![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বাগতম আজকের "এক লাইনের জার্মান " আয়োজনে -
আমাদের দৈনন্দিন জীবনে প্রায়ই আমাদের বন্ধুবান্ধব, পরিচিত জন বা অন্যদেরকে বলতে হয় যে আমি কি করি বা আমার পেশা কি। যেমন আমি একজন ছাত্র/ছাত্রী। জার্মান ভাষায় এটাকে কি বলে ? আজকের এক লাইনের জার্মান আয়োজনে আমরা তা শিখব। আপনি ইচ্ছা করলে আপনার পেশা ও লিখতে পারেন।
তাহলে আমাদের আজকের "এক লাইনের জার্মান "-৫
Ich bin Student/Studentin (ইস বিন স্টুডেন্ট/স্টুডেন্টিন
আমি ছাত্র/ছাত্রী
তাহলে বোঝাই যাচ্ছে জার্মান ভাষায় Student/Studentin মানে ছাত্র/ছাত্রী। তাহলে Ich bin এর পরে আপনার পেশার নাম লিখে খুব সহজেই আপনি অন্যকে আপনার পেশার কথা জার্মান ভাষায় বলতে পারবেন।
এবার তাহলে আপনার পেশা কি তা কমেন্টে জানিয়ে দিন। জার্মান ভাষায় কোন পেশাকে কি বলে তার একটা ছবি আমাদের গ্রুপেই আজ সকালে পোস্ট করা হয়েছে,সেখান থেকে আপনার পেশার নাম দেখে নিতে পারেন। ধন্যবাদ
------------------------------------------------
এক লাইনের জার্মান আয়োজন ও জার্মান গ্রামার সহ
ফেসবুকে বসেই জার্মান ভাষা শিখতে চাইলে, গ্রুপ : https://www.facebook.com/groups/657120964325851
--------------------------------------------------
©somewhere in net ltd.