![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গত এক লাইনের জার্মান-১ আমরা নিজের নাম কি করে বলতে হয় তা শিখেছি। আজকে আমরা শিখব কারো নাম জানতে হলে কি বলতে হয়। মনে রাখতে হবে বাংলার ভাষায় আমরা যেমন আপনি আর তুমি ব্যবহার করি জার্মান ভাষায়ও তেমন আপনি বলার সময় Sie আর তুমি/তুই বলার সময় Du ব্যবহার করা হয়।
তাহলে আমাদের আজকের
"এক লাইনের জার্মান"-২ হচ্ছে
Wie heißen Sie ? (ভি হাইছেন জি ? )
আপনার নাম কি ?
কাছের বন্ধু বা আত্মীয়স্বজন বা নিকট পরিচিত জন যাদেরকে তুমি বা তুই বলা যায় তাদের নাম জানতে চাইলে বলতে হবে
wie heißt du ? (ভি হাইছ দু ?)
তোমার নাম কি ?
উচ্চারন শুনতে এই লিঙ্কে দেখুন - Click This Link heiÃt du?&searchLoc=0&resultOrder=basic&multiwordShowSingle=on
----------------------------------------------------
ফেসবুকে বসেই জার্মান ভাষা শিখতে চাইলে, গ্রুপ : https://www.facebook.com/groups/657120964325851
-----------------------------------------------------
©somewhere in net ltd.