নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ক্যপ্রিসিয়াস

মানুষ তার স্বপ্নের সমান বড়। তাই স্বপ্ন দেখি বড় কিছু করার। অন্যের উপকার করতে ভাল লাগে তা যত নুন্যতমই হোক না কেন ।\n\nভাল লাগে বিধাতার গড়া অপরুপ সৌন্দর্যের মাঝে ঘুরে বেড়াতে।\n\nফেসবুকে এই আমি https://www.facebook.com/capricious.based

ক্যপ্রিসিয়াস › বিস্তারিত পোস্টঃ

"এক লাইনের জার্মান " -৪

০২ রা জুন, ২০১৪ ভোর ৪:৪৮

স্বাগতম আজকের "এক লাইনের জার্মান " আয়োজনে

গতকাল আমরা শিখেছি কি করে আমারা কোথায় থাকি বা আমাদের বাসা কোথায়, তা অন্যকে বলতে হয়।কিন্তু কি করে অন্যকে তার বাসা কোথায় বা তিনি কোথায় থাকেন মানে কাউকে কি করে প্রশ্ন করতে হয় তা শিখি নি। আজ আমরা তা শিখব। আপনি/ তুমি কোথায় থাকেন/ থাক ?

তাহলে আমাদের আজকের "এক লাইনের জার্মান " -৪

Wo wohne Sie ?

আপনি কোথায় থাকেন ?

Wo wohnst du ?

তুমি কোথায় থাক ?



এবার কমেন্টে গত কালকে আমরা যা শিখেছিলাম তা বলুন মানে আপনি কোথায় থাকেন তা জার্মান ভাষায় বলুন আর তার পর আজকের শেখা এক লাইন দিয়ে প্রশ্নটি করুন ।



----------------------------------------------------

"এক লাইনের জার্মান " আয়োজন ও ফেসবুকে বসেই জার্মান ভাষা শিখতে চাইলে গ্রুপ : https://www.facebook.com/groups/657120964325851

-----------------------------------------------------

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৪ ভোর ৫:২১

ডি মুন বলেছেন: Ich wohne auf Bangladesh

২| ০২ রা জুন, ২০১৪ বিকাল ৫:৫৭

ক্যপ্রিসিয়াস বলেছেন: ধন্যবাদ ডি মুন ভাই. চেষ্টা করার জন্য। একটু কারেকশন করলেই হব.।.।। এক লাইনের জার্মান-৩ এ উওরটা দেয়া হয়েছে। Click This Link

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.