Der Abend (সন্ধ্যা) সন্ধ্যা৫.৩০ বা ৬ টা থেকে রাত ১০ টা এই সময়টাকে ডেয়ার আবেন্ড বলে। এই সময়ের Greeting হিসাবে সবাই Guten Abend গুটেন আবেন্ড। আর তার উত্তর এ ও একই কথা বলে।



Die Nacht (রাত) রাত১০ টা থেকে সকাল ভোর ৪.৩০/৫টা এই সময়টাকে ডি নাকট বা ডি নাগট বলে। এই সময়ের Greeting হিসাবে সবাই Gute Nacht গুটে নাকট/ নাগট । আর তার উত্তর এ ও একই কথা বলে।

----------------------------------------------------

ফেসবুকে বসেই জার্মান ভাষা শিখতে চাইলে, গ্রুপ : https://www.facebook.com/groups/657120964325851

----------------------------------------------------

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.